Vincent Gogol

Vincent Gogol [ধন্যবাদ নয়। পারলে উপকারের বিনিময়ে উপকার]

ডানপাশের ছেলেটার নাম সালমান। সাদিককে প্রটোকল দিচ্ছে, বাইক দিয়ে ঘুরাচ্ছে। কর্মী হয়ে আনুগত্য নেতার আনুগত্য করে যাচ্ছে।তাকে...
12/09/2025

ডানপাশের ছেলেটার নাম সালমান। সাদিককে প্রটোকল দিচ্ছে, বাইক দিয়ে ঘুরাচ্ছে। কর্মী হয়ে আনুগত্য নেতার আনুগত্য করে যাচ্ছে।

তাকে অনেকে চিনেন "কাসিদা" এর ভোকাল হিসেবে। তার পিতার নাম মিয়া গোলাম পরোয়ার। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল।

ডাকসু নির্বাচনে বাপের ক্ষমতা কাজে লাগিয়ে শিবির প্যানেলে নির্বাচন করতে পারতেন। কিন্তু শিবিরে বাপের পরিচয়ে কেউ নেতা হতে পারে না।

শুধু একবার চিন্তা করেন তো! বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের ছেলে ছাত্রদলের ভিপি পদপ্রার্থী আবিদের রাজনীতি করতেছে, আবিদকে প্রটোকল দিচ্ছে। চিন্তা করতে পারবেন?

শিবির এখানেই ব্যতিক্রম।

09/09/2025

বাপ-মা প্রদত্ত জ্ঞানের অভাব। জন্ম যেভাবে, ব্যবহার তেমনই—

ভোট শুরুর মাত্র দুই ঘন্টা।বাকী সময় পর্যন্ত দেখা যাক....।এই ডাকসুর আচরণবিধির প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে প্রার্থীরা যেন ম...
09/09/2025

ভোট শুরুর মাত্র দুই ঘন্টা।
বাকী সময় পর্যন্ত দেখা যাক....।

এই ডাকসুর আচরণবিধির প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে প্রার্থীরা যেন মনে রাখে।

সাদিক কায়েম দোয়া করে ঝুমার লইগ্যা; ঝুমা দোয়া করে সাদিক কায়েমের লাইগ্যা। ব্যাপার কি—
09/09/2025

সাদিক কায়েম দোয়া করে ঝুমার লইগ্যা; ঝুমা দোয়া করে সাদিক কায়েমের লাইগ্যা। ব্যাপার কি—

পোঙ্গা মারার দল নিজের নেত্রীকেও মানে না—
08/09/2025

পোঙ্গা মারার দল নিজের নেত্রীকেও মানে না—

07/09/2025

ছাঁদে উঠে চাঁদ দেখতে গিয়ে সিঁড়ি থেকে পরে এক যুবকের মৃত্যু!😭

বিস্তারিত কমেন্টে।

07/09/2025

যারা জানেন না, তাদের স্বার্থে...
👉 স্বাভাবিকভাবে চাঁদ নিজ আলো দেয় না, বরং সূর্যের আলো প্রতিফলিত করে জ্বলে ওঠে।
👉 কিন্তু গ্রহণের সময় পৃথিবী সূর্যের আলো চাঁদের উপর পড়তে বাধা দেয়।
👉 তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, আর সেটাকেই আমরা চন্দ্রগ্রহণ হিসেবে দেখি।

ভিপি পদে আবিদ ভাইটিএসসিতে মধু খাই—
07/09/2025

ভিপি পদে আবিদ ভাই
টিএসসিতে মধু খাই—

ছাত্রদলের ডাকসু ভিপি প্রার্থী আবিদের শেষ ভরসা ❝পাকিস্তান❞।
07/09/2025

ছাত্রদলের ডাকসু ভিপি প্রার্থী আবিদের শেষ ভরসা ❝পাকিস্তান❞।

শিবিরের প্যানেলের বোরকা পরিহিতা নারী প্রার্থীদের কালো বাদুর বলা মহিউদ্দিনের পোস্ট শেয়ার দিয়েছে ছাত্রদলের রাকিব। এই মহিউদ...
07/09/2025

শিবিরের প্যানেলের বোরকা পরিহিতা নারী প্রার্থীদের কালো বাদুর বলা মহিউদ্দিনের পোস্ট শেয়ার দিয়েছে ছাত্রদলের রাকিব।

এই মহিউদ্দিনের প্রোফাইল যদি ঘেঁটে দেখেন একের পর এক উগ্র ইসলামবি-দ্বে-ষী, জোনোফোবিক কথায় ভরা। এই মহিউদ্দিন আসলে বোরকা পরা সব মুসলমান মেয়েদেরই কাল বাদুর বলেছে।

বিএনপি ইন্টালেকচুয়ালি কি পরিমান দেউলিয়া হয়ে গেছে যে বোরকা পরিহিতা মুসলমান মেয়েদের কালো বাদুর বলা এক নিকৃষ্ট জেনোফোবিকের কাছে বুদ্ধি ভিক্ষা করতে হচ্ছে...

06/09/2025

যে ৩ টি কথা লোকসমাজে প্রকাশ করবেন না—

১. নিজের দূর্বলতা
২. অর্থনৈতিক অবস্থা
৩. ঘরের ভেতরের কথা
>মাহমুদ বিন নুর

কাদেরের পাছা আর মুখ কি এক ?
05/09/2025

কাদেরের পাছা আর মুখ কি এক ?

Address

Kurigaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vincent Gogol posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share