Bhukshimoil Wide- ভূকশিমইল ওয়াইড

Bhukshimoil Wide- ভূকশিমইল ওয়াইড মেধা ও মননে সুন্দর আগামী
(17)

শুভ জন্মদিন ভূকশিমইল ওয়াইড এর প্রধান এডমিন- তারেক আহমেদ,ভূকশিমইল ওয়াইড পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা, দোয়া ও ভাল...
10/09/2025

শুভ জন্মদিন ভূকশিমইল ওয়াইড এর প্রধান এডমিন- তারেক আহমেদ,

ভূকশিমইল ওয়াইড পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা, দোয়া ও ভালোবাসা রইলো! ❤️

ডাকসু'র নির্বাচনে এজিএস পদে বিজয়ী মোঃ মহিউদ্দিন,ভূকশিমইল ওয়াইড পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা! ❤️
09/09/2025

ডাকসু'র নির্বাচনে এজিএস পদে বিজয়ী মোঃ মহিউদ্দিন,

ভূকশিমইল ওয়াইড পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা! ❤️

ডাকসু'র নির্বাচনে জিএস পদে বিজয়ী এসএম ফরহাদ,ভূকশিমইল ওয়াইড পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা! ❤️
09/09/2025

ডাকসু'র নির্বাচনে জিএস পদে বিজয়ী এসএম ফরহাদ,

ভূকশিমইল ওয়াইড পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা! ❤️

ডাকসু'র নির্বাচনে ভিপি পদে বিজয়ী সাদিক কায়েম,ভূকশিমইল ওয়াইড পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা! ❤️
09/09/2025

ডাকসু'র নির্বাচনে ভিপি পদে বিজয়ী সাদিক কায়েম,

ভূকশিমইল ওয়াইড পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা! ❤️

আলহামদুলিল্লাহ, মানবতার আরেকটি মহৎ সফলতাআজকের দিনটি আমাদের সবার জন্য এক অবর্ণনীয় আনন্দ এবং কৃতজ্ঞতার।আপডেট সফল পর্ব: ৯২...
09/09/2025

আলহামদুলিল্লাহ, মানবতার আরেকটি মহৎ সফলতা

আজকের দিনটি আমাদের সবার জন্য এক অবর্ণনীয় আনন্দ এবং কৃতজ্ঞতার।
আপডেট সফল পর্ব: ৯২০
হস্তান্তরের তারিখ: ০৯/০৯/২০২৫
হস্তান্তরের স্থান: কালেশার, কুলাউড়া

দীর্ঘ ৫-৬ বছর ধরে নিখোঁজ থাকার পর শ্রী হরিবল চন্দ্র (৪৫) অবশেষে আজ ফিরে গেলেন তার পরিবারের কোলে।
এটি শুধু একটি উদ্ধার নয়—
এটি এক মায়ের বুকভরা দোয়া পূর্ণ হওয়ার মুহূর্ত,
এক স্ত্রীর প্রিয় স্বামীকে ফিরে পাওয়ার অশ্রুভেজা আনন্দ,
এক সন্তানের দীর্ঘ প্রতীক্ষার অবসান,
আর মানবতার এক উজ্জ্বল জয়।

চার দিন আগে গভীর রাতে, ঠিক রাত ৪টা ১০ মিনিটে, ট্রেন থেকে আমরা উদ্ধার করি শ্রী হরিবল চন্দ্রকে।
তিনি ছিলেন মানসিকভাবে অসুস্থ এবং শারীরিকভাবে ভীষণ কষ্টে—
ডান পা ভাঙা, পচন ধরা এবং অসহনীয় যন্ত্রণায় কাতর।
চারপাশে ছড়িয়ে ছিল ভয়াবহ দুর্গন্ধ, যেন জীবন থেমে যাওয়ার দ্বারপ্রান্তে তিনি দাঁড়িয়ে আছেন।

কিন্তু আল্লাহর অসীম রহমতে, মাত্র আধা ঘণ্টার মধ্যে আমরা তার পরিবারের সন্ধান পাই।
সেই মুহূর্তে আমাদের চোখও কৃতজ্ঞতায় অশ্রুসজল হয়ে ওঠে।

শ্রী হরিবল চন্দ্রের পরিচয়
• নাম: শ্রী হরিবল চন্দ্র
• বয়স: ৪৫ বছর
• অবস্থা: মানসিক ভারসাম্যহীন
• পিতা: মৃত রোমানি চন্দ্র
• মাতা: মৃত হরি প্রিয়া চন্দ্র
• ঠিকানা: কালেশার, ভূকশিমইল, কুলাউড়া, মৌলভীবাজার।

উদ্ধারের পরপরই আমরা তাকে প্রাথমিক পরিচ্ছন্নতা শেষে চিকিৎসার জন্য নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।
কয়েক দিনের চিকিৎসা ও পরিচর্যার পর আজ আমরা তাকে তার পরিবারের হাতে হস্তান্তর করতে সক্ষম হয়েছি।

পরিবারের অশ্রুসজল চোখে যে সুখ আর কৃতজ্ঞতা দেখেছি, সেটিই আমাদের সকল পরিশ্রমের সর্বোচ্চ পুরস্কার।

আমাদের এই সফলতায় সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই সমাজসেবা অধিদপ্তর নাচোল এবং প্রত্যেক মানবিক ভাই-বোন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীকে।
আপনাদের দোয়া, ভালোবাসা এবং সহমর্মিতা ছাড়া এমন কাজ সম্ভব নয়।

আসুন, মানবতার এই যাত্রায় সবাই একসাথে থাকি।
অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং মানবিকতার আলো সর্বত্র ছড়িয়ে দিই।

যোগাযোগ:
মোঃ আব্দুল গনি ফিটু
মানবিক সহায়তা স্বেচ্ছাসেবক টিম
গোলাবাড়ী স্টেশন, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ
📞 ০১৭৬১-৭০৫৬১৮

“মানবিকতা ছড়িয়ে পড়ুক সর্বত্র”

07/09/2025

হাকালুকি যুব সাহিত্য পরিষদের আয়োজনে ৪র্থ বিনামূল্যে চক্ষু সেবা শিবির!

