Mazz vlogs

Mazz vlogs Hi, This is Mazz official vlogs. In this page I share my vlogs videos, Shorts videos, make funny reaction videos etc.
(3)

Please Like and Follow to this page to get my regular videos any time anywhere. Contract - [email protected]

Thanks for the visit!

22/09/2025

পুটিমাছ!

Prompt কমেন্ট বক্সে! ✅
17/09/2025

Prompt কমেন্ট বক্সে! ✅

আজ আনুমানিক সন্ধ্যা ৭ ঘটিকায় জুড়ী-ফুলতলা রোডের সাগরনাল গাঙের পুলে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।মোটরসাইকেলযোগে আসা ...
17/09/2025

আজ আনুমানিক সন্ধ্যা ৭ ঘটিকায় জুড়ী-ফুলতলা রোডের সাগরনাল গাঙের পুলে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেলযোগে আসা দুইজন ভাই দুর্ঘটনার শিকার হন।

👉 সাদা শার্ট পরা মানুষটিকে দ্রুত জুরী উপজেলা সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
👉 অন্যজনের অবস্থা বর্তমানে অত্যন্ত গুরুতর।

তাঁদের বাড়ি বড়লেখা উপজেলার দাশের বাজার এলাকায়।
ঘটনার স্থান জুড়ী-ফুলতলা রোডের সাগরনাল গাঙের পুলে!

মক্কার প্রথম ছবি নিলামে, সর্বোচ্চ মূল্য আড়াই লাখ ডলার!লন্ডনের এক নিলাম কক্ষে ১৮৮৮ সালে তোলা পবিত্র মক্কা মুকাররমার প্রথম...
12/09/2025

মক্কার প্রথম ছবি নিলামে, সর্বোচ্চ মূল্য আড়াই লাখ ডলার!

লন্ডনের এক নিলাম কক্ষে ১৮৮৮ সালে তোলা পবিত্র মক্কা মুকাররমার প্রথম ছবিটি নিলামে উঠেছে।

নিলামে ছবিটির মূল্য উঠেছে আড়াই লাখ ডলার।

ছবিটি তুলেছিলেন প্রাচ্যতত্ত্ববিদ ক্রিস্টিন স্যাকার হারকাউন। তখন তিনি জেদ্দায় অবস্থিত হল্যান্ড কাউন্সিল অফিসে কর্মরত ছিলেন।

ছবিটিতে মক্কা মুকাররমা ও মসজিদুল হারামের ১৩১ বছরের পুরনো স্মৃতি লেপ্টে আছে।

ছবিটির সর্বোচ্চ মূল্য ডাকে উঠেছ আড়াই লাখ ডলার। সর্বোচ্চ দরদাতার নাম এখনোবধি গোপন রাখা হয়েছে।

পবিত্র মক্কা শরিফ মুসলমানদের প্রধানতম তীর্থস্থান। মক্কার প্রধান আকর্ষণ পবিত্র কাবা শরিফ। এ কাবার দিকে ফিরে মুসলমানরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে।

কাবা শরিফকে ঘিরে প্রতি বছর মক্কায় লাখ লাখ মানুষের ভীড় জমে। ইসলামের ফরজ বিধান হজ পালনের উদ্দেশ্যে তারা সেখানে সমবেত হন।

এছাড়াও সারা বছরই কাবা শরিফকে ঘিরে থাকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা মুসলিমরা। পবিত্র কাবার প্রদক্ষীণ চলে দিনরাত, মাসের পর মাস, বছরের পর বছর।

সূত্র: জিও নিউজ

বিঃদ্রঃ এই ছবিটি আমি AI দ্বারা সেই পুরনো ছবির মতো বানাতে চেষ্টা করেছি!

প্রয়োজন না হলেও উনাদের কাছ থেকে কিছু কিনুন!
11/09/2025

প্রয়োজন না হলেও উনাদের কাছ থেকে কিছু কিনুন!

