গণকণ্ঠ-কুলাউড়া

গণকণ্ঠ-কুলাউড়া ●🔷❤VIP ACCOUNT ❤️🔷●

🟣▦═══████═══▦🟣 ভালবাসা ভাল থেকো সবসময়।।

কুলাউড়ার সকল খবর সবার আগে পেথে পেউজটি ফলো দিয়ে রাখুন।।
11/08/2025

কুলাউড়ার সকল খবর সবার আগে পেথে পেউজটি ফলো দিয়ে রাখুন।।

টিলাগাঁও ইউনিয়ন তালামীযের কাউন্সিল সম্পন্নসৈয়দ আমরুজ আলী সভাপতি, নাসিম আহমদ সাধারণ সম্পাদকবাংলাদেশ আনজুমানে তালামীযে ইসল...
03/08/2025

টিলাগাঁও ইউনিয়ন তালামীযের কাউন্সিল সম্পন্ন

সৈয়দ আমরুজ আলী সভাপতি, নাসিম আহমদ সাধারণ সম্পাদক

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কুলাউড়া উপজেলা শাখার আওতাধীন টিলাগাঁও ইউনিয়ন শাখার ২০২৫/২৬ সেশনের কাউন্সিল সম্পন্ন। অদ্য ১ আগস্ট ২০২৫ ইংরেজি শুক্রবার বিকাল ৫ ঘটিকায় টিলাগাঁও ইউনিয়ন কমপ্লেক্স হল রুমে এ কাউন্সিল সম্পন্ন হয়।

কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা তালামীযের সভাপতি মুহাম্মদ শামসুল ইসলাম ও সহকারি নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন, সহ সভাপতি হুসাইন আহমদ সুমন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা তালামীয়ের সাবেক সহ প্রচার সম্পাদক মোঃ আল আমিন, টিলাগাঁও ইউনিয়ন আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওঃ আব্দুস সালাম, কুলাউড়া উপজেলা তালামীয়ের সহ সভাপতি মোজাহিদ আলী, আশিদ আলী, সহ সাধারণ সম্পাদক এস এম সাইদুল ইসলাম, সাবেক সহ সাধারণ সম্পাদক আনুর আলী সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান, আবু আইয়ুব আনসারি, সহ প্রচার সম্পাদক সৈয়দ মিনার আলী, অর্থ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক আব্দুস সালাম সহ- প্রশিক্ষণ সম্পাদক মিসবাউজ্জামান ইমন, জবরুল ইসলাম কাওসার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহীম খলিল।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে সৈয়দ আমরুজ আলী কে সভাপতি, নাসিম আহমদ কে সাধারণ সম্পাদক ও সৈয়দ আব্দাল আলী সুলভ কে সাংগঠনিক সম্পাদক করে ৭০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন সহ- সভাপতি ইসহাক আহমদ, কাওসার আহমদ, সাহেদ আহমদ, নুরুল আমিন রাসেল, সাইদুল ইসলাম ভূইয়া, রবিউল হাসান কামরান, সহ- সাধারণ সম্পাদক জুবেল আহমদ, মোঃ মুস্তাকিম আলী, তৌফিকুর রহমান তামিম, রায়হান আহমদ চৌধুরী, অভি আহমদ, আজিদুল আনসার ইমরান, সহ- সাংগঠনিক সম্পাদক আমিনুর রশিদ, জাকের আলী, শাকিল আহমদ, রায়হান আহমদ, মুমিনুর রশিদ, সালমান আহমদ, প্রচার সম্পাদক নাহিদ হাসান, সহ- প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন রাহিম, জুবায়ের আহমদ, আরিফ আহমদ, শাহরিয়ার আহমদ হিমেল, আশরাফ উদ্দিন, সাহান আহমদ, ইয়াসিন আলী, অর্থ সম্পাদক রুহুল আমিন, অফিস সম্পাদক রুহিন আহমদ, সহ- অফিস সম্পাদক ইমন আহমদ, আব্দুর রাজ্জাক, কাসেম আহমদ, সুরমান আহমদ, আশরাফুল ইসলাম আনহার, প্রশিক্ষণ সম্পাদক রিপন আহমদ, সহ- প্রশিক্ষণ সম্পাদক খলিল আহমদ, মাসুদ আহমদ, মারুফ আহমদ, আরাফাত হোসেন শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রাব্বি হাসান অমি, সহ- শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ইমাদ উদ্দিন, সালমান আহমদ, আল আমিন মামুন, রিদওয়ান আহমদ সাহান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রেদওয়ান ইসলাম কাবুল, সহ- তথ্য ও প্রযুক্তি সম্পাদক রনি আহমদ৷ শাহিন আহমদ, হোসেন আহমদ, লিজু আহমদ, রাকিব আহমদ, তরিকুল ইসলাম সুমন, সদস্য নাইম আহমদ, শামসুল ইসলাম, সৈয়দ লিপু আলী, সৈয়দ ফাহিম আলী, নাইম আহমদ লাইন, তানভীর আহমদ রাফি, নাজমুল হোসেন, রাসেল আহমদ, মাহফুজুর রহমান, সাব্বির হোসেন রাহাত, মুহিদ আলী, রুবেল আহমদ, সালমান আহমদ, সাদি আহমদ, জুনেদ আহমদ, শাকিল আহমদ, হাসান আহমদ।

জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশে হতে দেওয়া হবে না এই বিষয়ে পরিষ্কার জানিয়ে  বিক্ষোভ  মিছিল এবং সমাবেশ করেছে বাংলা...
26/07/2025

জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশে হতে দেওয়া হবে না এই বিষয়ে পরিষ্কার জানিয়ে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া সিলেট।।।

16/07/2025

গোপালগঞ্জ পুলিশের গাড়ি ভাংচুর করেছে ছাত্রলীগের নেতারা এবং আওয়ামীলীগ।
#গোপালগঞ্জ #পুলিশ #সেনাবাহিনী

With অনুলিপি কুলাউড়া - Onulipi Kulaura – I just got recognized as one of their top fans! 🎉
06/07/2025

With অনুলিপি কুলাউড়া - Onulipi Kulaura – I just got recognized as one of their top fans! 🎉

30/06/2025

জামায়াত'কে ভোট দিলে জান্নাতে যাবে বলে মন্তব্য করেন জামায়াত নেতা।।।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদোন্নতি পে...
30/06/2025

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদোন্নতি পেয়েছেন। তাকে ময়মনসিংহ বিভাগে ইউএনও পদে পদায়ন করা হয়েছে।

বিস্তারিত কমেন্টে

★কুলাউড়ার সকল সংবাদ জানতে ফলো করুন
গণকণ্ঠ-কুলাউড়া

30/06/2025

কেমন এই পলিসি

আবারো রিমান্ড না-মঞ্জুর, আদালত খুনি জুনেলেকে জেলগেটে দুইদিন জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছে ব্রাহ্মণবাজারের আলোচিত স্...
30/06/2025

আবারো রিমান্ড না-মঞ্জুর, আদালত খুনি জুনেলেকে জেলগেটে দুইদিন জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছে

ব্রাহ্মণবাজারের আলোচিত স্কুলছাত্রী নাফিসা জান্নাত আনজুমের একমাত্র হত্যাকারী কিলার খুনি জুনেলক পুলিশ ৩০ জুন (সোমবার) আবারো রিমান্ড আবেদনের জন্য আদালতে তুলেছে। কুলাউড়া থানার ওসি মোঃ গোলাম আপছার নীজে আদালতে উপস্থিত থেকে তার রিমান্ড আবেদন করেন কিন্তু এবারও খুনি জুনেলের রিমান্ড মঞ্জুর করেনি আদালত। তবে জুনেলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য মাত্র দুইদিনের নির্দেশ দিয়েছে আদালত। এ খবর শুনে এলাকায় সাধারণ জনগণের মধ্যে আবারও হতাশা নেমে এসেছে । এ নিয়ে দুই বার আদালত তার রিমান্ড আবেদন নামঞ্জুর করলো। স্কুল ছাত্রী আনজুমের হত্যার ঘটনার ২ দিনের মাথায় পুলিশ একমাত্র খুনি জুনেলক গ্রেফতার করলে তাদের কাছে আনজুম হত্যার কথা স্বীকার করে সে । এরপর প্রথমে গত ১৯ জুন তাকে আদালতে তুললে চত্বুর খুনি জুনেল বিচারকের সামনে স্বীকারোক্তি মূলক জবানবন্দী না দিয়ে বিচারকার্যকে বাধাগ্রস্ত করতে চলনার আশ্রয় নেয়। এই খবরে স্থানীয় লোকজনের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়, এরপর জেলা জুড়ে ও স্কুলে স্কুলে শুরু লাগাতার মানববন্ধন, বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা ও আন্দোলন।

