Aslam hossan

Aslam hossan মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য।
কি মূল্যবান কথা তাই না,যদি ইচ্ছা হয় পেইজ টিতে ফলো দিয়েন

With Daily Life in America VLOG – I just got recognised as one of their rising fans! 🎉
13/10/2024

With Daily Life in America VLOG – I just got recognised as one of their rising fans! 🎉

With Salma Zamadar – I just got recognised as one of their rising fans! 🎉
10/10/2024

With Salma Zamadar – I just got recognised as one of their rising fans! 🎉

05/10/2024
01/10/2024

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর বাণীঃ ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটিঃ মুখে স্বীকার এবং কাজে পরিণত করাই হচ্ছে ঈমান এবং তা বৃদ্ধি পায় ও হ্রাস পায়।* আল্লাহ্ তা’আলা বলেনঃ ’’যাতে তারা তাদের ঈমানের সঙ্গে ঈমান মজবুত করে নেয়- (সূরাহ্ ফাত্হ ৪৮/৪)। আমরা তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম- (সূরাহ্ কাহাফ ১৮/১৩)। এবং যারা সৎপথে চলে আল্লাহ্ তাদের অধিক হিদায়াত দান করেন- (সূরাহ্ মারইয়াম ১৯/৭৬)। এবং যারা সৎপথ অবলম্বন করে আল্লাহ্ তাদের হিদায়াত বাড়িয়ে দেন এবং তাদের সৎপথে চলার শক্তি বাড়িয়ে দেন- (সূরাহ্ মুহাম্মাদ ৪৭/১৭)। যাতে মু’মিনদের ঈমান বেড়ে যায়- (সূরাহ্ মুদ্দাসসির ৭৪/৩১)। আল্লাহ্ তা’আলা আরো বলেন, এটা তোমাদের মধ্যে কার ঈমান বাড়িয়ে দিল? যারা মু’মিন এ তো তাদের ঈমান বাড়িয়ে দেয়- (সূরাহ্ আত্-তওবা ৯/১২৪)। এবং তাঁর বাণী, ’’সুতরাং তোমরা তাদের ভয় কর; একথা তাদের ঈমানের দৃঢ়তা বাড়িয়ে দিল’’- (সূরাহ্ আলে-ইমরান ৩/১৭৩)। ’’এতে তাদের ঈমান ও আনুগত্য আরও বৃদ্ধি পেল’’- (সূরাহ্ আহযাব ৩৩/২২)।

আর আল্লাহর জন্য ভালবাসা ও আল্লাহর জন্য ঘৃণা করা ঈমানের অংশ। ’উমার ইবনু ’আবদুল ’আযীয (রহ.) ’আদী ইবনু ’আদী (রহ.)-এর নিকট এক পত্রে লিখেছিলেন, ’ঈমানের কতকগুলো ফার্য (ফরয), কতকগুলো হুকুম-আহকাম, বিধি-নিষেধ এবং সুন্নাত রয়েছে। যে এগুলো পরিপূর্ণরূপে আদায় করে তার ঈমান পূর্ণ হয়। আর যে এগুলো পূর্ণভাবে আদায় করে না, তার ঈমান পূর্ণ হয় না। আমি যদি বেঁচে থাকি তবে অচিরেই এগুলো তোমাদের নিকট ব্যক্ত করব, যাতে তোমরা তার উপর ’আমল করতে পার। আর যদি আমার মৃত্যু হয় তাহলে জেনে রাখ, তোমাদের সাহচর্যে থাকার জন্য আমি আকাঙ্ক্ষিত নই।’

ইবরাহীম (’আ.) বলেন, ’তবে এ তো কেবল চিত্ত প্রশান্তির জন্য’- (সূরাহ্ আল-বাক্বারাহ ২/২৬)। মু’আয (রাঃ) বলেন, ’’এসো আমাদের সঙ্গে বস, কিছুক্ষণ ঈমানের আলোচনা করি।’’ ইবনু মাস’ঊদ (রাঃ) বলেন, ’ইয়াকীন হল পূর্ণ ঈমান।’ ইবনু ’উমার (রাঃ) বলেন, ’বান্দা প্রকৃত তাকওয়ায় পৌঁছতে পারে না, যতক্ষণ পর্যন্ত সে, মনে যে বিষয় সন্দেহের সৃষ্টি করে, তা পরিত্যাগ না করে।’ মুজাহিদ (রাঃ) এ আয়াতের ব্যাখ্যায় বলেন, ’’অর্থাৎ হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমি আপনাকে এবং নূহকে একই ধর্মের আদেশ করেছি’’- (সূরাহ্ শূরা ৪২/১৩)। ইবনু ’আব্বাস (রাঃ) বলেন, ’’অর্থাৎ পথ ও পন্থা’’- (সূরাহ্ আল-মায়িদাহ ৫/৪৮)।

قُلْ مَا يَعْبَأُ بِكُمْ رَبِّي لَوْلاَ دُعَاؤُكُمْ( وَمَعْنَى الدُّعَاءِ فِي اللُّغَةِ الإِيْمَانُ.)

