Incredible Kuliarchar

Incredible Kuliarchar Incredible Kuliarchar is representing the pride of Kuliarchar, Kishoregonj.

সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, রংপুর ও কুড়িগ্রাম জেলা ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে।বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, উত্তরা...
20/06/2022

সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, রংপুর ও কুড়িগ্রাম জেলা ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, উত্তরাঞ্চল ও দেশের মধ্যাঞ্চলের আরও ১৭টি জেলা বন্যায় আক্রান্ত হতে পারে। কারণ সেসব এলাকায় বন্যার তীব্রতা বাড়ছে, নদীগুলোর পানি আরও বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

সারা দেশের ১০৯টি নদী পর্যবেক্ষণে রয়েছে। তার মধ্যে ৯৫টি নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

প্রিয় কুলিয়ারচরবাসী, আসুন আমরা বন্যা আক্রান্ত মানুষের জন্য দোয়া করি, সম্ভব হলে সহযোগীতার হাত বাড়িয়ে দিই। এছাড়াও নিজ নিজ এলাকায় সতর্ক অবস্থানে থাকি। আল্লাহ তায়ালা যেন শীঘ্রই আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দেন।

কুলিয়ারচর কিশোরগঞ্জ জেলার একটি সমৃদ্ধ জনপদ। কুলিয়ারচর উপজেলা লোকসাহিত্যে সমৃদ্ধ। লোক ঐতিহ্য হলো পুঁথি, কবিগান, বাউলগান, ...
16/06/2022

কুলিয়ারচর কিশোরগঞ্জ জেলার একটি সমৃদ্ধ জনপদ। কুলিয়ারচর উপজেলা লোকসাহিত্যে সমৃদ্ধ। লোক ঐতিহ্য হলো পুঁথি, কবিগান, বাউলগান, জারীগান, মুর্শিদীগান, নৌকাবাইচ ইত্যাদি।

প্রাচীন কাল থেকে এই অঞ্চলে পুঁথি ও কবি গানের আসর বসত। বিভিন্ন উৎসব ও বিশেষ দিনে। কুলিয়ারচর উপজেলার বিখ্যাত পুঁথি পাঠক ছিলেন আগরপুর বাগপাড়া গ্রামের আব্দুল মালেক। তিনি দেশের বিভিন্ন অঞ্চলে পুঁথি পাঠ করে সুনাম অর্জন করেছেন। তাছাড়া আরো যারা পুঁথি পাঠ করে সুনাম অর্জন করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হারিয়ারকান্দির ওয়াছ মিয়া, আলিম উদ্দিন। এদের জনপ্রিয় পুঁথিগুলো হলো- গাজী কালু চম্পাবতী, গফুর বাদশা, সাইফুল মুলক বদীউজ্জামান।

দিন শেষে খেটে খাওয়া মানুষের কথা কেউ বলে না। মনের শখ আহ্লাদ ইচ্ছা পূরণ বিলাসিতা তো দূরের কথা দু’বেলা দু’মুঠো ভাত জোগাড় কর...
16/06/2022

দিন শেষে খেটে খাওয়া মানুষের কথা কেউ বলে না। মনের শখ আহ্লাদ ইচ্ছা পূরণ বিলাসিতা তো দূরের কথা দু’বেলা দু’মুঠো ভাত জোগাড় করে বাঁচতেই যাদের অনেক সংগ্রাম করতে হয়, দিন শেষে তাদের কথা কেউ বলে না! 🖤

প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য, কুলিয়ারচর - বাজিতপুর রোড ❤️
15/06/2022

প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য, কুলিয়ারচর - বাজিতপুর রোড ❤️

ইলিয়াছ রহমান কাসেমী যিনি একাধারে  কুলিয়ারচর কেন্দ্রীয় মসজিদে হর্তাকর্তা, কুলিয়ারচর আলেম-উলামা কমিঠির পৃষ্টপোষক, কুলিয়ারচ...
12/06/2022

ইলিয়াছ রহমান কাসেমী যিনি একাধারে কুলিয়ারচর কেন্দ্রীয় মসজিদে হর্তাকর্তা, কুলিয়ারচর আলেম-উলামা কমিঠির পৃষ্টপোষক, কুলিয়ারচর বাজার কমিঠির সভাপতি! তার মতো একজন মানুষ যখন এধরণের অনৈতিক কার্যকলাপে যুক্ত হয়ে যায় তখন সমাজের অবস্থা কোথায় যাবে সেটা নিয়ে কুলিয়ারচরের সাধারণ মানুষকে এখনই ভাবতে হবে!

জানা মতে এই রকম আরও অনেক নারীর সাথে তার গোপন সম্পর্ক আছে। তার বিরুদ্ধে ধ-র্ষণের অভিযোগও আছে একাধিক! জমি দখল, চাঁদাবাজি মসজিদের টাকা লুটপাট। এই রকম ভদ্রবেশী লজ্জাহীন লোকের কাছে কুলিয়ারচর এর লোকজন কি শিখতে পারবে? আমাদের কুলিয়ারচর এর লোকজন শান্তি প্রিয় উনারা কোন অশান্তি চায় না।

ইলিয়াছ রহমান কাসেমী তো উনার নিজের মানসম্মান ডুবাইল সাথে অসম্মানিত করলো পুরো আলেম উলামা সমাজ এবং এলাকাবাসীকে!

অপূর্ব কুলিয়ারচর
12/06/2022

অপূর্ব কুলিয়ারচর

কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলাটির আয়তন ১০৪.০১ বর্গ কি.মি.যা উত্তরে বাজিতপুর উপজেলা,দক্ষিনে বেলাব এবং ভৈরব উপজেলা; পূর্...
12/06/2022

কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলাটির আয়তন ১০৪.০১ বর্গ কি.মি.যা উত্তরে বাজিতপুর উপজেলা,দক্ষিনে বেলাব এবং ভৈরব উপজেলা; পূর্বে ভৈরব এবং বাজিতপুর উপজেলা আর পশ্চিমে কটিয়াদী এবং বেলাব উপজেলা দ্বারা বেষ্টিত।

প্রধান নদী: মেঘনা,পুরানো ব্রম্মপুত্র নদী,আড়িয়াল খাঁ। বিল ৫টি।

কুলিয়ারচর শহরটি বর্তমানে পৌরশহর যার আয়তন ৩.৪৫বর্গ কি.মি. এবং লোকসংখা ২৮০২৭জন;পুরুষ ৫০.৬৫%,মহিলা ৪৯.৩৫%।এ শহরে ৯টি ওয়ার্ড এবং ৩৭টি মহল্লা আছে।শহরের স্বাক্ষরতার হার ২৮.৮%।জনসংখ্যার ঘনত্ব ৮১২৪জন/বর্গ কি.মি.।

Address

Kuliar Char

Website

Alerts

Be the first to know and let us send you an email when Incredible Kuliarchar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share