28/08/2025
না জানি কোন মায়ের বুকের ধন, হয়তো পরিবারের মুখে হাসি ফুটাতে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। এখন মান**সিক ভারসা**ম্যহীন হয়ে ঢাকা বিমানবন্দরে খুঁজছেন সেই প্রিয়জনের মুখ। আজ দুপুর ৩:২৫ মিনিটে ইন্ডিগো বিমানে ওমান থেকে দেশে ফিরেছেন সুমন নামের এক রেমিট্যান্স যো**দ্ধা। দেশে ফিরলেও তিনি এখন দিশেহারা। বিমানবন্দরে উদ্দেশ্যহীন চলাফেরা দেখে এভিয়েশন সিকিউরিটি সদস্যরা তাকে শনাক্ত করেন।পরে এভিয়েশন সিকিউরিটি কন্ট্রোল রুম থেকে তাকে নিরা*পদে হস্তান্তরের জন্য পাঠানো হয় ব্র্যাক লার্নিং সেন্টার, আশকোনা-তে। বর্তমানে তিনি ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের তত্ত্বাবধানে আছেন।
দুঃখজনকভাবে সুমন তার নাম ছাড়া আর কিছুই বলতে পারছেন না। কখনো বলছেন তার বাড়ি ফেনী, কখনো বরিশাল, আবার কখনো ঢাকায়। তার কাছে কোনো পাসপোর্ট বা ডকুমেন্ট নেই। মা**নসিক অসু**স্থতার কারণে নিজের পরিচয় জানাতেও তিনি অক্ষম।
আমরা তার প্রকৃত পরিবার বা স্বজনদের খুঁজে পেতে আপনাদের সহযোগিতা কামনা করছি।
যদি কেউ সুমনকে চিনে থাকেন বা তার পরিবারের খোঁজ দিতে পারেন, দয়া করে এয়ারপোর্টে যোগাযোগ করুন।
আল্লাহ তুমি সুমনকে তার পরিবারের কাছে পৌঁছে দিও 🤲
পোস্ট টা বেশি বেশি করে ছড়িয়ে দিন।
#ব্রাক_মাইগ্রেশান