Talamij - robirbazar

Talamij - robirbazar সত্যের সংগ্রাম,
তালামীযে ইসলাম

কুলাউড়া, নিজামিয়া বিশকুটি (রহ.) স্মৃতি পরিষদের আয়োজনে আব্দুল্লাহ আল মশহুদ (রহ.) স্মৃতি মেধাবৃত্তি ২০২৪ এর পুরস্কার বিতরণ...
17/05/2025

কুলাউড়া, নিজামিয়া বিশকুটি (রহ.) স্মৃতি পরিষদের আয়োজনে আব্দুল্লাহ আল মশহুদ (রহ.) স্মৃতি মেধাবৃত্তি ২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করছেন কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ সাহেব।

১০ মে ২০২৫ ইং

দেশে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠায় সুন্নি মতাদর্শী আলেমদের পাশে দাঁড়ানোর বিকল্প নাই।
07/05/2025

দেশে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠায় সুন্নি মতাদর্শী আলেমদের পাশে দাঁড়ানোর বিকল্প নাই।

‎তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন ‎‎মনজুরুল করিম সভাপতি, মনোয়ার হোসেন সাধারণ সম্পাদক‎‎বাংলাদেশ আনজুমানে তাল...
07/05/2025

‎তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন
‎‎মনজুরুল করিম সভাপতি, মনোয়ার হোসেন সাধারণ সম্পাদক

‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ২০২৫-২০২৬ সেশনের কেন্দ্রীয় কাউন্সিল ৬ মে, মঙ্গলবার, বাদ এশা কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

‎এতে নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী।

‎বিদায়ী সভাপতি মাহবুবুর রহমান ফরহাদের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা নজমুল হুদা খান, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী।

‎কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মো. মনজুরুল করিম মহসিনকে সভাপতি, এস এম মনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক ও ইমাদ উদ্দিন তালুকদারকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৩৯ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়।

‎পরিষদের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন- সহ সভাপতি কবির আহমদ, সহ-সাধারণ সম্পাদক সুলাইমান আহমদ চৌধুরী, মারুফ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইকরাম কুতুবী, আহমদ রায়হান ফারহী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলী রাব্বি রতন, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জামাল আহমদ, মুসলেহ উদ্দিন কাওছার, অর্থ সম্পাদক কুতুব আল ফরহাদ, অফিস সম্পাদক জিল্লুর রহমান, সহ-অফিস সম্পাদক আরিফুল হোসাইন, উবায়দুর রহমান শাহান, প্রশিক্ষণ সম্পাদক শেখ রেদওয়ান হোসেন, সহ-প্রশিক্ষণ সম্পাদক নাসির খাঁন, ছাদেকুর রহমান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হুসাইন আহমদ, সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আতিকুর রহমান বাপ্পি, শোয়াইব আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু হেনা ইয়াসিন, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক সাজু, আব্দুল্লাহ আল মামুন, স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক জুবেল আহমদ, সহ-স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ, সদস্য- আমিমুল ইহসান তাহসিন, এম. শামছ উদ্দিন, রেজাউল করিম, হাবিবুর রহমান, আব্দুস সামাদ, শামসুদ্দিন মামুন, মো. মাহমুদুল হাসান, আরিফ হোসাইন সামাদ, জিবান আহমদ, বুরহান আহমদ, নাজমুল ইসলাম, কাজী আহবাব দস্তগীর, মহসিন আহমদ।

বার বার স্থান পরিবর্তন কেন করলেন? চাইলাম সোহরাওয়ার্দী উদ্যান বললেন গোলাপ বাগ? রাত্র দুইটাই জানালেন প্রেসক্লাব। কেন? প্র...
01/05/2025

বার বার স্থান পরিবর্তন কেন করলেন? চাইলাম সোহরাওয়ার্দী উদ্যান বললেন গোলাপ বাগ? রাত্র দুইটাই জানালেন প্রেসক্লাব। কেন? প্রত্যেকটি মাইকের দোকানে বলা হলো আমাদেরকে যেন মাইক ভাড়া দেওয়া না হয় কিন্ত কেন?

