Kulaura City

Kulaura City কুলাউড়াকে দেখুন, কুলাউড়াকে জানুন
(5)

এই অ্যাপের মাধ্যমে একজন নাগরিক খুব সহজেই ঘরে বসে পেয়ে যাবেন নানা ধরনের প্রয়োজনীয় তথ্য ও সেবা।

কুলাউড়া সিটিএফ এর মূল লক্ষ্য - কুলারাবাসীর প্রতিদিনের প্রয়োজনীয়তাকে ডিজিটাল মাধ্যমে আরও সহজতর ও সময়োপযোগী করে তোলা।

কুলাউড়া সিটি অ্যাপ এর কিছু প্রদান সুবিধা :
✅ অনলাইন কেনাকাটার সুবিধা
✅ চাকরি খোঁজার আপডেট ও সরাসরি আবেদন
✅ ডাক্তার এপয়েন্টমেন্ট ও স্বাস্থ্যসেবা
✅ বাড়ি ভাড়া বা রিয়েল স্টেট তথ

্য
✅ পর্যটন স্পট ও ভ্রমণ গাইড
✅ জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, পুলিশ ও ফায়ার সার্ভিস)
✅ ম্যানেজ মিডিয়া ও বিয়ের যোগাযোগ

এটি শুধু একটি অ্যাপ নয় কুলাউড়া সিটি হলো কুলাউড়ার প্রতিটি মানুষের জন্য একটি স্মার্ট ডিজিটাল সহায়ক।

নতুন প্রজন্মের হাত ধরে এগিয়ে যাচ্ছে কুলাউড়া এবার সময় প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজেদের জীবনকে আরও সহজ ও সংযুক্ত করে তোলার।

কুলাউড়া সিটি প্রযুক্তির ছোঁয়ায় আমাদের কুলাউড়া আরো কাছের, আরো সহজ

রবিরবাজারের সকাল
01/08/2025

রবিরবাজারের সকাল

📢 পারভেজের জীবন বাঁচাতে আপনার একটি শেয়ারই যথেষ্ট! 💔একজন অসহায় সিএনজি চালক এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন...🧑‍🦱রোগীর নাম: ...
26/07/2025

📢 পারভেজের জীবন বাঁচাতে আপনার একটি শেয়ারই যথেষ্ট! 💔
একজন অসহায় সিএনজি চালক এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন...

🧑‍🦱রোগীর নাম: পারভেজ হাসান
👤 পিতার নাম: মনর আলী
👶 ছোট ভাইয়ের নাম: তারেক আহমদ
🏡 স্থায়ী ঠিকানা: মধ্য চুনঘর, ওয়ার্ড নং-৫
📍 বর্তমান ঠিকানা: কাদিপুর, কুলাউড়া, মৌলভীবাজার

🩺 পারভেজ হাসান একজন সিএনজি চালক। সামান্য উপার্জনে কোনোভাবে সংসার চালিয়ে আসছিলেন। হঠাৎ করেই তার শরীরে ধরা পড়ে ভয়ানক ক্যান্সার।

চিকিৎসকরা জানিয়েছেন, জীবন বাঁচাতে জরুরি অপারেশন প্রয়োজন। কিন্তু টাকার অভাবে সেই চিকিৎসা থমকে আছে। প্রতিদিনই তিনি অসহ্য যন্ত্রণায় ভুগছেন।

💔 আমরা চোখের সামনে একজন তরুণকে নিঃশেষ হতে দেখছি। তাই নিরুপায় হয়ে সমাজের হৃদয়বান মানুষদের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি।

🤲 আমরা ভিক্ষা চাই না, চাই একটি প্রাণের বাঁচার সুযোগ।
একটি শেয়ার বা একটি ছোট সহায়তাও হয়তো পৌঁছে দিতে পারে পারভেজকে নতুন জীবনের দ্বারপ্রান্তে।

💸 আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন –
হোক তা ৫০, ১০০, ৫০০, ১০০০ কিংবা ৫০০০ টাকা বা তার বেশি –
প্রত্যেকটি টাকাই পারভেজের জন্য হতে পারে আশার আলো।

📱 বিকাশ (পার্সোনাল): 01313 519255
📞 যোগাযোগ (রোগীর পরিবার): 01734 122993
📝 দয়া করে নিজে যাচাই করে সাহায্য করুন।

🙏 আপনার একটি শেয়ার পারভেজের জীবনে এনে দিতে পারে বাঁচার সম্ভাবনা।
আসুন, একসাথে একটি প্রাণ বাঁচাই!




