Kulaura Songbad - কুলাউড়া সংবাদ

Kulaura Songbad - কুলাউড়া সংবাদ কুলাউড়ার সহ বাংলাদেশের বর্তমান অবস্? kulaurasongbad.com is not only a online news portal. Here we are like as friends with our people.

We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for kulaurasongbad.com. In my country every Districts we have the c

orrespondents for this online news portal and also worked a number so special correspondents for this portal. We have the abroad correspondents also for the important countries around the globe. All the time we are with them for the sorrows, straggles, security and also with their happiness. kulaurasongbad.com is very keen to keep the real news from the every corners and always helps to peoples of Bangladesh and also for the humanity. kulaurasongbad.com are also acting as to promote new news agency and with also skillful journalists from the country. There are numbers of online news portals are getting information from kulaurasongbad.com online portals.

আনজুম হত্যার বিস্তারিত ঘঠনা ♦️কুলাউড়ায় স্কুল ছাত্রী হত্যা মামলার রহস্য উদঘাটন, ঘাতক গ্রেফতার ও আলামত উদ্ধারমৌলভীবাজার জে...
16/06/2025

আনজুম হত্যার বিস্তারিত ঘঠনা ♦️

কুলাউড়ায় স্কুল ছাত্রী হত্যা মামলার রহস্য উদঘাটন, ঘাতক গ্রেফতার ও আলামত উদ্ধার

মৌলভীবাজার জেলার কুলাউড়ায় স্কুল ছাত্রী নাফিছা জান্নাত আনজুম (১৫) হত্যায় ঘাতক ভিকটিমের প্রতিবেশী মো. জুনেল নিয়াকে (৩৯) গ্রেফতার করা হয়েছে। এছাড়া আসামির দেখানো মতে এবং পুলিশের তল্লাশীকালে হত্যাকাণ্ডের আশেপাশে বিভিন্ন স্থানে ফেলে রাখা ভিকটিমের পরিহিত বোরকা, স্কুল ব্যাগ, বই ও একটি জুতা উদ্ধার করে পুলিশ।।

গত ১২ জুন সকাল ৭টায় পাশের সিংগুর গ্রামে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয় নাফিহা এ বিষয়ে কুলাউড়ায় একটি সাধারণ ডায়েরী করা হয়।

এর দুই দিন পর ১৪ জুন বিকাল ৫টা ৪০ মিনিটে বাড়ির পাশের ছড়ার পাশে দুর্গন্ধ পেয়ে ভিকটিমের ভাই ও মামা অর্ধগলিত মরদেহটি খুঁজে পান এবং পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে লাশের সুরতহাল প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় থানায় ভিকটিমের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে একটি হত্যা মামলা রুজু করা হয়।

ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, কুলাউড়া সার্কেলের (অতিঃ দায়িত্বে) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ গোলাম আপসার, পুলিশ পুরিদর্শক সুদীপ্ত ভট্টাচার্যসহ একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

দ্রুততম সময়ে ঘটনার রহস্য উদঘাটনের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (এনইম এন্ড অপস) এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল (অতিঃ দায়িত্বে কুলাউড়া সার্কেল) নেতৃত্বে কুলাউড়া থানার অফিসারদের নিয়ে কয়েকটি বিশেষ টিম গঠন করে আশেপাশের ব্যপক তল্লাশী করা হয়। এসময় ঘটনাস্থলের পাশে একটি ঝোপ থেকে ভিকটিমের স্কুল ব্যাগ, বই এবং একটি জুতা উদ্ধার করা হয়।

আমরা শুধু স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদের জন্য বিশেষ ৬টি টিম গঠন করি। স্থানীয় লোকজনের বক্তব্য, আলামত উদ্ধারের জায়গা এবং নারী ঘটিত কিছু বিষয়ের সাথে সংশ্লিষ্টতা দেখে সন্দেহ হওয়ায় আমরা জুনেল মিয়াকে আটক করি। পরবর্তীতে তার মোবাইল চেক করে পর্ন সাইটে ব্রাউজিং এর তথ্য দেখে আমাদের সন্দেহ আরও বাড়ে। পরবর্তীতে আমরা তাকে দুপুর থেকে রাত প্রায় ১২ টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে পুলিশ সুপারের সামনে রাত ১২ টার দিকে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে।