বিভিন্ন অনলাইন টোকাই সাংবাদিকরা আমাদেরকে আওয়ামী লীগের বি টিম বলে ঘোষণা দিলেন কিন্ত কেন? আমাদের বিরুদ্ধে যারা কষ্ট করে এতসব পদক্ষেপ নিলেন আসলে তারা কারা? আজ জাতি তাদের মিথ্যাচার দেখতে পেলো,তাদের মিথ্যাচারে অপপ্রচারে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা সংবাদ প্রচার করতেও ভয় পেল কিন্তু কেন? কেন এই বৈষম্য?

বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা লোকালয় হীন ছোট্ট জায়গায় ভিডিও করে প্রচার করলেন হাজার হাজার লোকের সমাগম? অথচ আজ প্রায় লক্ষ লক্ষ লোকের সমাগমে গোটা রাজধানী ধন্য হল। তাদের ভয় একটাই সুন্নিদেরকে মাঠে দাঁড়াতে দিবেনা কিন্ত কেন? সুন্নি পীর মশায়েখ ওলামায়ে কেরামদেরকে নিয়ে তাদের এত ভয় কেন?

শান্তি প্রিয় সুফিবাদে বিশ্বাসী সুন্নি জনতা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দেশে তাদেরকে নিয়ে কোন কলঙ্কজনক অধ্যায় নাই আলহামদুলিল্লাহ। এতকিছুর পরেও সরকারের দেশপ্রেমিক কিছু সুন্নি ভাই আমাদেরকে প্রোগ্রাম করতে সহযোগিতা করেছেন শেষ পর্যায়ে হলেও অনুমতি দিয়ে ধন্য করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আগামীতে যারা সুন্নিদের প্রোগ্রামে এরকম বাঁধার সৃষ্টি করবে সরকারের কাছে অনুরোধ থাকবে তাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করার জন্য। তাদের মিথ্যা প্রপাগান্ডা যেন শান্তি প্রিয় সুন্নি জনতার দাবিগুলোকে পিছনে ফেলে না রাখে।
আজকে কোন গাছের আম পারা হয়নি, কোন দোকানে লু*ট হয়নি কোন দোকানের গ্লাস ভা*ঙ্গা হয়নি, ফ্যাক্টরি লু*ট হয়নি।

আজ কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি এমনকি গার্মেন্টস ফ্যাক্টরিগুলিকে বন্ধ করে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য কোন প্রকার তাগিদ করা হয়নি। হা এরাই সুন্নি জনতা যারা তাওহীদ এবং রেসালাতে বিশ্বাসী। তৌহিদী জনতার নাম দিয়ে দেশে নৈ*রাজ্য সৃষ্টি করার নাম ইসলাম নয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শের নামই হচ্ছে ইসলাম।

শুধু তৌহীদ নয়, তৌহিদ এবং রেসালাতে বিশ্বাসী যারা তারাই মুসলমান। আবারো কৃতজ্ঞতা প্রকাশ করছি অংশগ্রহণকারী সকলের প্রতি এবং তাদের প্রতিও কৃতজ্ঞ যারা আমাদেরকে ভুল না বুঝে সর্বশেষে তাদের মিথ্যা কথায় কান না দিয়ে, অনুমতি দিয়ে আমাদেরকে একটি সফল প্রোগ্রাম করার সুযোগ করে দেওয়ার জন্য।

"জিন্দাবাদ"হে মুসলিম মিল্লাতের রাহবার !! অসংখ্য রিয়াখোর মুনাফিকদের ভীড়েআপনি মর্দে মু'মিন প্রমাণ হলো আবার.
13/04/2025

"জিন্দাবাদ"
হে মুসলিম মিল্লাতের রাহবার !!
অসংখ্য রিয়াখোর মুনাফিকদের ভীড়ে
আপনি মর্দে মু'মিন প্রমাণ হলো আবার.

দারুল কিরাতের জরুরি বিজ্ঞপ্তি... *ছাত্রীদের পরীক্ষার সংশোধিত তারিখ.... *প্রবেশপত্র........*খামিছ পরীক্ষার কেন্দ্রভিত্তিক...
24/03/2025

দারুল কিরাতের জরুরি বিজ্ঞপ্তি...
*ছাত্রীদের পরীক্ষার সংশোধিত তারিখ....
*প্রবেশপত্র........
*খামিছ পরীক্ষার কেন্দ্রভিত্তিক তারিখ.....
[সূত্র: প্রধান কেন্দ্রের ওয়েবসাইট]

