মনের মানুষ

মনের মানুষ মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে বিশ্ববাসীর নিকট ফকির লালন সাঁইজির বাণী প্রচার করার লক্ষ্যে পরিচালিত।

26/10/2025

লালন সাঁইজির দরবারে রূপ দেখে ছবি আঁকছেন এক প্রতিভাবান শিল্পী।

বিয়ারিং প্যাড খুলে মানুষের মাথায় পড়বে কেন?আমরা সবাই জানি মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে মাথায় পড়ে একজন পথচারী নিহত হ...
26/10/2025

বিয়ারিং প্যাড খুলে মানুষের মাথায় পড়বে কেন?
আমরা সবাই জানি মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে মাথায় পড়ে একজন পথচারী নিহত হয়েছেন। মেট্রোরেলের নিচ দিয়ে প্রতিদিন প্রচুর মানুষকে চলাচল করতে হয়। তাহলে তো সবাই ওই একই মৃত্যু ঝুকির মধ্যে থেকে চলাচল করছি। তাহলে প্রতিটি বিয়ারিং প্যাডের নিচেই নিরাপত্তা বলয় তৈরি করতে হবে। যাতে কখনও ওটা খুলে মানুষের মাথায় না পড়ে। আর কাউকে যেন এভাবে মৃত্যু বরণ করতে না হয়।

এভাবেই অনলাইন প্লাটফর্মে ধ*র্মীয় বি*দ্বেষ ছড়ানোর চেষ্টা করছে বাংলাদেশের খাট মোল্লারা। তারা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সং...
26/10/2025

এভাবেই অনলাইন প্লাটফর্মে ধ*র্মীয় বি*দ্বেষ ছড়ানোর চেষ্টা করছে বাংলাদেশের খাট মোল্লারা। তারা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ- ইসকনকে নিয়ে নানানভাবে ট্রল করছে। এটা ধ*র্মীয় বি*দ্বেষ ছড়ানোর অপ*কৌশল ছাড়া আর কিছুই নয়।

বাংলাদেশের বিখ্যাত দুই কিংবদন্তি শিল্পী- প্রয়াত এন্ড্রকিশোর ও কনকচাঁপা।
26/10/2025

বাংলাদেশের বিখ্যাত দুই কিংবদন্তি শিল্পী- প্রয়াত এন্ড্রকিশোর ও কনকচাঁপা।

গতকালকে একটি প্রতিবাদ মিছিলে টুপি পড়া অ*স্ত্রহাতে একজন সন্ত্রা*সীকে প্রকাশ্যে দেখা গেল। পরে অবশ্য বলা হয়েছে তাকে গ্রেফ*ত...
26/10/2025

গতকালকে একটি প্রতিবাদ মিছিলে টুপি পড়া অ*স্ত্রহাতে একজন সন্ত্রা*সীকে প্রকাশ্যে দেখা গেল। পরে অবশ্য বলা হয়েছে তাকে গ্রেফ*তার করা হয়েছে এবং তার হাতের অ*স্ত্রটি ছিলো ডামি অ*স্ত্র। ডামি অ*স্ত্র নিয়ে সন্ত্রা*সীরা মিছিলে এসেছে বিশ্বাস হয় না।

সন্ত্রা*সী হামলার পর লালন শিল্পী রতন শাহ হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবা...
26/10/2025

সন্ত্রা*সী হামলার পর লালন শিল্পী রতন শাহ হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবাই লালন শিল্পী রতন শাহ এর জন্য দোয়া করবেন।

মধুর দেল দরিয়ায় ডুবে করো ফকিরি।ছাড় ফিকিরি করো ফকিরি দিন হলো আখেরি।।খোদার তখত বান্দার দেল যথাকোরানে বলেছেন আপে খোদ খোদায়।...
26/10/2025

মধুর দেল দরিয়ায় ডুবে করো ফকিরি।
ছাড় ফিকিরি করো ফকিরি দিন হলো আখেরি।।
খোদার তখত বান্দার দেল যথা
কোরানে বলেছেন আপে খোদ খোদায়।
আজাজিলের পর হলো খাতা
না বুঝে দেল গভীরি।।
জানতে হয় সে দেলের চৌদ্দ ঘর
আঠারো মোকাম চারিতে বিচার।
লা মোকামে তাহার উপর
মাওলার নিজ আসন সেই পুরী।।
দেলদরিয়ায় ডুবারু যেজন হয়
আলখানার ভেধ সেহি জানতে পায়।
আলে আজব কাম দ্বিদলে বারাম
ফকির লালন খোঁজে বাহিরই।।
#লালন

25/10/2025
বাংলাদেশের মেইন স্ট্রীমের বড় বড় পত্রিকা লালন শিল্পী রতন শাহ এর উপর সন্ত্রা*সী হামলার নিউজ কাভারেজ করেছে।  লিংক দিলাম কমে...
25/10/2025

বাংলাদেশের মেইন স্ট্রীমের বড় বড় পত্রিকা লালন শিল্পী রতন শাহ এর উপর সন্ত্রা*সী হামলার নিউজ কাভারেজ করেছে।

লিংক দিলাম কমেন্টে:-

আসলেই কি এটা রাসুলের জুতা মোবারক?ফেসবুকে প্রায়ই দেখা যায় এই ছবিটা। সেখানে লেখা থাকে নবিজির জুতা মোবারক। কেউ লাইক না দিয়ে...
25/10/2025

আসলেই কি এটা রাসুলের জুতা মোবারক?
ফেসবুকে প্রায়ই দেখা যায় এই ছবিটা। সেখানে লেখা থাকে নবিজির জুতা মোবারক। কেউ লাইক না দিয়ে যাবেন না। আসলেই কি এটা রাসুলের জুতা মোবারক? এক কথায় না। এই ছবিটা এআই দিয়ে তৈরি করে কেউ একজন রাসুলের জুতা নাম দিয়ে ভিউ ব্যবসা করছেন। যারা লাইক দিচ্ছেন তারা হওয়তো সওয়াবের আশাও করছেন। কিন্তু আসল ঘটনা তো ভিন্ন। বরং যারা এই কাজ করছে তারাতো তাদের ঈমান হারাচ্ছেন। সুতরাং লাইক দেওয়ার আগে আবেগী না হয়ে সত্য জেনে লাইক কমেন্ট করুন।

লালন শিল্পী রতন শাহকে যেভাবে উপুর্যুপরি ছু*রিকাঘাত করা হয়েছে তাতে নিশ্চিত হওয়া যায় রতন শাহকে হ*ত্যার চেষ্টা চালিয়েছে দুর...
25/10/2025

লালন শিল্পী রতন শাহকে যেভাবে উপুর্যুপরি ছু*রিকাঘাত করা হয়েছে তাতে নিশ্চিত হওয়া যায় রতন শাহকে হ*ত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। গতরাত ১১টার দিকে লালন আখড়া থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে তার উপর এই নারকীয় হ*ত্যা চেষ্টা চলানো হয়। কুষ্টিয়া জেলা প্রশাসন যদি অতি দ্রুত এই হ*ত্যা চেষ্টা চলানো দুর্বৃত্তদের গ্রেফতার করতে না পারেন তবে প্রত্যেকটি লালন শিল্পীর জীবন বিপন্ন হওয়ার সম্ভবানা দেখা দিবে।

Address

Kumarkhali, Kustia
Kumarkhali
7010

Alerts

Be the first to know and let us send you an email when মনের মানুষ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share