MD. Moin Uddin Taju

MD. Moin Uddin Taju সমাজ সেবা করা আমার ধর্ম

31/08/2025
31/08/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars -

Whenever you see the Stars icon, you can send me Stars!

আস-সালামু আলাইকুম.......নতুন আরেকটি সকাল পেলাম আলহামদুলিল্লাহ
31/08/2025

আস-সালামু আলাইকুম.......

নতুন আরেকটি সকাল পেলাম আলহামদুলিল্লাহ

গতকাল ১৯শে আগষ্ট ২০২৫ ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও সার্থক হোক।। 🌾🇧🇩✊...
20/08/2025

গতকাল ১৯শে আগষ্ট ২০২৫ ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও সার্থক হোক।। 🌾🇧🇩✊🏻

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সভাপতি, মৌলভীবাজার পৌরসভার সাবেক জননন্দিত কাউন্সিলর মৃত্যুঞ্জয়ী জননেতা বাবু স্বাগত কিশোর দাস চৌধুরী ও কুলাউড়া কলেজ এবং উপজেলা ছাত্রদলের সোনালী ফসল মৌলভীবাজার জেলা ছাত্রদলের বর্তমান সহ-সভাপতি কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক প্রিয় সহযোদ্ধা বড় ভাই Khukon Bhuiyan ভাইয়ের পক্ষ থেকে জাতীয়তাবাদী পরিবারের সকল নেতৃবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন।। 🌾🇧🇩🌾

❝সেচ্ছাসেবক জনতা গড়ে তোলো একতা❞

Bangladesh Nationalist Party-BNP Begum Khaleda Zia Tarique Rahman বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল - Bangladesh Jatiyotabadi Chatrodol বহিঃর্বিশ্ব জাতীয়তাবাদী যুবফোরাম কুলাউড়া #বিএনপি াংলা

ডাকসু নির্বাচন ২০২৫ এ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল - Bangladesh Jatiyotabadi Chatrodol এর সকল প্রার্থীর জন্য শুভ কামনা ...
20/08/2025

ডাকসু নির্বাচন ২০২৫ এ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল - Bangladesh Jatiyotabadi Chatrodol এর সকল প্রার্থীর জন্য শুভ কামনা রইলো।

ছাত্রদলের প্যানেল ঘোষণা: ভিপি আবিদুল, জিএস হামিম, এজিএস মায়েদ।।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

ভিপি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান এবং জিএস পদে কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের তানভীর বারী হামিমকে মনোনয়ন দিয়েছে ছাত্রদল।

এছাড়া এজিএস পদে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদকে মনোনয়ন দেওয়া হয়।

সম্পাদক পদে যারাঃ
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক হিসেবে আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসানুল ইসলাম, কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে মো. মেহেদী হাসান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু হায়াত মো. জুলফিকার জিসান, ক্রীড়া বিষয়ক সম্পাদক চিম চিম্যা চাকমা, ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক মো. সাইফ উল্লাহ্ (সাইফ), সমাজসেবা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক, ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. আরকানুল ইসলাম রূপক, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসাইন এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান মুন্নাকে মনোনয়ন দিয়েছে ছাত্রদল।

সদস্য পদে যারা:
মো. জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, মো. হাসিবুর রহমান সাকিব, মো. শামীম রানা, ইয়াসিন আরাফাত আলিফ, মুনইম হাসান অরূপ, রঞ্জন রায়, সোয়াইব ইসলাম ওমি, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, সামসুল হক আনান ও নিত্যানন্দ পাল।

16/08/2025

মাসে একদিন মসজিদ বা উপাসনালয়ে যায় কি না সন্দেহ আছে,,,
আবার ৩২ নাম্বারে যেতে না পারায় মায়াকান্না দেখায়...
হ্লার বাঙ্গালী 🥺

শুভ সকাল বন্ধুগন....🇧🇩
16/08/2025

শুভ সকাল বন্ধুগন....🇧🇩

আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপাদমস্তক গৃহিণী থেকে বাংলাদেশের প্রয়োজনে স্বৈরা*চারের বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন। বেগ...
15/08/2025

আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপাদমস্তক গৃহিণী থেকে বাংলাদেশের প্রয়োজনে স্বৈরা*চারের বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন। বেগম খালেদা জিয়া যার নামের আগে স্বৈরাচারীর কোনো উপমা নেই আছে আপোষহীন নেত্রী। এরশাদের স্বৈরা*চার বিরোধী আন্দোলনে কোনো রকম আপোষে না গিয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাবার কারনেই বেগম খালেদা জিয়াকে আপোষহীন নেত্রী বলা হয়।

