05/07/2025
ধরে নেই, আপনার ইংরেজির বেসিক খুব একটা ভালো না। কিংবা সার্বিক পরিস্থিতি বিবেচনায় কয়েক মাস ধরে থেকে IELTS-এর প্রস্তুতি নেওয়ার সুযোগও নেই। অথচ, পরীক্ষাটা দেওয়া খুবই জরুরি। সবকিছু মিলিয়ে হতাশা, বিষণ্ণতা আর নিজের ওপর বিরক্তি নিয়ে কাটছে দিন। এই পরিস্থিতিতে আপনি কী করবেন?
১. শুরুতেই বলে রাখি — IELTS দিয়ে বিদেশে যেতে হলে কিন্তু ৭ বা ৮ স্কোরের প্রয়োজন হয় না। Overall 6.5, with no band less than 6.0 — এই স্কোর থাকলেই আপনি দুনিয়া ঘুরে বেড়াতে পারবেন।
২. নিজের সঙ্গে বেশি দিন নয়, মাত্র ২ সপ্তাহের জন্য একটা স্ট্রং কমিটমেন্ট করুন। ধরে নিন, IELTS-এর পেছনে এটাই আপনার ফাইনাল মরণ কামড়। এই দুই সপ্তাহ নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করুন। টেবিলে বসতে বা পড়তে ভালো না লাগলে নিজেকে বাধ্য করুন। I want you to wage a war against yourself for the next two weeks.
বারবার ব্রেইন সিগন্যাল দেবে ফোন হাতে নেয়ার জন্য। কিন্তু নেবেন না। খুব বিরক্ত লাগলে ১০–১৫ মিনিট হাঁটুন, এক কাপ চা/কফি খান, তারপর আবার বসুন।
আমি বলছি না, এই ২ সপ্তাহে আপনি ৬.৫ স্কোর পেয়ে যাবেন। কিন্তু একবার যদি ইমপ্রুভমেন্ট দেখতে শুরু করেন, তখন পৃথিবীর কোনো শক্তি আপনাকে দমিয়ে রাখতে পারবে না। যখন দেখবেন সময় দিলে রেজাল্ট আসে, তখন আর পেছনে ফেরে তাকাতে হবে না।
কিভাবে শুরু করবেন?
কমেন্টে আমি ৬.৫ স্কোরের জন্য একটি রুটিন শেয়ার করেছি।
ভিডিওটা দেখে রুটিনটা খাতায় নোট করে নিন। তারপর একটানা বেশি দিন নয়, মাত্র ২ সপ্তাহের জন্য সর্বোচ্চ চেষ্টা করুন।
That's all I want from you.
এই ২ সপ্তাহের মধ্যে যখনই demotivated অনুভব করবেন, এই পোস্টটা আবার পড়বেন। ভিডিওটা ৩–৪ বার দেখবেন। দেখবেন, এক ধরনের সাহস পাচ্ছেন। বেশি দিন নয় — মাত্র ২ সপ্তাহ। একবার চেষ্টা করে দেখুন।
পুনশ্চ:
আপনার ইংরেজির বেসিক যদি ভালো হয়, অথবা আপনি যদি কোনও প্রিভিলেজড ব্যাকগ্রাউন্ড থেকে এসে থাকেন, তাহলে এই পোস্টটা হয়তো আপনার কাছে "সস্তা মোটিভেশন" মনে হবে — এবং তার জন্য আমি দুঃখিত।
এই পোস্টটা সেই সকল শীক্ষার্থীদের জন্য যারা হাল ছেড়ে দেওয়ার কিনারায় দাঁড়িয়ে আছেন। আমি নিজেও লাইফে অনেক ডার্ক ফেজ ওভারকাম করে আসছি, so I know the struggle!
কিন্তু একটা কথা মনে রাখবেন, আমাদের হাল ছেড়ে দিলে চলবে না, cause we have miles to go. Cheer up, champ. And get back to work. You can do this.
from IELTS Mahir