কুলাউড়ায়  মসজিদের ইমাম মাদ্রাসা সুপার জুলাই বিপ্লবের সক্রিয় কর্মি ও প্রবাসীদের বিরুদ্ধে জামায়াতের মামলা-মিশ্র প্রতিক্রিয়...
23/03/2025

কুলাউড়ায় মসজিদের ইমাম মাদ্রাসা সুপার জুলাই বিপ্লবের সক্রিয় কর্মি ও প্রবাসীদের বিরুদ্ধে জামায়াতের মামলা-মিশ্র প্রতিক্রিয়া ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ।

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা আওয়ামীলীগ ও ভাটেরা ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে জামায়াতের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৩১ জনের নামোল্লেখ ও অজ্ঞাত ১৫০-২০০জনকে আসামী করা হয়েছে। গত ১৫ মার্চ দিবাগত রাতে ভাটেরা ইউনিয়নের গ্রামের বাসিন্দা ও জামায়াত ইসলামীর নামকরা আলেম জিঙ্গাবাড়ী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাফিজুর রহমান এর ভাই সাইদুর রহমান এ মামলাটি দায়ের করেন।

মামলায় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিপার উদ্দিন আহমদকে ১ নম্বর আসামী, সভাপতি রফিকুল ইসলাম রেণুকে ২ নম্বর ও সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলামকে ৩ নম্বর, ভাটেরা ইউনিয়নের করইতলা গ্রামের নুরুল আমীনকে ৪ নম্বর ও ভাটেরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলামকে ৫ নম্বর ও ভাটেরা করইতলা গ্রামের বদরুল আমীনকে ৬ নম্বর আসামীসহ ৩১জনের নামোল্লেখ করে মামলাটি দায়ের করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, কোটা সংস্কার দাবিতে গত ১ জুলাই থেকে সারাদেশে সাধারণ শিক্ষার্থীসহ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা আন্দোলন শুরু করেন। ওই আন্দোলনে স্বৈরাচার সরকারের মদদপুষ্ট ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের সহযোগী সংগঠনের ভাড়াটে সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। এরই ধারাবাহিকতায় গত ৪ আগস্ট উপজেলার ভাটেরা ইউনিয়নের স্টেশন বাজারে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে মামলার বাদী সাইদুর রহমানসহ স্থানীয় এলাকায় মুক্তিকামী সাধারণ জনতা অবৈধ স্বৈরাচার খুনী আওয়ামী হাসিনা সরকারের অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে মিছিল করেন। ওইদিন শেখ হাসিনার পতনের জন্য ১ দফা দাবী আদায়ের লক্ষে আন্দোলনের জন্য সমবেত হলে মামলার ১-৬ নম্বর আসামীর নির্দেশে অজ্ঞাতনামা ১০০-১৫০জন আসামী দেশীয় অস্ত্র দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ছাত্রছাত্রীদের ওপর হামলা চালানো হয়। এসময় হামলাকারীরা সাধারণ শিক্ষার্থীদের অস্ত্র প্রদর্শন করে তাদেরকে আন্দোলন স্থান ত্যাগ করে চলে যাবার জন্য বলে। না হলে আন্দোলনলত শিক্ষার্থীদের খুন করে লাশ গুম করার ও বিভিন্ন রাজনৈতিক হয়রানী মামলায় আসামী করার হমকি দেয়া হয়। ঘটনার দিন সন্ধ্যা সাতটায় মামলার আসামীরা মোটরসাইকেল যোগে ভাটেরা স্টেশন বাজারে শোডাউন দিয়ে অসংখ্য ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে এবং দেশীয় অস্ত্র দিয়ে মহড়া দেয়।

মামলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকজন প্রবাসী, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, ব্যবসায়ী. নৈশ প্রহরী এবং জুলাই বিপ্লবের সক্রিয় কর্মি সহ নিরীহ মানুষদের আসামী করায় গোটা উপজেলার মানুষদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমগুলোতে চলছে তুমুল সমালোচনা।

মামলায় যাদেরকে সাক্ষী করা হয়েছে তাদের অনেকেই ফেসবুকে পোস্ট করে এ বিষয়ে তারা কিছুই জানেন না বলে মতামত ব্যক্ত করেছেন। অনেকে মামলার বাদীর সাথে তাদের জমিজমা নিয়ে বিরোধ থাকায় তাদের ঘরবাড়ী দখল করতে তাদের আসামী করা হয়েছে বলে ফেসবুকে পোস্ট করে জানাচ্ছেন।

