মনের মানুষ

মনের মানুষ মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে বিশ্ববাসীর নিকট ফকির লালন সাঁইজির বাণী প্রচার করার লক্ষ্যে পরিচালিত।

বিস্তা‌রিত ক‌মে‌ন্টে
28/09/2025

বিস্তা‌রিত ক‌মে‌ন্টে

28/09/2025
28/09/2025
আজ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরুদেবী দুর্গা এসেছেন মর্ত্যলোকে। গতকাল শনিবার শ্রীপঞ্চমীতে দেবীর বোধন (জাগ্র...
28/09/2025

আজ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু

দেবী দুর্গা এসেছেন মর্ত্যলোকে। গতকাল শনিবার শ্রীপঞ্চমীতে দেবীর বোধন (জাগ্রত) সম্পন্ন হওয়ার পর আজ রোববার (২৮ সেপ্টেম্বর) মহাষষ্ঠীতে তিনি আমন্ত্রিত ও পূজিত হবেন। গতকাল থেকে ঢাকের বোল, চণ্ডীপাঠ, মন্ত্রোচ্চারণ, কাঁসর-ঘণ্টা, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পূজামণ্ডপগুলো। ষষ্ঠীতে দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাস সম্পন্ন হবে। আজ সকালে বেলগাছ তলে (বিল্ববৃক্ষের নিচে) দেবীর আবাহন, সংকল্প এবং ‘ত্রিনয়নী’ দুর্গা দেবীর নিদ্রা ভাঙিয়ে পূজার্চনার মাধ্যমে তাকে বরণ করা হবে। এ বছর দেবী দুর্গা এসেছেন গজে (হাতি) চড়ে। গজে আগমনের অর্থ শান্তি, সমৃদ্ধি ও শস্য-শ্যামলার প্রতীক। পূজা শেষে দেবীর প্রস্থান হবে দোলায় (পালকি) চড়ে, যা মহামারী বা মড়কের ইঙ্গিত বহন করে। আগামীকাল মহাসপ্তমীর দিন থেকে শুরু হবে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা।

একটা চুলকাটা ট্রিমার মেশিন নিয়ে জোর করে চুল কেটে ২টাকার শ্যাম্পু দিয়ে ২জগ পানি ঢেলে গোসল করিয়ে ৬০ টাকার একটি গেঞ্জি ও ১৫...
28/09/2025

একটা চুলকাটা ট্রিমার মেশিন নিয়ে জোর করে চুল কেটে ২টাকার শ্যাম্পু দিয়ে ২জগ পানি ঢেলে গোসল করিয়ে ৬০ টাকার একটি গেঞ্জি ও ১৫০ টাকার একটি পাজামা পড়িয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এই ভিউ ব্যবসায়ীরা। এরকম অন্তত ১৭টি ফেসবুক ও ইউটিউব চ্যানেল রয়েছে।

27/09/2025

গুরু যার কান্ডারী হয় রে
অঠাঁই এ ঠাঁই দিতে পারে
#লালন

লালন স্মরণোৎসব- ২০২৫
27/09/2025

লালন স্মরণোৎসব- ২০২৫

আল্লাহ তুই দে‌হিস
27/09/2025

আল্লাহ তুই দে‌হিস

মা হতে চলেছেন আমাদের সবার প্রিয় সংগীত শিল্পী নিতু বালা। ইতিমধ্যে তিনি তার ফেসবুক পেজে বেবি বাম্পের একাধিক ছবি প্রকাশ করে...
27/09/2025

মা হতে চলেছেন আমাদের সবার প্রিয় সংগীত শিল্পী নিতু বালা। ইতিমধ্যে তিনি তার ফেসবুক পেজে বেবি বাম্পের একাধিক ছবি প্রকাশ করেছেন।

এই সুন্দর চেহারার ছেলেটি আমাদের একটি পোস্টে কমেন্ট করেছেন। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলায়। 🤣(আমাদের এই পোস্টটি দ...
27/09/2025

এই সুন্দর চেহারার ছেলেটি আমাদের একটি পোস্টে কমেন্ট করেছেন। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলায়। 🤣

(আমাদের এই পোস্টটি দেওয়ার পরপরই সে তার কমেন্টসটি ডিলিট করেছে)

Address

Kumarkhali, Kustia
Kumarkhali
7010

Alerts

Be the first to know and let us send you an email when মনের মানুষ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share