
12/05/2025
আলহামদুলিল্লাহ
কুলাউড়ায় নিজামিয়া বিশকুটি দাখিল মাদ্রাসায় আবারো মেধা বৃত্তির প্রথম স্থানের সম্মান।
নিজামিয়া বিশকুটি (রহ) স্মৃতি পরিষদের উদোগ্যে কুলাউড়া উপজেলা ব্যাপি আব্দুল্লাহ আল মাশহুদ স্মৃতি মেধা বৃত্তি ২০২৪ পরীক্ষায় অংশগ্রহন করে (ب) নবম- দশম গ্রুপে নিজামিয়া বিশকুটি দাখিল মাদ্রাসার দশম শ্রেনীর ছাত্র মো: সাইফুর রহমান ১ম স্থান অর্জন করে নগদ ৭,০০০/= টাকা ক্রেস্ট এবং সনদ পান।
এছাড়া ৫ম স্থান পেয়েছে মো: ফখরুল ইসলাম আল- আমিন ৬ষ্ঠ স্থান পেয়েছে দশম শ্রেনীর ছাত্র মো: রাজুয়ান হোসেন মান্না , ৯ম স্থান পেয়েছে।
দশম শ্রেনীর ছাত্র মো: পারভেজ আহমদ, এভাবে বিভিন্ন ইসলামিক প্রতিযোগিতায় অংশগ্রহন করে প্রথম স্থান অর্জন করে আসছে নিজামিয়া বিশকুটি দাখিল মাদ্রাসার ছাত্ররা, তাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকে সকলের কাছে দোয়া চেয়েছেন শিক্ষক মন্ডলী সহ অভিভাবক বৃন্দ।