প্রতিবাদ শুরু দিকে তার ফলোয়ার ছিলো ১১ হাজার এখন প্রতিবাদ চলোমান তার ফলোয়ার প্রায় ১৩ হাজার।আসলে তার সাথে যা হয়েছিলো।জুড়ী ...
11/09/2025

প্রতিবাদ শুরু দিকে তার ফলোয়ার ছিলো ১১ হাজার এখন প্রতিবাদ চলোমান তার ফলোয়ার প্রায় ১৩ হাজার।

আসলে তার সাথে যা হয়েছিলো।

জুড়ী উপজেলার কুটিমুটি একজন কনটেন্ট ক্রিয়েটর উনি ফেইসবুকে ছোট ছোট রিলস ভিডিও বানান ২/৩ হাজার ভিউজ হয়। তো তিনি প্রথমে একটি ভিডিও বানালেন Jamia Tamjima নামের মেয়েটিকে নিয়ে যে তিনি জুড়ী উপজেলায় অশ্লীলতা ছড়াচ্ছেন সবাইকে প্রতিবাদী হওয়ার ডাক দেন এবং মোটামুটি ভালো একটা ভিউজ হয় সেই ভিডিওতে ১২/১৩ হাজারের মতো ভিউজ হয়েছিলো।

তারপর থেকে তার ছবি ব্যবহার করে অনেকে পোস্ট দিতে শুরু করেন সে অশ্লীলতা ছড়াচ্ছে আমাদের জুড়ী উপজেলায়। কেউ জেনে পোস্ট করছেন বা শেয়ার দিচ্ছেন কেউ না জেনে পোস্ট বা শেয়ার করছেন।কেউ পোস্ট করে লাইক, কমেন্ট পেয়ে আনন্দিত হচ্ছে কেউ আবার পাতলামি ( ইর্যাকি ) করছেন। যাই হোক এভাবে তাকে আস্তে আস্তে হাইলাইটে আনা হয় এবং এই প্রতিবাদ থেকে তার লাভ ছাড়া লস হয়নি এবং লস হওয়ার কথা ও না।

আসলে একটা কথা আপনি সাদাকে সাদা ছাড়া কালো বানাতে পারবেন না। আপনি বর্তমানে কারো বাকস্বাধীনতা নিয়ে টানাটানি করতে পারেন না। এই সমাজে প্রতিটা মানুষেরই স্বাধীনতা রয়েছে সেটা পুরুষ কিংবা মহিলা হোক। সে তার মতো করে চলবে সেটা তার স্বাধীনতা আর সে মেয়ে হয়ে ফেইসবুকে শালীনতার ভিতরে ভিডিও আপলোড দিয়েছে সেটা যদি অশ্লীলতা হয়ে যায় তাহলে শালীনতা কি আমাদের আবার শিখতে হবে।

অন্যের পিছনে না লেগে নিজের পরিবারকে সময় দিন দেখেন তারা আড়ালে কিছু করছে কি না। তার জিনিস গুলা তার পরিবার মেনে নিয়েছে আমাদের সমস্যা কোথায়। যারা অশ্লীল অশ্লীল বলে পোস্ট ভিডিও করে ঝড় তুলছেন তাহলে একবার চিন্তা করেন অশ্লীলতা আসলে কি?

অনেকে তাকে অশ্লীল বলে, পিট কোমর দেখানো মেয়ের ছবিতে লাভ রিয়েক্ট দিয়ে কমেন্ট বক্সে লিখছে পুরুষ এখানেই আটকায়। দেখলাম তো অনেকের লাইক কমেন্ট যারা অশ্লীল অশ্লীল বলে বুড়ি আঙুলে ব্যথা করাচ্ছেন।

10/09/2025

কিছু কিছু সময় নিজের প্রশংসা নিজে করতে হয়! কারন বদনাম করার জন্যে অনেক লোক আছে!

New trend 🙄
10/09/2025

New trend 🙄

10/09/2025

অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভিপি নির্বাচিত হলেন আবু সাদিক(সাদিক কায়েম).

09/09/2025

হেলিকপ্টারে করে পালিয়েছে নেপালের প্রধানমন্ত্রী।

Same Same But Different😆

Address

Kulaura

Alerts

Be the first to know and let us send you an email when Mazz vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share