সে জানায়, ভিকটিম তার বাড়ির সামনের একটি রাস্তা দিয়ে প্রায়ই স্কুল ও প্রাইভেটে আসা যাওয়া করত। সেই সুবাদে জুনেল মিয়া ভিকটিমের সখ্যতা গড়ে তোলার চেষ্টা করে। ঘটনার দিন গত ১২জুন ভিকটিম পাশের গ্রামে প্রাইভেট পড়া শেষে আসামীর বাড়ীর সামনের রাস্তা দিয়ে ফেরার পথে সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় আসামী ভিকটিমের সাথে কথা বলতে বলতে তার পিছু নেয়। ভিকটিম এড়িয়ে যেতে চাইলে জুনেল মিয়া ভিকটিমকে পিছন থেকে জড়িয়ে ধরে। তখন ভিকটিম চিৎকার করলে জুনেল মিয়া তার হাত দিয়ে গলায় চাপ দিয়ে ধরলে ভিকটিম ঘটনাস্থল কিরিম শাহ মাজারের মধ্যের রাস্তায় অচেতন হয়ে পড়ে এরপর ভিকটিমকে মোকাম সংলগ্ন জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ছড়ার পাড়ে ঝোপে ফেলে রাখে।

মোকামের মাঠে পড়ে থাকা ভিকটিমের স্কুল ব্যাগ ও একটি জুতা ঘটনাস্থলের নিকটবর্তী ঘন ঝোপে ফেলে দেয় এবং ভিকটিমের পরিহিত বোরকাটি নিকটবর্তী কিরিম শাহ মাজারের উত্তর পাশে জনৈক রওশন আলী গংয়ের পারিবারিক কবরস্থানের সীমানা বাউন্ডারী পার করিয়া ছুড়ে ফেলে দেয়। পুলিশ আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে স্থানীয় লোকজন এবং মিডিয়ার উপস্থিতিতে ভিকটিমের সেই বোরখা উদ্ধার করা হয়।

কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসম কামরুল ইসলাম গ্রে*প্তার।
24/04/2025

কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসম কামরুল ইসলাম গ্রে*প্তার।

11/02/2025

কোয়াব কাপ T20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল।

11/02/2025
09/02/2025

কুলাউড়া আলালপুর ওয়াজ মাহফিল।
০৯-০২-২০২৫

📌বাসা ভাড়া নেবার সূবর্ণ সুযোগঃহাসপাতাল, স্কুল,কলেজ, মসজিদ, মাদ্রাসা সহ সকল দিক থেকে সুবিধা সম্পন্ন উত্তর বাজার কুলাউড়া...
08/02/2025

📌বাসা ভাড়া নেবার সূবর্ণ সুযোগঃ

হাসপাতাল, স্কুল,কলেজ, মসজিদ, মাদ্রাসা সহ সকল দিক থেকে সুবিধা সম্পন্ন উত্তর বাজার কুলাউড়ার ছামি ইয়ামী রেস্টুরেন্টের সামনের পশ্চিমের গলিতে ফাইভষ্টার সমমানের নবনির্মিত চার তলা বিশিষ্ট "মোক্তাদির টাওয়ারের" পনেরো ইউনিটের বিল্ডিংয়ে ৩(তিন) বেডরুম এবং ২(দুই) বেডরুমের ১২টি ইউনিট সূলভ মূল্যে ভাড়া দেয়া হবে । তাছাড়া ভাড়া কখনও বাড়ানো হবে না। ডাক্তার, নার্স, শিক্ষক, ব্যবসায়ী এবং চাকুরী জীবিদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

আগ্রহীরা যোগাযোগ করুনঃ
017 822 399 57 অথবা +880 929 613 4580

27/01/2025

সোনালী সংঘ কোনাগাঁও এর প্রধান পৃষ্টপোষক জনাব শাহাদাত হোসেন মনির দেশে আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান, প্রবাসী সংবর্ধনা, সোনালী সংঘ সম্মাননা পুরস্কার প্রদান।

আয়োজনে: সোনালী সংঘ কোনাগাঁও, ব্রাহ্মণবাজার, কুলাউড়া।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত  অধ্যক্ষ্য জনাব আব্দুল হান্নান আমার সার অদ্য সক...
24/01/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ্য জনাব আব্দুল হান্নান আমার সার অদ্য সকাল ৮.৫৫ মিনিটের সময় সিলেট হার্টফাউন্ডেশনে ইন্তেকাল করিয়াছেন। মরহুমের জানাজার নামাজ আজ বিকাল ৫.০০ ঘটিকায় সময় কুলাউড়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে হইবে।

Address

Kulaura , Sylhet
Kulaura
3230

Alerts

Be the first to know and let us send you an email when Kulaura Songbad - কুলাউড়া সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kulaura Songbad - কুলাউড়া সংবাদ:

Share

Category