কুড়িগ্রামের হালচাল

কুড়িগ্রামের হালচাল কুড়িগ্রামের হালচাল তুলে ধরাই আমাদের লক্ষ্য।

08/06/2025

কুড়িগ্রাম জেলার বর্তমান হালচাল জানতে চান ? সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে চান ? তাহলে কয়েক মাস যাবৎ একটি খবর হতভম্ভ করে দিয়েছে কুড়িগ্রামবাসীকে। সেটিই আপনাদের কাছে প্রথম উপস্থাপন করি। যদিও আমরা এই ভিডিও চিত্রটি অনেক দেরীতে প্রকাশ করেছি। কারণ আমরা এই ভিডিও চিত্রের বাস্তবতা অনুসন্ধানে কাজ করেছি দীর্ঘদিন।

অনুসন্ধানী রিপোর্টে এই ভিডিওর সকল তথ্য উপাত্ত যথার্থ ও সঠিক হিসাবে প্রমানীত হয়েছে। সংশ্লিষ্ঠ দপ্তর গুলোতে অনুসন্ধান চালিয়ে আমরা এর বাস্তবতা ও বস্তুনিষ্ঠতার প্রমান পেয়েছি। এখন সংশ্লিষ্ঠ কতৃপক্ষ অর্থাৎ রাষ্ট্র ও বিএনপি সিদ্ধান্ত গ্রহণ করবে এই নির্ভেজাল সংবাদ তথ্যের ভিত্তিতে কি পদক্ষেপ গ্রহণ করবে ? আসুন ৬ মিনিটের এই ভিডিওটি উপভোগ করুন। কি অদ্ভুত পিঠের উঠেছে স্বদেশ !

08.06.2025

কুড়িগ্রাম জেলার বর্তমান হালচাল জানতে চান ? সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে চান ? এই পেজের সংগেই থাকুন। আজ থেকে পেয়ে যাবে...
08/06/2025

কুড়িগ্রাম জেলার বর্তমান হালচাল জানতে চান ? সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে চান ? এই পেজের সংগেই থাকুন।

আজ থেকে পেয়ে যাবেন কুড়িগ্রাম জেলার সব খবরাখবর। লিংক ওপেন করে পেজটিতে লাইক দিন প্লিজ।

https://www.facebook.com/krmhulchul

কুড়িগ্রাম জেলার বর্তমান রাজনীতির হালচাল জানতে চান ? সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে চান ? এই পেজের সংগেই থাকুন। আজ থেকে ...
08/06/2025

কুড়িগ্রাম জেলার বর্তমান রাজনীতির হালচাল জানতে চান ? সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে চান ? এই পেজের সংগেই থাকুন।

আজ থেকে পেয়ে যাবেন কুড়িগ্রাম জেলার সব খবরাখবর। লিংক ওপেন করে পেজটিতে লাইক দিন প্লিজ।

https://www.facebook.com/krmhulchul

11/10/2023

কুড়িগ্রাম জেলার বিএনপির বর্তমান রাজনীতির হালচাল জানতে চান ? সর্বশেষ আপডেট জানতে চান ? এই পেজের সংগেই থাকুন। আজ থেকে পেয়ে যাবেন কুড়িগ্রাম জেলা বিএনপির সব খবরাখবর।

01/10/2023

ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় ৯ জনকে অভিযুক্ত করে...

01/10/2023

এই সিজনে মানে ফলে এমেরিকায় প্রচুর পাম্পকিন,মিষ্টি কুমড়া পাওয়া যায় এবং ফলের আরেক নাম পাতা ঝড়ার মৌসুম। তবে এর আরো এক...

01/10/2023

ফেব্রুয়ারি মাস,আমেরিকার ম্যাসেচুসেটস এষ্টেটস, শহরের নাম উষ্টার। পুরা শহরটা সেই সময় তুষার পাতের জন্য বরফে ঢেকে ...

জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশে নির্বাচন দাবি : শান্তিরক্ষী বাহিনী মোতায়েনেরও আহ্বান। ---------------------------------...
28/07/2023

জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশে নির্বাচন দাবি : শান্তিরক্ষী বাহিনী মোতায়েনেরও আহ্বান।
----------------------------------------------------------------
খবরটার মধ্যে ভিন্নতর বোধ হয় কিছু আছে। তা না হলে এভাবে দৃষ্টি আকর্ষণ করল কেন ? খবরটার মাজেজা কি ? খবরটি পত্রিকার অনলাইন ভার্সনে পড়ে পররাষ্ট্র রাজনীতি বিষয়ে বেশ অভিজ্ঞ একজনকে কল দিলাম। প্রসঙ্গটি আমার কাছে শোনামাত্রই অভিজ্ঞজন জানাল, নিউজটি সব মিডিয়াই প্রায় কভার করেছে। নিউজটি আমি পড়েছি। এ সম্পর্কে আমার মতামত পরিষ্কার।

