
05/07/2025
সৌদি প্রবাসে কফিলের নির্যাতনে মৃত্যু—এক বছর পর ফিরছে প্রিয় রুবেলের ম*রদেহ… 💔😭
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের তালুকদার পাড়ার সন্তান রুবেল হোসেন (৩১)। পরিবারের স্বপ্ন আর স্বচ্ছলতার আশায় ২০২৪ সালে পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। কিন্তু সেখানে নেমে আসে অমানবিক দুঃস্বপ্ন—কফিলের নি*র্যাতনের শিকার হন এই নিরীহ তরুণ।
স্থানীয় পুলিশের সহায়তায় মদিনার এক হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। ২০২৪ সালের ১৭ জুলাই চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান রুবেল।
দীর্ঘ এক বছরের আইনি প্রক্রিয়া শেষে আজ (৫ জুলাই ২০২৫) ফিরছে তার নিঃসঙ্গ মরদেহ, ফিরছে শোকে স্তব্ধ এক গ্রামে।
🕊️ এলাকাবাসীর মতে, রুবেল ছিলেন বিনয়ী, সদালাপী ও হৃদয়বান এক মানুষ। তার অকাল বিদায়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া—চিরতরে থেমে গেল এক রঙিন স্বপ্নের পথচলা...
আল্লাহ যেন রুবেল ভাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন। 🤲
---