কুলাউড়া

কুলাউড়া কুলাউড়া এক্সপ্রেস পেইজ এ আপনাকে স্বাগতম

ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন কুলাউড়ার কৃতি সন্তান,বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ( পুলিশ সদর দপ্তরে কর্মরত...
17/09/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন

কুলাউড়ার কৃতি সন্তান,বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ( পুলিশ সদর দপ্তরে কর্মরত) মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী বাংলাদেশ সময় বুধবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।

10/09/2025
10/09/2025

ডাকসুর পরাজয়ের গ্লানি মুছতে জাকসু নির্বাচন কারচুপির জন্য সবধরণের মেকানিজম করছে বিএনপিপন্থী প্রশাসন, ছাত্রদল ও বিএনপি এক্টিভিস্টরা।

সকালে না পাঠিয়ে এখন কেন ব্যালট বক্সগুলো ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে ছাত্রদল নেতাদের পাহারায়? আবার সাংবাদিকরা সেই ফুটেজ নিতে গেলে কেন তাদের মোবাইল কেড়ে নিয়ে হেনস্থা করা হলো?

08/09/2025
বিস্তারিত কমেন্টে
08/09/2025

বিস্তারিত কমেন্টে

আদালতে রিমান্ড শুনানিতে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার ওসি মোঃ ওমর ফারুক। তিনি নিজে উপস্থিত থেকে আসামি জুনেলের বিরুদ্ধে পুনরায় রিমান্ড আবেদন করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কুলাউড়ায় আইন-শৃঙ্খলা রক্ষায়, আগামী ৫ সেপ্টেস্বর, বাদ মাগরিব মনসুর সাইন বোর্ড মাঠে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হবে। আপনাদ...
04/09/2025

কুলাউড়ায় আইন-শৃঙ্খলা রক্ষায়, আগামী ৫ সেপ্টেস্বর, বাদ মাগরিব মনসুর সাইন বোর্ড মাঠে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হবে। আপনাদের সকলের উপস্থিতি কামনা করি।

02/09/2025

আফগানিস্তানে ভূমিকম্পে ৮০০ জন শ'হী'দ এবং ১৫০০ জন আহত হয়েছে!
তবে এ সংখ্যা এখনো সঠিক নয়; প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে।

না জানি কোন মায়ের বুকের ধন, হয়তো পরিবারের মুখে হাসি ফুটাতে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। এখন মান**সিক ভারসা**ম্যহীন হয়ে ঢাকা ...
28/08/2025

না জানি কোন মায়ের বুকের ধন, হয়তো পরিবারের মুখে হাসি ফুটাতে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। এখন মান**সিক ভারসা**ম্যহীন হয়ে ঢাকা বিমানবন্দরে খুঁজছেন সেই প্রিয়জনের মুখ। আজ দুপুর ৩:২৫ মিনিটে ইন্ডিগো বিমানে ওমান থেকে দেশে ফিরেছেন সুমন নামের এক রেমিট্যান্স যো**দ্ধা। দেশে ফিরলেও তিনি এখন দিশেহারা। বিমানবন্দরে উদ্দেশ্যহীন চলাফেরা দেখে এভিয়েশন সিকিউরিটি সদস্যরা তাকে শনাক্ত করেন।পরে এভিয়েশন সিকিউরিটি কন্ট্রোল রুম থেকে তাকে নিরা*পদে হস্তান্তরের জন্য পাঠানো হয় ব্র্যাক লার্নিং সেন্টার, আশকোনা-তে। বর্তমানে তিনি ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের তত্ত্বাবধানে আছেন।
দুঃখজনকভাবে সুমন তার নাম ছাড়া আর কিছুই বলতে পারছেন না। কখনো বলছেন তার বাড়ি ফেনী, কখনো বরিশাল, আবার কখনো ঢাকায়। তার কাছে কোনো পাসপোর্ট বা ডকুমেন্ট নেই। মা**নসিক অসু**স্থতার কারণে নিজের পরিচয় জানাতেও তিনি অক্ষম।
আমরা তার প্রকৃত পরিবার বা স্বজনদের খুঁজে পেতে আপনাদের সহযোগিতা কামনা করছি।
যদি কেউ সুমনকে চিনে থাকেন বা তার পরিবারের খোঁজ দিতে পারেন, দয়া করে এয়ারপোর্টে যোগাযোগ করুন।
আল্লাহ তুমি সুমনকে তার পরিবারের কাছে পৌঁছে দিও 🤲
পোস্ট টা বেশি বেশি করে ছড়িয়ে দিন।
#ব্রাক_মাইগ্রেশান

27/08/2025

কুলাউড়ায় এক রাতেই............

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই... কুলাউড়া তথা সিলেটের ইতিহাস ঐতিহ্যে রক্ষার স্বার্থে অনতিবিলম্বে জুলাই স্মৃতিফলক এখান থে...
25/08/2025

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই...
কুলাউড়া তথা সিলেটের ইতিহাস ঐতিহ্যে রক্ষার স্বার্থে অনতিবিলম্বে জুলাই স্মৃতিফলক এখান থেকে অন্যত্র সরিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ আশা করছি।

25/08/2025

কুলাউড়া উপজেলা বিএনপি'র সম্মেলন ও কাউন্সিল আগামী ১৩ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

আজ উপজেলা বিএনপি'র বর্ধিত সভায় সীদ্ধান্ত নেয়া হয়।

Address

Kulaura

Website

Alerts

Be the first to know and let us send you an email when কুলাউড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share