Alor path

Alor path Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Alor path, Video Creator, Kuliar Char.

22/02/2024

আল্লাহর রসূলﷺ ইরশাদ করেন, সে-ই মুসলিম, যার জিহবা ও হাত হতে সকল মুসলিম নিরাপদ এবং সে-ই প্রকৃত মুহাজির, আল্লাহ যা নিষেধ করেছেন তা যে ত্যাগ করে।
- সহিহ বুখারী, হাদিস নং ১০

22/02/2024

"রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আ'লাইহি ওয়া সাল্লাম) কে নিয়ে লিখা সাহাবি হাসসান বিন সাবিত (রা) এর "তোমার তারিফ" (বাংলা নাম) কবিতার অংশবিশেষ.. "

26/11/2023

❑. দ্বীনে প্রবেশের অর্থই হলো একটা যুদ্ধে জড়িয়ে যাওয়া। সেই যুদ্ধটা জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত বলবৎ। সেই যুদ্ধটা নিজের সাথে। নিজের নফসের সাথে।

শয়তানের ওয়াসওয়াসার সাথে। এই যুদ্ধে লড়তে গিয়ে আমরা বারবার পিছিয়ে পড়তে পারি। ভেঙে পড়তে পার। আশাহত হতে পারি। তাই এরকম অবস্থাতেও যেন আমাদের পদ্খলন না ঘটে, যাতে আমরা সিরাতুল মুস্তাকিমের পথ থেকে বিচ্যুত না হই, এজন্যই রাসুলুল্লাহ (সাঃ) এই দুআ আমাদের শিখিয়ে দিছেন।

❝ ইয়া মুকাল্লিবাল ক্কুলুব, সাব্বিত ক্বালবি আলা দ্বীনিক। ❞
অর্থঃ ""হে অন্তরসমূহের পরিবর্তনকারী! আপনি আমাদের অন্তরকে দ্বীনের ওপর দৃঢ় রাখুন'।

26/11/2023

◍" PSC 'তে ভালো রেজাল্ট করা ছেলেটি পরে বুঝতে পারলো হুদায় এটা,কিছুই ছিলনা আনুষ্ঠানিকতা মাত্র ll

◍" JSC ' তে ভালো রেজাল্ট করা ছেলেটি জানতে পারলো, JSC রেজাল্ট নাম মাত্র, সত্যিকারের খেলা হবে SSC তে ?

◍" SSC ' তে ভালো রেজাল্ট করা ছেলেটি জানতে পারলো, মুল খেলা নাকি HSC তে হয় ?

এদিকে HSC চলমান পরীক্ষা দেয়া ছেলেটা জানে, মুল খেলা হয় Admission এ!

ওই দিকে সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছেলেটি জানে, মুল খেলা তো সবেমাত্র শুরু...

❑. এভাবে হঠাৎ করে মৃত্যু এসে তাকে গ্রাস করে ফেলে। আর মৃত্যুর যন্ত্রণা আসবেই,কুরআন ও হাদিসে সাকারাতুল মাউত সম্পর্কে বিবরণ এসেছে। আল্লাহ তায়ালা বলেন,
وَجَاءتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ذَلِكَ مَا كُنتَ مِنْهُ تَحِيدُ
মৃত্যুযন্ত্রণা অবশ্যই আসবে। এ থেকেই তুমি পালাতে চাচ্ছিলে। [ সুরা ক্বাফ : ১৯ ]

মৃত্যুর ফেরেশতা যখন উপস্থিত হয়, মৃত্যুপথযাত্রী তাকে দেখতে পান। রাসূল সা. আমাদের বলেন, এর ব্যপ্তি হবে মিলি সেকেন্ডের মতো। যখন ব্যক্তি জীবিত থাকবে। ফেরেশতাকে তার সামনে উপস্থিত দেখতে পাবে। মৃত্যুপথযাত্রী ব্যক্তি তখনো এই দুনিয়ার অংশ। কিন্তু মৃত্যুর ফেরেশতা উপস্থিত এবং আপনি তা দেখতে পাবেন। আল্লাহ তাআলা এ সময় সম্পর্কে কুরআনে বলেন,
لَقَدْ كُنتَ فِي غَفْلَةٍ مِّنْ هَذَا فَكَشَفْنَا عَنكَ غِطَاءكَ فَبَصَرُكَ الْيَوْمَ حَدِيدٌ

তুমি তো এই দিন সম্পর্কে উদাসীন ছিলে। এখন তোমার কাছ থেকে পর্দা সরিয়ে দিয়েছি। ফলে আজ তোমার দৃষ্টি প্রখর। [ সুরা ক্বাফ ৫০:২২ ]

Address

Kuliar Char

Telephone

+8801737244300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alor path posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alor path:

Share

Category