22/04/2025
হয়না এখন আগের মত ইচ্ছে মত চলা।
হয়না এখন মন খুলে নিজের কথা বলা।
জীবনের যত কষাঘাত আর প্যাঁচে প্যাঁচে
নিজেকেই তো হারিয়ে ফেলেছি
অন্যকিছুর মাঝে।
নিজেকে এখন মনে হয় যান্ত্রিক এক গাড়ি
সহজ সরল চেহারার পেছনে
মনের নীরব আহাজারি।
- ইখতিয়ার হাসান