এ মর্মে আল্লাহ তা’আলার বাণীঃ ’’বলে দিন, আমার প্রতিপালক তোমাদের একটুও পরোয়া করবেন না যদি তোমরা ’ইবাদাত না কর’’- (সূরাহ্ আল-ফুরক্বান ২৫/৭৭)। অভিধানে দু’আর অর্থ করা হয়েছেঃ ’’ঈমান’’।

৮. ইবন ’উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি। ১. আল্লাহ্ ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই এবং নিশ্চয়ই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল-এ কথার সাক্ষ্য প্রদান করা। ২. সালাত কায়িম করা। ৩. যাকাত আদায় করা। ৪. হাজ্জ সম্পাদন করা এবং ৫. রমাযানের সিয়ামব্রত পালন করা। (৪৫১৪; মুসলিম ১/৫ হাঃ ১৬, আহমাদ ৬০২২, ৬৩০৯) (আধুনিক প্রকাশনীঃ ৭, ইসলামিক ফাউন্ডেশনঃ ৭)

25/09/2024

এদেশের জনগণের ভাগ্যের চাকা ঘুরাতে শুধু ইসলাম প্রয়োজন।
এক মহিলার প্রসব বেদনা উঠলো।অনেক সময় পার হয়ে গেলেও বাচ্চা বের হবার কোন লক্ষণ দেখা যাচ্ছিল না। এজন্য মহিলার স্বামী বাসায় একজন ডাক্তার ডেকে আনলেন।
ডাক্তার হাতে একটা কাঠের বাস্ক নিয়ে মহিলার রুমে ঢুকলেন। তারপর মহিলার স্বামীকে ঘরের বাইরে অপেক্ষা করতে বললেন।
১০ মিনিট পর ডাক্তার রুম থেকে বের হয়ে মহিলার স্বামীকে বললেন “আপনার বউকে বাঁচাতে এখনি একটা হাতুড়ি নিয়ে আসেন।” লোকটি দৌড়ে হাতুড়ি এনে ডাক্তারের হাতে দিয়ে বাইরে অপেক্ষা করতে লাগলো।
আরো দশ মিনিট পর ডাক্তার লোকটিকে বললেন “অবস্থা ভালো না। এখনই বাটালি না আনলে আপনার বউ বাঁচবে না।” হাতুড়ি-বাটালি দিয়ে ডাক্তার কি করবে তা সে ভেবে পেলো না। তবুও ডাক্তারের কথামতো সে বাটালি এনে দিলো।
আরো ১০ মিনিট পর ডাক্তার বললেন “ভাই এখনি করাত না আনলে আপনার বউ মারা যাবে।”
লোকটি আর ঠিক থাকতে পারল না। সে রেগে গিয়ে ডাক্তারকে বলল “ডাক্তার সাব, বাচ্চা বের করতে হাতুড়ি-করাত লাগে নাকি? আপনি কি বউকে করাত দিয়ে কেটে বাচ্চা বের করবেন?”
তখন ডাক্তার বললেন “আরে ভাই আমি যে কাঠের বাক্স এনেছি, সেখানেই বাচ্চা বের করার সব যন্ত্রপাতি আছে। কিন্তু বাক্সটি তালা মারা। আর চাবিও পাচ্ছি না। বাক্স থেকে যন্ত্রপাতি বের করতেই হাতুড়ি-বাটালি- করাত চাচ্ছিলাম।”
এবার আসল কথায় আসি: আমাদের দেশে সরকার কতো প্রকল্প হাতে নেয়া হয়, তিন লক্ষ কোটি টাকার বাজেট হয়। কিন্তু জনগনের ভাগ্য বদলায় না। এদেশের শাসকেরা হাতুড়ি-করাত দিয়ে দেশটাকে চিড়ে-চ্যাপ্টা করে নিজেরা লুটপাট করে।
ডাক্তারের কাছে শুধু একটা জিনিস থাকলেই সব সমস্যার সমাধান এমনিই হয়ে যেত। জিনিসটা হচ্ছে “চাবি”।
আর এদেশের জনগণের ভাগ্যের চাকা ঘুরাতে শুধু একটি চাবি দরকার। আর সেই চাবিই হচ্ছে “ইসলাম”।

21/09/2024

আপা কিন্তু শুরু থেকেই বলেছিলো এইগুলা সব শিবিরের কাজ 🥴
আপনারা কেউ পাত্তা দেন নাই 🤭

20/09/2024

আমাকে ফলো দিলে ব্রেক পাবেন।

18/09/2024

আজকের টার্গেট 2৫ ফলোয়ার নোটিফিকেশন আসার সঙ্গে সঙ্গে ফলো ব্যাগ পাবেন ইনশাল্লাহ

Address

Kulna
7010

Alerts

Be the first to know and let us send you an email when Aslam hossan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aslam hossan:

Share