অবশেষে ৩০ জুন (সোমবার) সকালে আবারো মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ৫নং আমলি আদালতের ম্যাজিস্ট্রেট আরিফ বিল্লাহ তারেকের খাস কামরায় রিমান্ড আবেদনের জন্য
তুলা হয় খুনি জুনেলকে। ওইদিনও খুনি জুনেলের পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়াননি। তবে আনজুমের পক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছাড়াও অন্যান্য আইনজীবী উপস্থিত ছিলেন।
পুলিশ জুনুলের বিরুদ্ধে রিমান্ড আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের দুইদিন আদেশ প্রদান করেন। এতে সুষ্ঠু বিচার থেকে তাঁরা বঞ্চিত মনে করে অনেকটা হতাশ হয়ে পড়েন খুন হওয়া স্কুল ছাত্রী আনজুমের পরিবার ও এলাকাবাসী।

এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ গোলাম আপছার গণকণ্ঠ'কে জানান,আমরা আদালতে খুনি জুনেলের ৭ দিনের রিমান্ডের আবেদন করেছিলাম, আদালত তাকে জেলগেটে দুইদিন জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন।

আহ!! বিএনপি কি করে এসব??৯ নং টিলাগাঁও ইউনিয়ন এর আওতাধীন ৯নং ওয়ার্ড শাখার বিএনপির কাউন্সিল হলো কয়েকদিন আগে কিন্তু দুখের ব...
01/05/2025

আহ!! বিএনপি কি করে এসব??
৯ নং টিলাগাঁও ইউনিয়ন এর আওতাধীন ৯নং ওয়ার্ড শাখার বিএনপির কাউন্সিল হলো কয়েকদিন আগে কিন্তু দুখের বিষয় কমিটির অর্ধেকের বেশি ফ্যাসিবাদের সংগী আওয়ামিলীগের একনিষ্ঠ কর্মী দিয়ে সাজানো বিএনপি নামক সংঘটনের কমিটি।
১.রমজান মিয়া (৫৫) পিতা আব্দুস সোবহান, সহ সভাপতি ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ। ২,জাহির মিয়া (৪০) পিতা চন্দই মিয়া, সহ প্রচার সম্পাদক ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ। ৩.রাজিদ মিয়া (২৫) পিতা মৃত আরজান মিয়া,বিগত ২৪ এর নির্বাচনে আওয়ামী দুসর এম এম শাহীনের কালো টাকা খাওয়া দাওয়ার সঙ্গী। শুধু এটুকুই বলবো টিলাগাঁও ইউনিয়ন বিএনপির নেতা যারা আছেন তারা অবশ্যই মাটে কাজ করেননা। কাজ করলে এই অবস্থা হতোনা।।আপনারা নেতাদের কারনে বিএনপি এতোদিন কিছুই করতে পারেনি,রাস্তায় মার খাইছে, এখন আবার আপনারা একই রাস্তায় হাটছেন। এখনো সময় আছে ৫ হাজার মানুষের ওয়ার্ড এইটা সময় থাকতে এদের কমিটি থেকে বাদ দিয়ে কমিটি করুন নইলে জনসমর্থন আপনাদের দিন দিন চাংগে যাচ্ছে। কিছু প্রমান দিলাম নইলে বলবেন এমনি এমনি এতো কথা বলে ফেলেছি।।।

