আজকের কুলাউড়া - Ajker Kulaura

আজকের কুলাউড়া - Ajker Kulaura প্রিয় জন্মভূমি কুলাউড়া
সত্য ও সুন্দরের পক্ষে আমাদের পথচলা সত্য ও সুন্দরের পক্ষে আমাদের পথচলা
(2)

I've just reached 20K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one...
03/08/2025

I've just reached 20K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉

সিলেট-ঢাকা-কক্সবাজার লাইনে নতুন ট্রেন চালু রেললাইন সংস্কার ও আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে করণীয় বিষয়ে আজ কুলাউড়ায় মতবিনিময়...
03/08/2025

সিলেট-ঢাকা-কক্সবাজার লাইনে নতুন ট্রেন চালু রেললাইন সংস্কার ও আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে করণীয় বিষয়ে আজ কুলাউড়ায় মতবিনিময় সভা।

কুলাউড়ায় ভুলে সীমান্ত অতিক্রম করা দুই কিশোরকে ফেরত দিলো বিএসএফ আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতে ঢুকে ছবি তোলার সময় আ...
03/08/2025

কুলাউড়ায় ভুলে সীমান্ত অতিক্রম করা দুই কিশোরকে ফেরত দিলো বিএসএফ

আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতে ঢুকে ছবি তোলার সময় আটক দুই কিশোরকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। স্বজনদের কাছ থেকে খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা বিএসএফের সঙ্গে যোগাযোগ করে তাদের ফেরত দিতে বলেন। পরে তাদের ফেরত দেওয়া হয়।

গতকাল শনিবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্তের পার্শ্ববর্তী ভারতের ত্রিপুরা রাজ্যের ইরানী থানা এলাকা।

দুই কিশোরের বাড়ি উপজেলার কর্মধা ইউনিয়নের কালিটি চা বাগানে। তারা চা বাগানের শ্রমিক রামানু নাইডুর ছেলে শুভ্র নাইডু (১৭) ও সঞ্জয় শীলের ছেলে সুবর্ণ শীল (১৬)।

পৃথিমপাশার আলীনগর সীমান্ত এলাকা বিজিবির ৪৬ ব্যাটালিয়নের আওতায় পড়েছে। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, শনিবার বিকেলে ওই দুই কিশোর মোটরসাইকেলে করে আলীনগর সীমান্ত এলাকায় বেড়াতে যায়। একপর্যায়ে মোটরসাইকেল রেখে তারা ১৮৪৫ নম্বর মূল সীমান্তখুঁটি অতিক্রম করে ভারতে ঢুকে পড়ে। সেখানে দু’জনে মুঠোফোনে ছবি তুলছিল। এ সময় বিএসএফের টহলদলের নজরে পড়ে বিষয়টি। তারা দুই কিশোরকে আটক করে তাদের ক্যাম্পে নিয়ে যায়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, এ ঘটনায় ভারতে অনুপ্রবেশের অভিযোগে দুই কিশোরের বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা হয়েছে। তাদের মৌলভীবাজারের আদালতে পাঠানো হবে।

কুলাউড়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ আ°ট°ক ৩মৌলভীবাজারের কুলাউড়ার টিলাগাও এলাকায় ডিবি পুলিশের অভিযানে ২২১ পিস ইয়া°বা ও ৪০ হাজা...
03/08/2025

কুলাউড়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ আ°ট°ক ৩

মৌলভীবাজারের কুলাউড়ার টিলাগাও এলাকায় ডিবি পুলিশের অভিযানে ২২১ পিস ইয়া°বা ও ৪০ হাজার টাকাসহ ৩ জন আ°ট°ক হয়েছে।

শনিবার (২ আগস্ট) রাতে ডিবির অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্যের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন—আব্দুল বাজিদ (৪২), ইয়াকুব আলী (২৫) ও কামাল (৪৫)।

তল্লাশিতে বাজিদের ঘর থেকে ১৮০ পিস, ইয়াকুবের লুঙ্গি থেকে ১৭ পিস ও কামালের পকেট থেকে ২৪ পিস ইয়াবা উদ্ধার হয়। বাজিদের ঘর থেকে মাদক লেনদেনের ৪০ হাজার টাকাও জব্দ করা হয়।

