Reels with Likhon

Reels with Likhon "Spread love everywhere you go” 💚
𝐁𝐆: 𝐀𝐁+(𝐯𝐞) | 𝟏𝟎𝐭𝐡 𝐀𝐔𝐆'𝟐𝟑

07/08/2025

নির্ঘুম রাত 😣

04/08/2025

উত্তরা মেট্রো স্টেশন থেকে সরাসরি 🔴

04/08/2025

উত্তরা মেট্রো স্টেশন থেকে

31/07/2025
ছোট ছোট বাচ্চা গুলোর জন্য সবাই দোয়া করেন। আল্লাহ যেন ক্ষতির পরিমাণ কমায় দেন। সকল পরিবারকে ধৈর্য্য ধরার তৌফিক দেন। 🤲🕋
21/07/2025

ছোট ছোট বাচ্চা গুলোর জন্য সবাই দোয়া করেন। আল্লাহ যেন ক্ষতির পরিমাণ কমায় দেন। সকল পরিবারকে ধৈর্য্য ধরার তৌফিক দেন। 🤲🕋

17/07/2025

খারাপ সময় তোমাকে সবচেয়ে বেশি শেখাবে। 🌑

🆕 ফেসবুকের নতুন ফিচারঃ “Copyright Check” 🔍ফেসবুক এখন আরও এক ধাপ এগিয়ে!কনটেন্ট ক্রিয়েটর ও ব্যবসায়ীদের জন্য এনেছে Copyr...
23/06/2025

🆕 ফেসবুকের নতুন ফিচারঃ “Copyright Check” 🔍

ফেসবুক এখন আরও এক ধাপ এগিয়ে!
কনটেন্ট ক্রিয়েটর ও ব্যবসায়ীদের জন্য এনেছে Copyright Check নামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকরী ফিচার ✅



📌 এই ফিচার কী কাজ করে?

“Copyright Check” মূলত ভিডিও, অডিও বা অন্য কোনো কনটেন্ট ফেসবুকে পোস্ট করার আগে চেক করে দেয় – সেটিতে কোনো কপিরাইট লঙ্ঘন আছে কি না।



🔢 কিভাবে কাজ করে?

১. আপনি যখন কোনো ভিডিও বা অডিও পোস্ট করতে যাবেন,
২. ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে সেটি স্ক্যান করবে
৩. যদি কপিরাইটযুক্ত কোনো মিউজিক বা কনটেন্ট থাকে, তা জানিয়ে দেবে
৪. চাইলে আপনি তখনই পরিবর্তন করতে পারবেন
৫. এতে আপনার কন্টেন্ট নিরাপদ থাকবে এবং রিচ কমে যাওয়ার ভয় থাকবে না



🎯 কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন?

১. ভিডিও কনটেন্ট ক্রিয়েটর 🎥
২. বিজনেস/ব্র্যান্ড পেইজ 🏪
৩. নিউজ বা মিডিয়া পেইজ 🗞️
৪. যে কেউ যাদের অরিজিনাল অডিও-ভিডিও কনটেন্ট থাকে



✅ ফিচারটির উপকারিতাঃ

১. কপিরাইট স্ট্রাইক থেকে রক্ষা
২. কন্টেন্ট মনিটাইজেশনে কোনো বাধা থাকে না
৩. পেইজের নিরাপত্তা ও রিচ বজায় রাখা সহজ হয়
৪. কনটেন্ট ব্লক বা রিমুভ হওয়ার সম্ভাবনা কমে যায়



📣 আপনি কি ইতোমধ্যে এই ফিচারটি দেখেছেন বা ব্যবহার করেছেন? নিচে কমেন্টে জানিয়ে দিন!

📤 আপনার পরিচিত কনটেন্ট ক্রিয়েটর বা ব্যবসায়ী বন্ধুদের সাথে শেয়ার করে দিন – এটা তাদেরও কাজে লাগবে।

আমার কাছে মনে হয়েছে প্লেয়ারদের ঠিক মতো কাজে লাগাতে পারছেন না কোচ Javier Cabrera. ২০২২ সাল থেকে তিনি এই দলটার সাথে আছেন, ...
10/06/2025

আমার কাছে মনে হয়েছে প্লেয়ারদের ঠিক মতো কাজে লাগাতে পারছেন না কোচ Javier Cabrera. ২০২২ সাল থেকে তিনি এই দলটার সাথে আছেন, এবার তাঁর ছুটির দরকার।

ফেসবুক তাদের নতুন নিয়ম জানিয়ে দিলো আমাকে। সাধারণত লিস্টে তুলনামূলক কম ফ্রেন্ড রাখার পক্ষের লোক আমি। আমার পছন্দের বাইরে...
09/06/2025

ফেসবুক তাদের নতুন নিয়ম জানিয়ে দিলো আমাকে। সাধারণত লিস্টে তুলনামূলক কম ফ্রেন্ড রাখার পক্ষের লোক আমি। আমার পছন্দের বাইরের লোকেরা ফ্রেন্ড লিস্টে জায়গা পায় না। বরং অনেকে ফলো করে রাখে। তেমনই মুহূর্তে ৩৩৪ জন ফলোয়ার আছে আমার পার্সোনাল একাউন্টে।

ফেসবুক আজকে জানিয়ে দিলো। হয় আমাকে প্রফেশনাল মুড অন করতে হবে অথবা ফলোয়ার ছাড়া শুধু মাত্র ফ্রেন্ড নিয়ে প্রোফাইল কনটিনিউ করতে হবে। ডেড লাইন হিসেবে ১৬ জুন দেয়া হয়েছে, এর মধ্যে আমি একটা সিদ্ধান্ত না নিলে তারা প্রফেশনাল মুড অন করে দেবে।

এর থেকে বোঝা গেলো ফেসবুক চাচ্ছে ফ্রেন্ড থেকে বের হয়ে সবাই আনলিমিটেড ফলোয়ারের দিকে ধাবিত হোক।

ঈদ মোবারক 🐮❤️
07/06/2025

ঈদ মোবারক 🐮❤️

আরাফার দিনে একটাই দোয়া , "হে আল্লাহ! ওই আরাফার ময়দানে দাঁড়ায় আমাদের সকলকে দোয়া করার তৌফিক দিন।" 🤲
05/06/2025

আরাফার দিনে একটাই দোয়া , "হে আল্লাহ! ওই আরাফার ময়দানে দাঁড়ায় আমাদের সকলকে দোয়া করার তৌফিক দিন।" 🤲

"শান্ত, সবুজে মোড়ানো উলিপুর রেলওয়ে স্টেশন,যেখানে সময় থেমে থাকে গ্রামের ছন্দে। 🌾🚂"
18/05/2025

"শান্ত, সবুজে মোড়ানো উলিপুর রেলওয়ে স্টেশন,
যেখানে সময় থেমে থাকে গ্রামের ছন্দে। 🌾🚂"

Address

Kurigaon
1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Reels with Likhon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category