সিলেটের সকল হাসপাতালের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার। শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিন,কাজে লাগবে। (১) সিলেট এমএজি ওসমা...
20/04/2025

সিলেটের সকল হাসপাতালের নাম,
ঠিকানা ও মোবাইল নাম্বার।
শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিন,কাজে লাগবে।

(১) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল
নিউ মেডিকেল রোড, কাজলশাহ, সিলেট।
✆ +88 0821717055, +88 0821717051

(২) সদর হাসপাতাল
চৌহাট্টা, সিলেট।
✆ +88 0821713506

(৩) সিলেট ডায়বেটিক হাসপাতাল
মধুবন সুপার মার্কেট, বন্দরবাজার, সিলেট।
✆ +88 0821713632, +88 08212830383

(৪) জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল
সুনামগঞ্জ রোড, পাঠানটুলা সিলেট।
✆ +88 0821719096

(৫) সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল
মিরবক্সটুলা, সিলেট।
✆ +8808212830040

(৬) নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল
দক্ষিণ সুরমা, গহরপুর রোড, সিলেট।
✆ +880821-728587

(৭) পার্ক ভিউ মেডিকেল কলেজ ও হাসপাতাল
ভিআইপি রোড, তালতলা, সিলেট -৩১০০
✆+880821-728878

(৮) মাতৃমঙ্গল রেড ক্রিসেন্ট হাসপাতাল
চৌহাট্টা, সিলেট-৩১০০।
✆ 0821-724098

(৯) ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ
সোবহানীঘাট পয়েন্ট, সিলেট।
✆ +88 08212832735

(১০) মাউন্ট এডোরা হসপিটাল
আখালিয়া, সিলেট-৩১০০
✆ +8801707079716

(১১) মাউন্ট এডোরা হসপিটাল
নয়াসড়ক, সিলেট-৩১০০
✆ +8801786637476

(১২) আল হারামাইন হাসপাতাল প্রাঃ লিঃ
সোবহানীঘাট, সিলেট-৩১০০
✆ +880821729981

(১৩) ওয়েসিস হসপিটাল
সোবহানীঘাট, সিলেট-৩১০০
✆ +8801611-99 0000

(১৪) সেবা পলি ক্লিনিক
দরগাহগেইট, সিলেট।
✆ +88 0821713900

(১৫) রয়েল হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টার
জিন্দাবাজার, সিলেট।
✆ +88 0821714850, +88 0821723362

(১৬) ইউনাইটেড পলি ক্লিনিক
জিন্দাবাজার, সিলেট।
✆ +88 0821717476

(১৭) নিরাময় পলি ক্লিনিক
নবাবরোড, সিলেট।
+88 0821716258

(১৮) হেলথ কেয়ার হাসপাতাল
৯৮ কাজলশাহ, নিউ মেডিকেল রোড, সিলেট।
✆ +88 08212830792

(১৯) মা-মনি ক্লিনিক
পুরান মেডিকেল রোড, সিলেট।
✆ +88 0821713211

(২০) মেট্রোপলিটন পলি ক্লিনিক
রিকাবীবাজার, সিলেট।
✆ +88 0821712311

(২১) মডার্ণ জেনারেল হাসপাতাল
সুবিদবাজার, সিলেট।
✆ +88 0821723633

(২২) মহানগর হাসপাতাল
দরগা মহল্লা, সিলেট।
✆ +88 0821720431, +88 0821720432

(২৩) জালালাবাদ ক্লিনিক
মধুশহীদ, নিউ মেডিকেল রোড, সিলেট।
✆ +88 0821712460

(২৪) মাদার কেয়ার ক্লিনিক
পুরান মেডিকেল রোড, সিলেট।
✆ +88 0821713131

(২৫) নূরজাহান হাসপাতাল
দরগা গেইট, সিলেট।
✆ +88 0821714123

(

10/12/2024

Address

Kulaura
3232

Telephone

+8801870531989

Website

Alerts

Be the first to know and let us send you an email when গণকণ্ঠ-কুলাউড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share