📅 তারিখ: শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
📍 স্থান: বাদে ভূকশিমইল আদর্শ উচ্চ বিদ্যালয়
🕘 সময়: সকাল ৯:০০টা – দুপুর ২:০০টা পর্যন্ত

চক্ষু শিবিরে সেবা সমূহ:
• ✅ চোখের সাধারণ পরীক্ষা,
• ✅ ছানি ও গ্লুকোমা (চোখের চাপ) শনাক্তকরণ,
• ✅ চশমার পাওয়ার পরীক্ষা,
• ✅ বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, পরামর্শ ও ঔষধ প্রদান,
• ✅ চোখের সুরক্ষার জন্য বিশেষ দিকনির্দেশনা,
• ✅ প্রয়োজনীয় রোগীদের হাসপাতালে রেফার করার ব্যবস্থা।

বিশেষ ঘোষণা:

ছানিপড়া রোগীদের হাসপাতালে নিয়ে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করা হবে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা:

প্রত্যেক রোগীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের (ভোটার আইডি কার্ড) ফটোকপি সঙ্গে আনতে হবে।

এলাকার সর্বসাধারণকে এই মহৎ ও মানবিক উদ্যোগে উপস্থিত থেকে উপকৃত হওয়ার জন্য হাকালুকি যুব সাহিত্য পরিষদ আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছে।

শুভ জন্মদিন ভূকশিমইল ওয়াইড এর প্রতিষ্টাতা ও সাবেক পরিচালক ইসলাম উদ্দিন রিপন,ভূকশিমইল ওয়াইড পরিবারের পক্ষ থেকে জন্মদিনের ...
07/09/2025

শুভ জন্মদিন ভূকশিমইল ওয়াইড এর প্রতিষ্টাতা ও সাবেক পরিচালক ইসলাম উদ্দিন রিপন,

ভূকশিমইল ওয়াইড পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা, দোয়া ও ভালোবাসা রইলো! ❤️

রক্তদান সংগঠন ভূকশিমইল ইউনিয়ন এর কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন ভূকশিমইল ইউনিয়নের দ...
06/09/2025

রক্তদান সংগঠন ভূকশিমইল ইউনিয়ন এর কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন ভূকশিমইল ইউনিয়নের দুই গর্বিত কৃতি সন্তান—

•জনাব মোঃ এনামুল ইসলাম, সম্মানিত General Manager, GPH Ispat Bangladesh,
•জনাব মাওলানা হাফিজুল ইসলাম, প্রিয় আলেম, Vice Principal, ভূকশিমইল দারুল উলুম আলিম মাদ্রাসা।

ভূকশিমইল ওয়াইড পরিবারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
আপনাদের যোগদান উক্ত সংগঠনের কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও সফল করে তুলবে—এমনটাই আমাদের বিশ্বাস। ❤️

05/09/2025

ভূকশিমইল ওয়াইড এর ৪র্থ বর্ষপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে আমাদের এই যাত্রাকে আরও অনুপ্রাণিত করতে গুণীজনদের উষ্ণ শুভেচ্ছাবার্তা।

—জনাব, মাওলানা ফজলুল হক খান সাহেদ
সাবেক উপজেলা চেয়ারম্যান, কুলাউড়া,
—জনাব, আজিজুর রহমান মনির
চেয়ারম্যান ০২নং ভূকশিমইল ইউনিয়ন পরিষদ,
—জনাব, হাবিবুর রহমান চিনু
সাবেক সভাপতি-ওভারসীজ এসোসিয়েশন অব ভূকশিমইল ইউনিয়ন,
—জনাব, মোঃ এনামুল ইসলাম
সভাপতি-এডহক কমিটি ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এবং ভূকশিমইল দারুল উলুম আলিম মাদ্রাসা,
—জনাব, জুবায়ের হাসান রুশন
সভাপতি-ওভারসীজ এসোসিয়েশন অব ভূকশিমইল ইউনিয়ন,—জনাব, হোসাইন আহমেদ
সভাপতি-হাকালুকি যুব সাহিত্য পরিষদ, ভূকশিমইল।

ভূকশিমইল ওয়াইড পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও কৃতজ্ঞতা! ❤️

05/09/2025

রুহুল, করিম এন্ড রাহেল প্রাইজমানি উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫
সেমি-ফাইনালের ১ম খেলা,

ইউনাইটেড ক্লাব,ভাটেরা
বনাম
আশার আলো, ইটাখলা

ভেন্যু: ভাটেরা ডিগ্রি কলেজ মাঠ,
আয়োজনে: ভাটেরা ফুটবল একাদশ!

আপনিও হয়ে উঠুন খেলার অংশ — কমেন্টে জানিয়ে দিন আপনার পছন্দের দল।

Address

Kulaura, Bhukshimoil
Kulaura
3230

Alerts

Be the first to know and let us send you an email when Bhukshimoil Wide- ভূকশিমইল ওয়াইড posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bhukshimoil Wide- ভূকশিমইল ওয়াইড:

Share