মামলায় ৪ নং আসামী করা হয়েছে ভাটেরার করইতলা গ্রামের লিলু মিয়ার ছেলে নুরুল আমিনকে। যিনি ২০২০ সাল থেকে এখন পর্যন্ত দুবাইতে অবস্থান করছেন।

৬ নং আসামী করা হয়েছে নুরুল আমিনের ভাই বদরুল আমিনকে। যিনি ২০২২ সালের ১৩ এপ্রিল থেকে ২০২৪ সালের ৪ নভেম্বর পর্যন্ত পর্তুগাল ছিলেন।

২৪ নং আসামী করা হয়েছে ভাটেরার ভবানীপুর গ্রামের সজ্জাদ মিয়ার ছেলে ফাহাদ আলীকে। যিনি ২০২৩ সালের ৭ জুলাই থেকে পর্তুগাল অবস্থান করছেন।।

২২ ও ৩১ নং আসামী করা হয়েছে ভাটেরার করইতলা গ্রামের জহির আলীর ছেলে সৌদি প্রবাসী রিপন মিয়া ও সুজন মিয়াকে। এলাকাবাসী জানান, মামলারবাদী পক্ষের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে তাদেরকে আসামী করা হয়েছে।

এছাড়াও ৮ নং আসামী করা হয়েছে ভাটেরার দক্ষিণভাগ গ্রামের পংকি মিয়ার ছেলে আব্দুস সামাদ আজাদকে। যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনের পক্ষে সক্রিয় ভুমিকা পালন করেছেন ও ভাটেরা ইউনিয়নের কাজী (নিকাহ তালাক রেজিস্ট্রার)।

০৯ নং আসামী করা হয়েছে ভাটেরা হোসেনপুর গ্রামের মৃত আখদ্দছ আলীর ছেলে আয়ুব আলীকে।যিনি ভাটেরা ইউনিয়নের চাঞ্চল্যকর লিল মিয়া হত্যা মামলার বাদী ও লিল মিয়ার ভাই। আয়ুব আলী তার ফেইসবুক পোস্টে উল্লেখ করেন তার ভাইয়ের মামলা আপোষ নিষ্পত্তি করলে তাকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হইবে এই মর্মে চাপ সৃষ্টি করছেন।

১৭ নং আসামী করা হয়েছে ভাটেরার তুলাপুর গ্রামের মহরম আলীর ছেলে মুজবিুর রহমানকে। যিনি হরিপুর লতিফিয়া সাত্তার সামেলা মাদরাসার প্রধান শিক্ষক।

১৮ নং আসামী করা হয়েছে ভাটেরার খামাউরা গ্রামের জমসিদ মিয়ার ছেলে শাকিল আহমদকে। যিনি হরীপুর লতিফিয়া সাত্তার সামেলা মাদরাসার সহকারী শিক্ষক।

২০নং আসামী করা হয়েছে ব্রাহ্মণবাজার ইউনিয়নের মৌলভীগাও গ্রামের লাল মিয়ার ছেলে আবুল হোসেনকে। যিনি কুলাউড়া শহরে ফার্মেসী ব্যবসা করেন।

২১ নং আসামী করা হয়েছে ভাটেরার ইসলামনগর গ্রামের আব্দুর রহমান এর ছেলে শামছুদ্দিনকে। যিনি বড়গাও সুন্নী জামে মসজিদে ইমামতি করেন।

২৫ নং আসামী করা হয়েছে প্রথিমপাশা ইউনিয়নের ভাটগাও গ্রামের মুকিছ মিয়ার ছেলে সুমেল আরেফিনকে। যিনি রবিরবাজারের ব্যবসায়ী।

২৭ নং আসামী করা হয়েছে টিলাগাও ইউনিয়নের বিজলী গ্রামের তারা মিয়ার ছেলে মুজাহিদুল ইসলাম জামালকে। যিনি হোসনাবাদ জামে মসজিদে ইমামতি করেন।

২৮ নং আসামী করা হয়েছে টিলাগাও ইউনিয়নের দক্ষিণ বিজলী গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুস সালামকে। যিনি ভবানীপুর ছি পি দাখিল মাদরাসার সুপার হিসেবে রয়েছেনে।

