05/02/2025
উলিপুর বইমেলা উপলক্ষে রক্তিম ফাউন্ডেশন একটি পুস্তিকা প্রকাশের উদ্যোগ নিয়েছে। পুস্তিকায় উলিপুর উপজেলার স্কুল ও কলেজের শিক্ষার্থীদের স্বরচিত ছড়া,কবিতা, গল্প, ও আঁকা ছবি প্রকাশিত হবে।
আগ্রহী শিক্ষার্থী,অভিভাবক ও প্রতিষ্ঠান প্রধান মহোদয়গণকে আগামী ১৯ ফেব্রুয়ারী'র মধ্যে লেখা ও আঁকা ছবি পাঠানোর আহ্বান রইলো।
★নিয়মাবলী-
১. লেখা ও আঁকার সঙ্গে একটি পাসপোর্ট সাইজের ছবি পাঠাতে হবে।
২.স্কুল/কলেজের নামসহ শ্রেণী উল্লেখ করতে হবে।
৩.ব্যাক্তিগত/অভিভাবকের মোবাইল নাম্বার যুক্ত করতে হবে।
লেখা ও আঁকা ছবি পাঠানোর ঠিকানা- [email protected]" rel="ugc" target="_blank">[email protected]
যোগাযোগ-০১৭৬৫০৩২৯৯৯