কি মতামত ? জানতে চাইলাম। অভিজ্ঞ সুধীজন জানালেন, জাতি সংঘের কাজই তো এটি। আমাদের সেনাবাহিনী, পুলিশ বাহিনী ও অন্যান্য বাহিনীগুলো গুলো যুগের পর যুগ জাতিসংঘের অধীনে শান্তি রক্ষার কাজে অংশগ্রহণ করে আসছে। সেক্ষেত্রে বাংলাদেশে শান্তি বিঘ্নিত হলে হোস্ট কান্ট্রি হিসাবে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করা জাতিসংঘের একটি কৃতজ্ঞতা ও মূল্যবোধের সিদ্ধান্ত হবে। আজকে প্রকাশিত সংবাদটি তিনি পরিষ্কারভাবে তুলে ধরলেন আমার কাছে।

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তত্ত্বাবধান ও পরিচালনার জন্য বিশ্বের বিভিন্ন নিরপেক্ষ রাষ্ট্র ও জাতিসঙ্ঘের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ১৪ কংগ্রেসম্যান। পাশাপাশি শান্তিরক্ষী বাহিনী মোতায়েনেরও আহ্বান জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার ওই কংগ্রেসম্যানরা জাতিসঙ্ঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ডকে লেখা এক চিঠিতে এ আহ্বান জানান। তারা এমন সময় এ চিঠিটি দিলেন যখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১১টা ৬ মিনিটে কংগ্রেসম্যান বব গুড টুইটারে এ সংক্রান্ত একটি পোস্ট দেন। সেখানে তিনি বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের জনগণের প্রাপ্য। আমি ১৩ সহকর্মীকে সাথে নিয়ে জাতিসঙ্ঘে যুক্তরাষ্ট্রের দূতের কাছে চিঠি পাঠিয়ে শান্তিপূর্ণ উপায়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের সহিংসতার বিষয়ে উদ্বেগ জানিয়েছি।’

বব গুড হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসের শিক্ষা ও শ্রমশক্তিবিষয়ক কমিটির সদস্য। একই সঙ্গে তিনি হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসে বাজেটবিষয়ক কমিটি এবং ফ্রিডম ককাসের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি ছাড়া চিঠিতে স্বাক্ষরকারী অন্য কংগ্রেসম্যানরা হলেন- অ্যানা পলিনা-লুনা, র‌্যালফ নরম্যান, স্কট পেরি, যশ ব্রেচেন, অ্যান্ড্রু ক্লেড, এইলি ক্রেইন, পল এ গসার, রনি এল জ্যাকসন, ব্রেইন বেবিন, করি মিলস, ডোগ লামাফা, র‌্যান্ডি ওয়েবার ও গ্রেন গ্রোথম্যান।

বাংলাদেশের বিষয়ে চলতি বছরের ২৫ মে অপর পাঁচ কংগ্রেসম্যানকে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি পাঠিয়েছিলেন বব গুড। ওই চিঠিসহ একটি বিবৃতি নিজের অফিশিয়াল ওয়েবসাইটে ২ জুন প্রকাশ করেছিলেন তিনি। চিঠিতে স্বাক্ষরকারী অন্য কংগ্রেস সদস্যরা ছিলেন স্কট পেরি, ব্যারি মুর, টিম বারচেট, ওয়ারেন ডেভিডসন ও কিথ সেলফ। তারা সবাই বিরোধী রিপাবলিকান পার্টির সদস্য।

চিঠিতে বাংলাদেশকে অবাধ নির্বাচনের সর্বোত্তম সুযোগ করে দেয়ার জন্য কঠোর ব্যক্তিগত নিষেধাজ্ঞা, বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা এবং সেনাদের জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ নিষিদ্ধসহ যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছিল।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, ফ্রিডম হাউস ও জাতিসঙ্ঘের প্রতিবেদনের প্রসঙ্গ টেনে কংগ্রেস সদস্যরা চিঠিতে বাংলাদেশে ‘গণতান্ত্রিক ব্যবস্থাকে ক্রমাগত প্রত্যাখ্যান করে আসা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, সংখ্যালঘুদের ওপর নিপীড়ন, বাকস্বাধীনতার জায়গা সংকুচিত হয়ে আসা এবং শান্তিপূর্ণ উপায়ে বিক্ষোভ প্রদর্শনকারীদের ওপর হামলার’ কথা বলেছিলেন।

তথ্যঃ সংবাদ বর্ণনাটি দৈনিক নয়াদিগন্তের আজকের অনলাইন ভার্সন থেকে।

- লুৎফর রহমান।

২৮.০৭.২০২৩/রাত ১১.২৫

11/07/2023

আসছি খুব সহসাই। নতুন কিছু নিয়ে।

19/04/2023

''আমরা বাজলা'র সন্তান'' নামক সংগঠনটির ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গেই থাকুন। লিংকটি ওপেন করে পেজে লাইক দিন প্লিজ। ধন্যবাদ।

https://www.facebook.com/sobazla

https://www.facebook.com/ritaroymithu

রিজভী ভাইয়ের মুক্তি চাই।
12/12/2022

রিজভী ভাইয়ের মুক্তি চাই।

Address

Kurigram
Kurigaon
5600

Website

Alerts

Be the first to know and let us send you an email when কুড়িগ্রামের হালচাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কুড়িগ্রামের হালচাল:

Share