#একটি_প্রাণ_বাঁচান
#মানবতারডাক
#বাঁচাতে_হবে
#সাহায্যেরআবেদন
#ভালোবাসারহাতবাড়ান
#চিকিৎসারজন্য_সাহায্য





📱 কুলাউড়া সিটি অ্যাপের পরবর্তী আপডেটে আপনি কী দেখতে চান?আমরা চাই আপনার প্রয়োজনটাই হোক আমাদের পরবর্তী আপডেটের মূল ফোকাস!ন...
26/07/2025

📱 কুলাউড়া সিটি অ্যাপের পরবর্তী আপডেটে আপনি কী দেখতে চান?
আমরা চাই আপনার প্রয়োজনটাই হোক আমাদের পরবর্তী আপডেটের মূল ফোকাস!
নতুন ফিচার, তথ্য, বা কোনো বিশেষ সেবা—আপনার মূল্যবান মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

👇 কমেন্টে জানান, আপনি কী চান আমাদের পরবর্তী আপডেটে!
আপনার আইডিয়াই হতে পারে পরবর্তী বড় আপডেটের অংশ! ❤️

#আপডেট #আপনারমতামত #নতুনফিচার #কুলাউড়া

ভারসাম্যহীন যুবক দেড় বছর থেকে নিখোঁজ!কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন গনিপুর গ্রামের পারভেজ নামের মানসিক ভারসাম্যহীন যু...
25/07/2025

ভারসাম্যহীন যুবক দেড় বছর থেকে নিখোঁজ!
কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন গনিপুর গ্রামের পারভেজ নামের মানসিক ভারসাম্যহীন যুবক- দেড় বছর থেকে নিখোঁজ, অনেক খোঁজাখুজির পর আজো তার সন্ধান পাওয়া যায়নি। বাবা-মায়ের একমাত্র অবলম্বন এই সন্তানটি প্রতিদিন মা রাস্তার দিকে চেয়ে থাকেন এই বুঝি তাঁর সন্তান আসলো, বাবা প্রায় বাকরুদ্ধ।

যদি কোন স্বহৃয়বান ব্যক্তি পারভেজ এর সন্ধান জেনে থাকেন বা কোথাও দেখে থাকেন তাহলে নিচে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন।

★01778354638
★01736183893

উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা ...
21/07/2025

উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

কুলাউড়ায় জামিয়া মুহাম্মদিয়া দারুস সুন্নাহ মাদ্রাসায় বিনামূল্যে বিশেষ চক্ষু চিকিৎসা শিবিরতারিখ ২৪ জুলাই ২০২৫ রোজ- বৃহস্পত...
21/07/2025

কুলাউড়ায় জামিয়া মুহাম্মদিয়া দারুস সুন্নাহ মাদ্রাসায় বিনামূল্যে বিশেষ চক্ষু চিকিৎসা শিবির
তারিখ ২৪ জুলাই ২০২৫
রোজ- বৃহস্পতিবার
সময় সন্ধ্যা ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত

18/07/2025

কুলাউড়া থেকে রবিরবাজার রোডে অবস্থিত ভাইরাল ফানাই সেতু এখন এক নতুন রূপে!
রাতের আঁধারে এই সেতু এখন আলোয় ঝলমল — অসাধারণ লাইটিং এ সৃষ্টি হয়েছে মোহনীয় এক পরিবেশ।







#ফানাই_সেতু
#রাতের_কুলাউড়া

জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার (১৮ জুলাই) দেশের সব গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্...
18/07/2025

জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার (১৮ জুলাই) দেশের সব গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন।

কুলাউড়ার তানিমকে পেতে সহযোগিতা করুননাম: মো: তানিম হোসেনপিতা: জনাব লালা মিয়াঠিকানা: গ্রাম - গোবিন্দপুর, ইউনিয়ন - ব্রাহ্মণ...
16/07/2025

