
20/06/2022
সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, রংপুর ও কুড়িগ্রাম জেলা ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে।
বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, উত্তরাঞ্চল ও দেশের মধ্যাঞ্চলের আরও ১৭টি জেলা বন্যায় আক্রান্ত হতে পারে। কারণ সেসব এলাকায় বন্যার তীব্রতা বাড়ছে, নদীগুলোর পানি আরও বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
সারা দেশের ১০৯টি নদী পর্যবেক্ষণে রয়েছে। তার মধ্যে ৯৫টি নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
প্রিয় কুলিয়ারচরবাসী, আসুন আমরা বন্যা আক্রান্ত মানুষের জন্য দোয়া করি, সম্ভব হলে সহযোগীতার হাত বাড়িয়ে দিই। এছাড়াও নিজ নিজ এলাকায় সতর্ক অবস্থানে থাকি। আল্লাহ তায়ালা যেন শীঘ্রই আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দেন।