তারা তিনজনই পরস্পরের সহযোগিতায় মাদক ব্যবসায় জড়িত বলে জানা যায়।

কুলাউড়ার  #রবিরবাজার  # কর্মধা ইউনিয়নে  # ময়লার ভাগাড়কুলাউড়া উপজেলার রবিরবাজারের লামারবাজারস্থ ভরাট হয়ে যাওয়া পুকুরের বর...
02/08/2025

কুলাউড়ার #রবিরবাজার # কর্মধা ইউনিয়নে # ময়লার ভাগাড়

কুলাউড়া উপজেলার রবিরবাজারের লামারবাজারস্থ ভরাট হয়ে যাওয়া পুকুরের বর্জ্য এনে রবির বাজার-কর্মধা রোডের শুকনাছড়া নদীর পাড়ে একদম রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে এবং প্রায় ২ মাস থেকে ময়লাগুলো এভাবেই পড়ে আছে। ময়লা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত শত শত শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে। প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীকে আশ্বস্ত করা হয়েছিল যে একটি বড় গর্ত করে ময়লাগুলো সেখানে ফেলে মাটিচাপা দেওয়া হবে অথবা সুষ্ঠু ব্যবস্থাপনা করা হবে যাতে মানুষের কষ্ট না হয় বা পরিবেশ দূষিত না হয়। একটি গর্ত করা হলেও বর্জ্যগুলি গর্তে না ফেলে একদম রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক!

01/08/2025

প্রকৃতি হাত বাড়িয়ে ডাকছে কাছে যেতে...💚

#কুলাউড়া #মৌলভীবাজার

31/07/2025

📍 হাওর, নৌকা ও আকাশের রং—এ যেন প্রকৃতির কবিতা।

#কুলাউড়া #মৌলভীবাজার

রংধনু
31/07/2025

রংধনু

31/07/2025

রাতের চিত্র

#কুলাউড়া #মৌলভীবাজার

29/07/2025

বর্ষাকালের গ্রাম বাংলার দৃশ্য..

নিউইয়র্কের মেনহ‍্যাটনে অ.স্ত্র.ধারী.র গু.লি.তে কুলাউড়ার রতন নি.হ.তনিউইয়র্কের ম্যানহাটনে বন্দুকধারীর এলোপাতাড়ি গু.লি.তে...
29/07/2025

নিউইয়র্কের মেনহ‍্যাটনে অ.স্ত্র.ধারী.র গু.লি.তে কুলাউড়ার রতন নি.হ.ত

নিউইয়র্কের ম্যানহাটনে বন্দুকধারীর এলোপাতাড়ি গু.লি.তে নি.হ.ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এনওয়াইপিডি অফিসার দিদারুল ইসলাম (৩৬)।স্ত্রী সন্তানসম্ভবা, ঘরে দুই সন্তান, আর জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনরত অবস্থায় শহিদ হলেন তিনি। মৌলভীবাজারের কুলাউড়া সদরের সন্তান দিদার প্রায় সাড়ে তিন বছর ধরে পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। সোমবার সন্ধ্যায় ৩৪৫ পার্ক অ্যাভিনিউতে এক ভবনে সিকিউরিটি ডিটেইলে দায়িত্ব পালনকালে বন্দু.কধা.রীর গুলিতে প্রাণ হারান। ঘটনায় মোট ৬ জন নিহত হন—একজন পুলিশ অফিসার (দিদার), চারজন বেসামরিক নাগরিক এবং হামলাকারী নিজেই। পুলিশ কমিশনার তাঁকে একজন সাহসী ও দায়িত্বশীল অফিসার হিসেবে শ্রদ্ধা জানান। বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, নি.হ.ত দিদারুল ইসলামের পরিবারের পাশে তাঁরা রয়েছেন। প্রবাসী বাংলাদেশি কমিউনিটি আজ শোকাহত।

26/07/2025

বৃষ্টি এলেই যেন কুলাউড়া শহরের রঙ বদলে যায়।

📍 #কুলাউড়া #মৌলভীবাজার

Address

Kulaura

Telephone

+8801404964392

Website

Alerts

Be the first to know and let us send you an email when আজকের কুলাউড়া - Ajker Kulaura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আজকের কুলাউড়া - Ajker Kulaura:

Share