১০ ও ১৩ নং আসামী করা হয়েছে মাইজগাঁও গ্রামের সুখময় কর শিব এর ছেলে রিপন কর, শিপন করকে। হিন্দুধর্মাবলম্বী রিপন কর সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট করেন, তাদের বসতবাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন থেকে বাদী পরিবারের সাথে বিরোধ চলছে। এ নিয়ে একাদিকবার বৈঠক হলেও এর নিষ্পত্তি হয় নাই। মুলত আমাদের জায়গা সম্পত্তি আত্মসাৎ করতে মাওলানা হাফিজুর রহমান ও তার পরিবার আমাদেরকে এই মিথ্যা মামলার আসামী করেন।

১৪ ও ১৫ নং আসামী করা হয় একই গ্রামের রসময় কর এর ছেলে সুভাষ কর ও নিবাস করকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায় সুবাস কর ভাটেরা ইউনিয়ন ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত।

২৯ নং আসামী করা হয়েছে টিলাগাও ইউনিয়নের দক্ষিণ বিজলী গ্রামের কদর মিয়ার ছেলে শিপন মিয়াকে। যিনি শাহজালাল দারুস সুন্নাহ দাখিল মাদরাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

৩০ নং আসামী করা হয়েছে দক্ষিন বিজলী গ্রামের শফিক মিয়ার ছেলে টিলাগাও ইউনিয়ন যুব দলের যুগ্ম আহবায়ক লোকমান মিয়া কে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, সাইদুর রহমান নামে এক ব্যক্তি উপজেলা আওয়ামীলীগের শীর্ষ কয়েকজন নেতাসহ ৩১ জনের নামোল্লেখ করে ও আরো ১৫০/২০০ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করা হয়। আসামীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত আছে।

মামলায় কয়েকজন বিদেশীকে আসামী করা হয়েছে এ প্রশ্নের জবাবে ওসি জানান,প্রবাসীদের আসামী করা হয়েছে আমি জানিনা, তবে তারা পাসপোর্টরে কপি এনে দিলে তাদের নাম কেটে দেয়া হবে।

এদিকে মামলার বাদী দলীয় ও ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইমাম, মাদ্রাসা শিক্ষক ও নিরিহ মানুষকে আসামী করার সংবাদ চাউর হওয়ার পর থেকে সর্বত্র সমালোচনার ঝড় উটছে।বিগত আওয়ামী সরকারের আমলের মতো মিথ্যা বানোয়াট কল্পকাহিনী তৈরি করে উদ্যেশ্য প্রনোদিত মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানি করায় ক্ষোভ ও আতংক বিরাজ করছে সর্ব মহলে। মামলার বাদী ও জামায়াত নেতার সাথে ব্যক্তিগত, পারিবারিক ও সাংগঠনিক বিরোধ থাকার কারনে সুপরিকল্পিত ভাবে এই মামলায় আসামী করা হয় বেশিরভাগ নিরীহ মানুষ কে।

সত্যিকারে যদি এধরণের ঘটনা হয়েই থাকে তাহলে ভাটেরার মতো মফস্বল এলাকায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম মাদ্রাসা সুপার ও শিক্ষক সহ যারা দীর্ঘদিন থেকে এখন পর্যন্ত প্রবাসে অবস্থান করছেন তারা কি ভাবে সরজমিনে এই ঘটনায় উপস্থিত ছিলেন এ প্রশ্ন সচেতন মহলের।অবিলম্বে তদন্ত পুর্বক নিরীহ মানুষকে মামলা থেকে অব্যাহতি দিয়ে মিথ্যা মামলা দায়েরকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি নিশ্চিত করার দাবী সচেতন মহলের।

দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ||ছাত্রীদের পরীক্ষার সংশোধিত রুটিন- ২০২৫
20/03/2025

দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ||
ছাত্রীদের পরীক্ষার সংশোধিত রুটিন- ২০২৫

04/03/2025

#ষড়যন্ত্র করে দারুল কিরাতের খেদমত বন্ধ করা যাবে না
👉নমরুদ, ফেরাউন, আবু লাহাব, আবু জেহেল, তারাও নিজেদেরকে অনেক ক্ষমতাধর মনে করত অথচ তাদের পরিণতি কি হয়েছে সবার জানা, যুগের মুনাফিকদেরও একই অবস্থা হবে আজ না হয় কাল। ইনশাআল্লাহ
#ফেঞ্চুগঞ্জের সুলতানপুর জামে মসজিদে দারুল কিরাত করতে না দেয়ায় এক ভাইয়ের বাড়ি ও খোলা মাঠে চলছে মহান এ খিদমত।