বেগম জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী, এই তিনবারই তিনি গণতান্ত্রিক ভাবে জনসাধারণের ভোটে নির্বাচিত। কোনো ধরনের ভোট ডাকাতি করার প্রয়োজন ওনার হয় নাই। তিনবার প্রধানমন্ত্রী থাকা কালীন সময়ে ওনার হাত কখনো সেনাদের রক্তে লাল হয় নাই, কোনো আলেম ওলামাদের রক্ত ওনার হাতে লাগে নাই! বিরোধী মত দমন করার জন্য গু*ম,খু*ন করেন নাই। বরং ২০০২ সালে পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া সীমাহীন সন্ত্রাস আর দুর্নীতি দমন করার জন্য ক্ষমতায় এসেই আর্মিদের নিয়ে #অপরেশন ক্লিন হার্ট নামে সন্ত্রাস দমন অভিযান পরিচালনা করেন। বেগম জিয়ার দুই টার্মের একবারো ক্ষমতায় থাকার জন্য নিরীহ ছাত্র-জনতার উপর গণহত্যা/জেনোসাইড চালান নাই। বেগম জিয়ার হাত কখনোই জনগণের বুকের রক্তে রঞ্জিত নয়।

প্রায় ৪০ বছরের রাজনৈতিক জীবনে বেগম জিয়া কখনো রাজনৈতিক প্রতিপক্ষদের অশ্রাভ্য ভাষায় গালি দেন নাই। বিশ্বাস না হলে ওনার বক্তব্যর ভিডিও ফুটেজ দেখতে পারেন। প্রতিপক্ষ যখন সব সময় ওনার শাড়ি কাপড় নিয়ে টানাটানি করেছেন বেগম জিয়া ধৈর্যের পরিচয় নিয়ে চুপ থেকেছেন। কথায় কথায় ৮ম পাশ মহিলা বলে ব্যঙ্গ করা সেই ৮ম পাশ মহিলার মুখে ভাষা আর বিশাল ডিগ্রিধারীর মুখের ভাষার পার্থক্য আকাশ-পাতাল। আমার কথা বিশ্বাস না হলে আপা আর ম্যাডামের বিগত বছরগুলার একে অন্যর প্রতি রাজনৈতিক মন্তব্যর ভিডিও দেখতে পারেন।

২০০৭ সালে ক্ষমতা ছাড়ার পরে মইন উদ্দিন আহমদ সরকার বেগম জিয়ার নামে জিয়া অর্ফানেজ ট্রাস্টের ২ কোটি টাকা আত্মসাৎ এর মামলা দেয়া হয়। সেই সময় আপার নামেও মামলা দেয়। আপা ক্ষমতায় গিয়ে মামলা থেকে অব্যাহত পেলেও বেগম জিয়াকে ২ কোটি টাকার মামলায় হেনস্থা করা হয় যদিও এই ২ কোটি টাকা নিয়ে দুয়াশা আছে। তিনি এই ২ কোটি টাকা খরচ করেন নাই, অন্য একাউন্টে জমা ছিলো।সুষ্ঠু বিচার হলে বেগম জিয়া এই মামলা থেকে মুক্তি পেতেন।

সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে বেগম জিয়ার বিরুদ্ধে এই স্বৈরা*চারী রেজিম ২ কোটি টাকা ব্যতীত আর কোনো দুর্নী*তি মা*মলা দিতে পারে নাই। এই রেজিম রাত কে দিন, দিন কে রাত করে মাম*লা দিয়েছে কিন্তু বেগম জিয়াকে ২কোটি ব্যতীত আর কোনো মাম*লা দেয় নাই কেনো!কারণ মাম*লা দিলে প্রমাণ করতে পারবে না।অন্যদিকে স্বৈরাচা*রীর পিয়ন ৪০০ কোটির মালিক!!

বেগম জিয়া শুধু আপোষহীন নেত্রীই নয় উনি আপাদমস্তক দেশপ্রেমিক একজন মহিলা। ২০১৭ সালে বেগম জিয়া যখন চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন,স্বৈরাচারী আপা রসায় রসায় বলেছিলেন গোলাপি ম্যাডাম মামলার সাজার ভয়ে পালিয়েছেন। ওনার অনুসারীরাও ব্যঙ্গ করেছিলো বেগম জিয়ার লন্ডন যাওয়া নিয়ে।কিন্তু সবাইলে অবাক করে আপোষহীন নেত্রী বাংলাদেশের মাটিতে ফিরে আসলেন। বেগম জিয়া কিন্তু জানতেন উনি দেশে ফেরার কয়েকদিন পরেই মামলার রায় দিবে আর এ রায়ের ফলাফল স্বৈরা*চারীর ইচ্ছা মতো হবে।তারপরেও ওনি দেশে আসলেন, রায় হলো,কারাগারে পাঠানো হলো বেগম জিয়াকে।বেগম জিয়া লন্ডন থেকে যাওয়ার চেয়ে বাংলাদেশের কারাগারকেই পছন্দ করলেন।বেগম জিয়া এই বাংলাদেশের মানুষ এবং ওনার দলের কর্মীদের এতিম করে পালিয়ে যান নাই।

