Abdul Akher Khandoker

Abdul Akher Khandoker আমার এ ঘর ভাঙিয়াছে যেবা,
আমি বাঁধি তার ঘর!
আপন করিতে কাঁদিয়া বেড়াই,
যে মোরে করেছে পর।।

23/11/2025

দেশদ্রোহীদের সাহস দেখছেন...!

22/11/2025

জামাতিদের নামাজ। ঈমাম পিছনে, মুসল্লী সামনে..🥴

প্রত্যাবর্তন শুভ হোক শ্রদ্ধেয় Bilkis Jahan shireen apa...❤️
22/11/2025

প্রত্যাবর্তন শুভ হোক শ্রদ্ধেয় Bilkis Jahan shireen apa...❤️

নোংরামি কোন পর্যায়ে নিয়ে গেছে গাঁজ্জুটি পাটোয়ারি গং দেখছেন।
20/11/2025

নোংরামি কোন পর্যায়ে নিয়ে গেছে গাঁজ্জুটি পাটোয়ারি গং দেখছেন।

শুভ জন্মদিন লিডার 💗💗🎋
20/11/2025

শুভ জন্মদিন লিডার 💗💗🎋

26/10/2025

কোর্টে জেরা চলছে।

উকিল সাহেব ডাক্তারকেঃ আচ্ছা পোষ্টমর্টেম শুরু করার আগে কি লোকটির নাড়ি টিপে দেখেছিলেন?
ডাক্তারঃ না।

- লোকটির রক্তচাপ দেখেছিলেন?
- না।

- লোকটি নি:শ্বাস নিচ্ছে কি না খেয়াল করেছিলেন?
- না

- তা হলে এটা কি সম্ভব নয় যে পোষ্টমর্টেম করার সময় লোকটি জীবিত ছিল?
- না।

- কি করে আপনি নিশ্চিত হলেন?
- কারণ লোকটার মাথার ঘিলু আমার সামনে বোতলে ছিলো।

- কিন্তু তবুওতো লোকটি বেঁচে থাকতে পারে, পারে না?
- ডাক্তার দাঁত-মুখ খিঁচে বললেন, এখন মনে হচ্ছে পারে। অবশ্যই পারে। এবং বেঁচে থেকে সে কোথাও ওকালতি করছে এই মুহুর্তে।

একটি দলের সমর্থকদের সাথে তর্ক করতে গিয়ে আমার এই পুরোনো কৌতুকটি মনে পড়ে গেলো।

Elora Zaman আপা,

ইনশাআল্লাহ
26/10/2025

ইনশাআল্লাহ

Md Abdus Salam ভাইয়ের লেখাটি পড়ুন ভালো লাগবে।মোটিভেশনাল স্পিকার চান?তারেক রহমানকে বসিয়ে দিন।পতনের অতল গহ্বরে তিনি নিজে প...
26/10/2025

Md Abdus Salam ভাইয়ের লেখাটি পড়ুন ভালো লাগবে।

মোটিভেশনাল স্পিকার চান?
তারেক রহমানকে বসিয়ে দিন।

পতনের অতল গহ্বরে তিনি নিজে পড়েছিলেন।
দলও পড়েছিল।
দেশও হোঁচট খেয়েছিল।

তার বিরুদ্ধে ডিজিএফআই যে চটি লেখা মিডিয়ায় পাঠাত, সাংবাদিক নামধারী অনেক ইতর ভয়ে কিংবা সুবিধা পাওয়ার আশায় ছাপাতো।

আজ মানবজমিনের মতি সৎ সাংবাদিকতার বড় বড় বুলি আওড়ান। অথচ তার "জনতার চোখে" সাপ্তাহিকেও ডিজিএফআইয়ের অশ্লীল গল্প ছেপে তারেক রহমানের চরিত্রহনন করেছিল।

বিএনপি ক্ষমতায় এলে এরাই আবার “হাসিনার আমলে নির্যাতিত” বলে সুবিধা নিতে চাইবে। অথচ প্রথম আলোর মতি-মাহফুজদের চেয়ে মানবজমিনের মতি কম ছিলেন না ১/১১-র সময়।

,১/১১ এর সেই অন্ধকারের সময়, তারেক রহমানের নানী মারা গেলেন।
শেষ দেখা দেখতে প্যারোলে তাঁকে ক্যান্টনমেন্টের বাসায় আনা হয়।
সরকার নিরাপত্তার অজুহাতে দুই ভাই তারেক ও কোকো কে আলাদা করে আনে।
এক ভাই আরেক ভাইকে দেখতে পারেননি।
নানীর মৃত্যুশোকও একসাথে ভাগ করতে পারেননি।

শোকে মুহ্যমান তারেক রহমান জিজ্ঞেস করেছিলেন, “কোকো কোথায়?”
একজন কর্মকর্তা বলেছিলেন, “নিরাপত্তার কারণে দুজনকে একসাথে আনা হয়নি।”
তখন তারেক রহমান স্তব্ধ হয়ে বলেছিলেন —
“দেশের জন্য আমাদের পরিবারের এত অবদান, আজ আমরাই দেশের জন্য নিরাপত্তার হুমকি হয়ে গেলাম!”

ভাবুন তো — এত অপমান, এত অপবাদ, জনপ্রিয়তার শীর্ষ থেকে পতন,
মিডিয়া, সিভিল সোসাইটি, পথে-ঘাটে সংগঠিতভাবে ভিলেন বানানোর পর কয়জন মানুষ মানসিকভাবে সুস্থ থাকতে পারে?
কয়জন আবার উঠে দাঁড়িয়ে পজিটিভভাবে চিন্তা করতে পারে?

তারেক রহমান পেরেছেন।
তার চেয়ে বড় মোটিভেশনাল স্পিকার আর কে হতে পারে!