কুলাউড়ার তানিমকে পেতে সহযোগিতা করুন
নাম: মো: তানিম হোসেন
পিতা: জনাব লালা মিয়া
ঠিকানা: গ্রাম - গোবিন্দপুর, ইউনিয়ন - ব্রাহ্মণবাজার (৫নং), উপজেলা - কুলাউড়া, জেলা - মৌলভীবাজার
নিখোঁজ হওয়ার স্থান: আবদে বারী (রঃ) হাফিজিয়া মাদরাসা, চান্দগ্রাম, বড়লেখা উপজেলা
নিখোঁজ হওয়ার সময়: আজ সকাল ৭:০০ ঘটিকায়
📞 যোগাযোগ: 01716876102

🩸 জরুরী রক্তের প্রয়োজন 🩸রক্তদানের সময় ১৪ জুলাই ২০২৫ রাতেহাসপাতালের ঠিকানা: ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেটরক্তের গ্রু...
13/07/2025

🩸 জরুরী রক্তের প্রয়োজন 🩸
রক্তদানের সময় ১৪ জুলাই ২০২৫ রাতে
হাসপাতালের ঠিকানা: ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট
রক্তের গ্রুপ: B+ (পজেটিভ)
রক্তের পরিমাণ: ৪ ব্যাগ

আপনার বা আপনার পরিচিত কারো যদি কখনও রক্তের ডোনারের প্রয়োজন হয়, তাহলে এখন থেকে খুব সহজেই Kulaura City অ্যাপ ব্যবহার করে ড...
12/07/2025

আপনার বা আপনার পরিচিত কারো যদি কখনও রক্তের ডোনারের প্রয়োজন হয়, তাহলে এখন থেকে খুব সহজেই Kulaura City অ্যাপ ব্যবহার করে ডোনার খুঁজে নিতে পারবেন।

📲 অ্যাপে রয়েছে “রক্তের প্রয়োজন” নামে একটি বিশেষ অপশন, যেখানে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য এন্ট্রি করলেই, আমাদের প্ল্যাটফর্মে থাকা ডোনারদের কাছে মেসেজ পৌঁছে যাবে সরাসরি।

🔴 বর্তমানে এই ডিজিটাল প্ল্যাটফর্মে সকল গ্রুপ মিলিয়ে ৩৫০+ রক্তদাতা নিবন্ধিত রয়েছেন, এবং প্রতিদিনই নতুন নতুন ডোনার যুক্ত হচ্ছেন।

এটি ব্যবহার করা খুব সহজ, দ্রুত ও সম্পূর্ণ ফ্রি!
আজই Kulaura City অ্যাপটি ডাউনলোড করে নিন— একজন ডোনার খুঁজে পেতে কিংবা কারো প্রাণ বাঁচাতে সাহায্য করতে।

"একবার দেখুন, একজন বাঁচুক!"আপনার রক্তে বাঁচতে পারে একটি জীবন – আজই চেক করুন! প্রতিদিন কুলাউড়া সিটি অ্যাপের রক্তের প্রয়োজ...
10/07/2025

"একবার দেখুন, একজন বাঁচুক!"
আপনার রক্তে বাঁচতে পারে একটি জীবন – আজই চেক করুন! প্রতিদিন কুলাউড়া সিটি অ্যাপের রক্তের প্রয়োজন সেকশনটি একবার হলেও দেখুন। কারো শেষ আশাটাই হয়তো আপনার একটা রক্তদান...

আজ আপনি চেক করছেন, কাল কেউ বাঁচছে। আপনার ৫ মিনিট সময় একজন মুমুর্ষ রোগীর জন্য হতে পারে জীবনের আশীর্বাদ।

অ্যাপে যান > রক্তের প্রয়োজন সেকশন > দেখুন কারা সাহায্যের অপেক্ষায়... রক্ত দিন, হৃদয় জিতুন, জীবন বাঁচান।

Address

Kulaura, Moulvibazar
Kulaura
3233

Alerts

Be the first to know and let us send you an email when Kulaura City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share