23/06/2025
🆕 ফেসবুকের নতুন ফিচারঃ “Copyright Check” 🔍
ফেসবুক এখন আরও এক ধাপ এগিয়ে!
কনটেন্ট ক্রিয়েটর ও ব্যবসায়ীদের জন্য এনেছে Copyright Check নামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকরী ফিচার ✅
⸻
📌 এই ফিচার কী কাজ করে?
“Copyright Check” মূলত ভিডিও, অডিও বা অন্য কোনো কনটেন্ট ফেসবুকে পোস্ট করার আগে চেক করে দেয় – সেটিতে কোনো কপিরাইট লঙ্ঘন আছে কি না।
⸻
🔢 কিভাবে কাজ করে?
১. আপনি যখন কোনো ভিডিও বা অডিও পোস্ট করতে যাবেন,
২. ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে সেটি স্ক্যান করবে
৩. যদি কপিরাইটযুক্ত কোনো মিউজিক বা কনটেন্ট থাকে, তা জানিয়ে দেবে
৪. চাইলে আপনি তখনই পরিবর্তন করতে পারবেন
৫. এতে আপনার কন্টেন্ট নিরাপদ থাকবে এবং রিচ কমে যাওয়ার ভয় থাকবে না
⸻
🎯 কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন?
১. ভিডিও কনটেন্ট ক্রিয়েটর 🎥
২. বিজনেস/ব্র্যান্ড পেইজ 🏪
৩. নিউজ বা মিডিয়া পেইজ 🗞️
৪. যে কেউ যাদের অরিজিনাল অডিও-ভিডিও কনটেন্ট থাকে
⸻
✅ ফিচারটির উপকারিতাঃ
১. কপিরাইট স্ট্রাইক থেকে রক্ষা
২. কন্টেন্ট মনিটাইজেশনে কোনো বাধা থাকে না
৩. পেইজের নিরাপত্তা ও রিচ বজায় রাখা সহজ হয়
৪. কনটেন্ট ব্লক বা রিমুভ হওয়ার সম্ভাবনা কমে যায়
⸻
📣 আপনি কি ইতোমধ্যে এই ফিচারটি দেখেছেন বা ব্যবহার করেছেন? নিচে কমেন্টে জানিয়ে দিন!
📤 আপনার পরিচিত কনটেন্ট ক্রিয়েটর বা ব্যবসায়ী বন্ধুদের সাথে শেয়ার করে দিন – এটা তাদেরও কাজে লাগবে।