Kuliarchar Online

Kuliarchar Online kuliarchar online সবার আগে এবং প্রথম
কুলিয়ারচর পুরো বাংলা

29/05/2025

বৃষ্টি ভেজা দুপুর
লোকেশন কুলিয়ারচর পৌরসভা বড়খারচর মোড়

একটি হারানো বিজ্ঞপ্তি !বাজিতপুর উপজেলা গাজিরচর ইউনিয়ন,গাজিরচর মিয়াজি বাড়ির মো:সোহেল আকুঞ্জি এর মেজো ছেলে মো: শুভ আকুঞ্জি...
10/04/2025

একটি হারানো বিজ্ঞপ্তি !

বাজিতপুর উপজেলা গাজিরচর ইউনিয়ন,গাজিরচর মিয়াজি বাড়ির মো:সোহেল আকুঞ্জি এর মেজো ছেলে মো: শুভ আকুঞ্জিকে গত ০৭/০৪/২০২৫ রোজ সোমবার থেকে খুজে পাওয়া যাচ্ছেনা। যোদি কোনো হৃদয়বান ব্যক্তি ছেলেটির খোঁজ পান,তাহলে দয়া করে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্যে বিনীতভাবে অনুরোধ করা হইল।

মো:সোহেল আকুঞ্জি: ০১৯৮০-২৫২২৭৮
01914675466, 01959340391

কর্মচারীর বাসায় আত্মগোপনে ছিলেন এই সাবেক এমপি, ভারতে পালাতে মোটা অঙ্কের চুক্তি ও করেছিলেন, অবশেষে শেষ রক্ষা হলো নাকিশোরগ...
24/03/2025

কর্মচারীর বাসায় আত্মগোপনে ছিলেন এই সাবেক এমপি, ভারতে পালাতে মোটা অঙ্কের চুক্তি ও করেছিলেন, অবশেষে শেষ রক্ষা হলো না

কিশোরগঞ্জ-৫ আসনের (বাজিতপুর) এমপি আফজাল হোসেনকে মেহেরপুর শহর থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) ভোরে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়, তিনি আফজাল সুজের মালিক,তাকে আশ্রয়দাতা মামুন আফজাল সু কোম্পানির কর্মচারী, এ সময় মামুন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে,মামুন হোসেন আফজাল সু কোম্পানির কর্মচারী ও তাহের ক্লিনিক পাড়ার বাসিন্দা,তথ্য প্রযুক্তি ব্যবহার করে সাবেক এই এমপির অবস্থান শনাক্ত করে পুলিশ।
আফজাল হোসেনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি মেজবা উদ্দিন বলেন, কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি টিম মেহেরপুরের উদ্দেশে রওনা দিয়েছে। বিকাল নাগাদ পুলিশের টিম মেহেরপুর পৌঁছালে তাঁদের হাতে সোপর্দ করা হবে আফজাল হোসেনকে।
একটি সূত্র জানিয়েছে, সোমবার ভোরের দিকে জেলার মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার কথা ছিল তার। এ জন্য সীমান্তের একটি চক্রকে মোটা অঙ্কের টাকায় চুক্তি করেছিলেন

20/09/2024

ছয়সূতীর ঘটনায় নি*হ*ত মিলন মিয়ার বাড়িতে শরিফুল আলম,,

15/08/2024

জনসমুদ্রে পরিণত হয়েছে কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ

আমাদের কিশোরগঞ্জে উপজেলা ভিত্তিক আর্মি দায়িত্বরত অফিসারদের নাম্বার। সংগ্রহে রাখুন।
07/08/2024

আমাদের কিশোরগঞ্জে উপজেলা ভিত্তিক আর্মি দায়িত্বরত অফিসারদের নাম্বার। সংগ্রহে রাখুন।

কুলিয়ারচর উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করছেন,কুলিয়ারচর উপজেলা বিএনপি...
07/08/2024

কুলিয়ারচর উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করছেন,
কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি,সাবেক উপজেলা চেয়ারম্যান নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম এ হান্নান, কুলিয়ারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহ আলমসহ বিএনপির নেতৃবৃন্দ।

18/07/2024

কুলিয়ারচর বাজরা তারাকান্দি বাসস্ট্যান্ডে পুলিশ জনতার মাঝে ধাওয়া পাল্টা, ইটপাটকেল ও টিয়ারসেল নিক্ষেপের ঘটনা ঘটছে।

১৮৮৮ সালে ১লা মে কর্মঘন্টা ৮ ঘন্টা নির্ধারণের দাবীতে সেন্ট লুইস শ্রমিক সম্নেলনে "মে দিবস" পালনের ঘোষণা দেয়। ১৮৮৯ সালের প...
01/05/2024

১৮৮৮ সালে ১লা মে কর্মঘন্টা ৮ ঘন্টা নির্ধারণের দাবীতে সেন্ট লুইস শ্রমিক সম্নেলনে "মে দিবস" পালনের ঘোষণা দেয়। ১৮৮৯ সালের প্যারিস সম্মেলনে শ্রমিক শ্রেণীর জন্য দেশে দেশে আন্তর্জাতিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়।
রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না পেলেও ১৮৯০ সালে ইউরোপে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে ও ১ লা মে কে "মে দিবস" হিসেবে পালন করে। ইউরোপের বিভিন্ন দেশের সংগঠিত শ্রমিক সংগঠনের চাপে, রুশ বিপ্লবের প্রভাবে সরকারীভাবে ছুটি ঘোষণা শুরু হয়। এভাবেই শ্রমজীবী মানুষের অধিকার ক্রমে আদায় হতে থাকে।
আমাদের প্রিয় শান্তির ধর্ম ইসলাম শ্রমজীবী মানুষদের সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছেন। প্রায় দেড় হাজার বছর আগেই রসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। ’ (ইবনে মাজাহ। )

Address

Kuliar Char

Telephone

+8801925307445

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kuliarchar Online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kuliarchar Online:

Share