আসসালামু আলাইকুম। সুলতানপুর দারুল কেরাত নিয়ে কিছু কথা। সুলতানপুর জামে মসজিদে প্রতি বছরের ন‍্যায় এ বছরও রামাদানে দারুল কি...
04/03/2025

আসসালামু আলাইকুম।
সুলতানপুর দারুল কেরাত নিয়ে কিছু কথা।

সুলতানপুর জামে মসজিদে প্রতি বছরের ন‍্যায় এ বছরও রামাদানে দারুল কিরাতের জন‍্য প্রধান কেন্দ্র থেকে অনুমোদন করা হয়।
এবং সকল প্রস্তুতি গ্রহণ করা হয়, ব্যানারও টানানো হয়েছিল মসজিদের সামনে মসজিদ কমিটির অনুমতিতে।

কমিটির অনুমতি পাওয়ার পরও বিপত্তি বাধে প্রথম তারাবির নামাজ শেষ করে রাত বারোটার দিকে।

জামাত শিবিরের চাপের মুখে মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয় যে, মসজিদে দারুল কিরাত করা যাবে না। আর এই সিদ্ধান্তটি জানিয়েছেন মসজিদ কমিটির মধ্যে জামাত শিবিরের যারা রয়েছেন তারা, ফুলতলী মসলক ও সাধারণ সদস্য যারা মসজিদ কমিটির দায়িত্ব রয়েছেন তারা একজনও জানতেন না এ বিষয়টি।
তারা সকালে উঠে এসব খবর শুনে নিজেরা হতবাক, এবং ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন জামাতের আমীর, পরিষ্কারভাবে সুলতানপুর জামে মসজিদের দারুল কিরাতের সহ নাজিমকে বলে দিয়েছেন যে,সুলতানপুর জামে মসজিদে দারুল কেরাত ও কুরআন প্রশিক্ষণ করা যাবে না ।

শেষ পর্যন্ত এলাকার ফুলতলী মসলকী একজন নিবেদিত কুরআন পিপাসু ভাই-উনার বাড়িতে দারুল কেরাত করার জন্য জায়গা দিয়েছেন।

এখন যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন যে, দারুল কিরাত বন্ধ করা হয়নি স্থান পরিবর্তন করা হয়েছে তাদের কাছে প্রশ্ন?

কারা মসজিদে কুরআনের প্রশিক্ষণ বন্ধ করলো?
পরবর্তীতে বিকল্প হিসেবে স্থান পরিবর্তন করতে কাদের জন্য বাধ্য করা হলো,

পরে দারুল কেরাত পরিচালনা কমিটি দারুল কিরাত এর জন্য জায়গা নির্ধারণ হয়।
বর্তমানে সেখানে দারুল কেরাত চলছে ।

এ ঘটনাগুলো থেকে স্পষ্ট হয় কারা এর সাথে জড়িত।
সুশিল সমাজ আজ কোথায়, মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে কোরআনের খেদমত বাধাগ্রস্থ করা যাবে না ইনশাআল্লাহ।

গৌরব, ঐতিহ্য সংগ্রাম আর সফলতার ৪৪পেরিয়ে ঈমানী চেতনায় দ্বীন কায়েমের নির্ভীক পথচলা বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া এর ...
17/02/2025

গৌরব, ঐতিহ্য সংগ্রাম আর সফলতার ৪৪পেরিয়ে ঈমানী চেতনায় দ্বীন কায়েমের নির্ভীক পথচলা বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া এর ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সবাইকে আন্তরিক অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা। 💐

~রাতে আয়াতুল কুরসি পড়ে ঘুমালে🛌সারারাত এক জন ফে'রেশতা পাহারা দেয়।আলহামদুলিল্লাহ🤲  [ সহিহ্ বুখারী হাদীস-২৩১১]
19/01/2024

~রাতে আয়াতুল কুরসি পড়ে ঘুমালে🛌
সারারাত এক জন ফে'রেশতা পাহারা দেয়।
আলহামদুলিল্লাহ🤲
[ সহিহ্ বুখারী হাদীস-২৩১১]

Address

Kulaura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Talamij - robirbazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share