02/11/2025
ভূকশিমইল ইউনিয়নের প্রাণকেন্দ্র দিয়ে যাওয়া কুলাউড়া–কাদিপুর–ভূকশিমইল সড়কটি দীর্ঘদিন ধরে অযত্ন ও অবহেলায় পড়ে আছে। এই সড়কটি অত্র দুই এলাকাবাসীর প্রধান যাতায়াতের মাধ্যম, বর্তমানে রাস্তার জায়গায় জায়গায় বড় বড় গর্ত, ভাঙা পিচ, কাদামাটি ও জলাবদ্ধতার কারণে এটি পরিণত হয়েছে জনদুর্ভোগের প্রতীকে।
প্রতিদিন হাজারো মানুষ — শিক্ষার্থী, কর্মজীবী, রোগী ও সাধারণ পথচারীরা — এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ভাঙা রাস্তার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, অনেক সময় প্রাণহানির ঘটনাও ঘটেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
ভূকশিমইল ওয়াইড পরিবারের পক্ষ থেকে আমরা এই রাস্তাটির করুণ চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি, যাতে সবাই বাস্তব পরিস্থিতি স্পষ্টভাবে দেখতে পারেন।
আমরা ভূকশিমইল ও কাদিপুর ইউনিয়ন পরিষদ, কুলাউড়া উপজেলা প্রশাসন, মৌলভীবাজার জেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছি —
দয়া করে দ্রুত এই রাস্তার সংস্কার কার্যক্রম শুরু করুন, যাতে এলাকার মানুষ দীর্ঘদিনের কষ্ট থেকে মুক্তি পায়।
উন্নয়নের ছোঁয়া যেন সত্যিকার অর্থেই পৌঁছে যায় গ্রামীণ জনপদে।
ভূকশিমইল ও কাদিপুর এলাকাবাসীর একটাই দাবি —
“দ্রুত রাস্তাটি সংস্কার করুন, স্বস্তি ফিরিয়ে দিন মানুষের জীবনে।”