19/08/2024
আমি দেখিনি তোমায়, আমি চিনিও না, তোমায়, কিন্তু হয়তো একদিন আমাদের একটা ভাব হবে,।কথা হবে, গল্প হবে,কোনো কথা নিয়ে হাসাহাসি হবে, বুঝাপড়াও হবে🫣, তখন হয়তো অনুভূতি টাও প্রানফিরে পাবে, খুশির আত্বহারা হয়ে পড়বে, না ছুয়েও মন আনন্দে কল্পনায় চলে যাবে,😊 হ্যা হবে,। সত্যি হবে।🥰 তবে খুব কাছ থেকে যখন দেখা হবে,। তখন চোখ দুটো লজ্জায় পাপড়ি ঘুমিয়ে পড়বে,। মনে মনে কথা বলার গুনগুন শুরু হয়ে যাবে, আর গান হবে, এই পথ যদি শেষ না হয়, তবে কেমন হবে তুমি বলোতো 🥰