ফিরে এসেছেন, বুজিয়ে দিয়েছেন বাংলাদেশ ছাড়া ওনার আর দ্বিতীয় কোনো ঠিকানা নাই।যেই মহিলা এক ছেলে হারিয়ে, দেশে একা এত নির্যাতন,অত্যাচার,জেল,জুলুম আর স্বৈরা*চারীর অশ্রা*ব্য গা*লিগালাজের পরেও দেশ ছেড়ে পালিয়ে যান নাই সেই আপোষহীন নেত্রীর সাথে দয়া করে জনগনের রক্ত খেকো কোনো স্বৈরা*চারীর তুলনা দিয়েন না প্লিজ।
ভদ্র ভাষায় বিচ্ছিরি লাগে অনেক।
আপনি কাকে ভোট দিবেন, না দিবেন এটা একান্তই আপনার গণতান্ত্রিক অধিকার। আপনি ভোটের দিন যাবেন গিয়ে পছন্দ মতো ভোট দিয়ে চলে আসবেন। ম্যাডামকে চান না এটা আপনার ইচ্ছা।

কিন্তু আপাও না ম্যাডামকেও না এটা একটা মিথ এই মিথ দুই ধরনের মানুষ প্রচার করছে।এক.স্বৈরাচারীর লেঞ্চারা, নিজেদের পিঠ বাচানোর ধান্দায়। দুই.স্বৈরাচারী লেঞ্চাদের দাড়া প্রভাবিত বলদ সম্প্রদায়।দ্বিতীয় প্রজাতির লোকেরা খুবই ভয়ংকর, কারণ এদের দ্বারা আরো অনেকেই প্রভাবিত হতে পারে।তাই অল্প জানা জ্ঞান পাপীদের বলবো,কারো কথায় প্রভাবিত না হয়ে,১৯৯০ থেকে ২০২৪ এর ইতিহাস জানার চেষ্টা করেন,এই ইতিহাস কয়েকশত বছর আগের নয়,সহজেই জানতে পারবেন। তাছাড়া ইন্টারনেট, ইউটিউবসহ অনেক উপায় আছে সত্য জানার জন্য।

আরেকটা কথা না বললেই নয়, বাংলাদেশের প্রত্যেকটা জনগণও যদি দেশের বিরুদ্ধে চলে যায় একমাত্র বেগম খালেদা জিয়া একা এই বাংলাদেশে পড়ে থাকবেন। এটা আমার বিশ্বাস।তিনি এখন শুধু বি এন পির একক মুরুব্বি নয়, তিনি হয়ে আছেন সমগ্র বাংলাদেশের মুরুব্বী, ছায়া হয়ে আছেন বটবৃক্ষের মতন।

ম্যাডাম জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে আমাদের তথা সমগ্র বাংলাদেশের চাওয়া মহান আল্লাহ পাক যেন উনাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করেন।
"বেগম খালেদা জিয়ার ছায়া আমরা আরও সহস্র বছর পেতে চাই"।

ধন্যবাদান্তে...
মইনউদ্দিন তাজু
Bangladesh Nationalist Party-BNP বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল - Bangladesh Jatiyotabadi Chatrodol
Begum Khaleda Zia Tarique Rahman
#মৌলভীবাজার


#প্রবাসি

#বিএনপি

14/08/2025

কুলাউড়া উপজেলাধীন ৬ নং কাঁদিপুর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ সবাইকে বহিঃবিশ্ব জাতীয়তাবাদী যুব ফোরামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

মইনউদ্দিন তাজু
কোষাধ্যক্ষ বহির্বিশ্ব জাতীয়তাবাদী যুব ফোরাম কুলাউড়া উপজেলা।

#কাদিপুর #কুলাউড়া #মৌলভীবাজার

Address

Shadonpur, Hazipur, Kulaura, Moulvibazar.
Kulaura
3223

Alerts

Be the first to know and let us send you an email when MD. Moin Uddin Taju posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD. Moin Uddin Taju:

Share