গতকাল শিশুদের সঙ্গে তাঁর প্রশ্নোত্তর পর্ব দেখলাম।
আমরা যারা তাকে ফলো করি বা যারা তাঁকে চেনেন, তাদের জন্য এটা অবাক হওয়ার কিছু নয়, এটাই তারেক রহমান।

তার মধ্যে মানুষের সঙ্গে কানেক্ট হওয়ার এক সহজাত, সম্মানজনক বৈশিষ্ট্য আছে।
তাকে একসাথে আপনি যেমন শ্রদ্ধা করবেন, তেমনি মনে হবে, তিনি আপনার পাশের ঘরের বড় ভাই, বাবা বা ছেলে।
তাঁর ব্যবহারে সম্মান নিজে থেকেই জন্ম নেয়,
আবার সেই সম্মানের ভিতর থেকেও কথা বলার স্বাধীনতা থাকে।
এই গুণটা বড় নেতাদের মধ্যে খুবই বিরল।

আমি ব্যক্তিগতভাবে, চাইবো তারেক রহমান স্কুলের শিশুদের, কলেজের তরুণদের, বিশ্ববিদ্যালয়ের যুবকদের, কৃষক-শ্রমিকদের, আলেমদের, সংখ্যালঘু ও বিভিন্ন বিষয়ের কমিউনিটির লিডারদের সঙ্গে এমন নিয়মিত যোগাযোগ রাখুন।

প্রতি ১৫ দিন পর একেক গ্রুপ নিয়ে দেড়-দুই ঘণ্টার ওপেন ভিডিও সেশন করতে পারেন তিনি।

মানুষ এমন এক নেতার জন্য যুগের পর যুগ অপেক্ষা করেছে —
যে শুনবে,
আশার কথা মানুষকে বলবে,উদ্দীপ্ত করবে
বিনয়ী হবে,
সম্মান দেবে,
এবং নিজেও সম্মানিত হবে।

এই অভাগা দেশের জন্য তারেক রহমানকে দরকার অনেক বছর। তার সুস্থ ও দীর্ঘ হায়াতের জন্য দোয়া করি।

এনারা ইসলাম প্রচার করছে নাকি ভন্ডামি করছে??
26/10/2025

এনারা ইসলাম প্রচার করছে নাকি ভন্ডামি করছে??

গৌরব, ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৭ তম প্রতিষ্ঠা সফল হোক সার্থক হোক।
26/10/2025

গৌরব, ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৭ তম প্রতিষ্ঠা সফল হোক সার্থক হোক।

বাংলাদেশি আমরা বরাবরই দুর্ভাগা! কারণ আমাদের দেশে আমরা বাটপাড় চিনতে দেরি করি। পিনাকী বাটপাড়টা যে শাপলাচত্বর গণহত্যা এবং শ...
26/10/2025

বাংলাদেশি আমরা বরাবরই দুর্ভাগা! কারণ আমাদের দেশে আমরা বাটপাড় চিনতে দেরি করি। পিনাকী বাটপাড়টা যে শাপলাচত্বর গণহত্যা এবং শাহবাগে ফাঁসি চাই আন্দোলনের অন্যতম মাস্টারমাইন্ড তা আমরা ভুলেই গেছি!

লেংটা সুলেমান নামে পরিচিত গরীবের চে গ্যুয়েভরা ওরফে তিনিঞ্চি পিনাকী ভদকাশচর্যের বাটপাড়িটা আপনেরা খেয়াল করেনঃ (কমেন্ট বক্সে ভিডিও লিংক দেখুন)

#ল্যাংটাসোলায়মান এর দূর্নীতির প্রমান আমাদের হাতে এসে পৌঁছে গত সপ্তাহে। প্রমান ডাবল চেক করতে একটু সময় লেগে গেল।

২২ মার্চে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজ ফ্রান্সে যান। সেখানে পিনাকী ভট্টাচার্যের সাথে তার দেখা হয়। দু'জনের দীর্ঘ আলাপ হয়।

এজাজ দেশে আসেন। আসার পর কালো তালিকাভূক্ত মাইশা কন্সট্রাকশন কোম্পানিকে অবৈধভাবে ৪ কোটি ৩ লাখ টাকার কাজ দেওয়া হয়। এই কোম্পানিটা প্রয়াত আওয়ামী লীগের এমপি আসলামুল হকের। বর্তমানে দায়িত্বে আছেন গোলাম কবীর দিনার। মিরপুরের বাসিন্দা গোলাম কবীর দিনার অবৈধভাবে ৪ কোটি ৩ লাখ টাকার প্রজেক্টটা পান। প্রজেক্টের স্থানঃ মনিপুর মোল্লাপাড়া। এটা সেই স্থান যেখানে পিনাকীর স্ত্রী এবং সন্তান বসবাস করে/করতো। অবৈধভাবে প্রজেক্ট পাওয়া গোলাম কবীর দিনার আর কেউ নয়, তিনি পিনাকীর শালা। পুরো প্রক্রিয়ার সাথে জড়িত ঢাকা উত্তরের প্রশাসক এজাজ, পিনাকীর শ্যালক গোলাম কবীর দিনার এবং পিনাকী নিজে।

FYI: পিনাকি'র স্ত্রী মুসলিম পরিবারার কন্যা। নাম ড. আঞ্জুমান।

কৃতজ্ঞতাঃ Md M Rashed ভাই

26/10/2025

তারা এভাবেই হু*মকি দিয়ে মওদুদের ইসলাম কায়েম করতে চায়।

Address

Kurigaon

Alerts

Be the first to know and let us send you an email when Abdul Akher Khandoker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abdul Akher Khandoker:

Share