彡 Expert Editing Zone 彡

彡 Expert Editing Zone 彡 Please Follow us.

05/08/2024

যারা এই লুটপাট করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, সৈরাচারিরা যেমন দেশের সম্পদ পাচার করেছে, নিজেদের সৈরাচারী ক্ষমতা দিয়ে লুটেপুটে খেয়েছে। আপনার ঠিক তেমনি লুটপাট চালিয়েছে আমার দেশের সম্পদের উপর। তাহলে আপনারা সৈরাচারের থেকে কম কিসে? তারা পুরো দেশ লুটেছে। আর আপনারা পুরো সংসদ। সংসদ এর প্রতিটি জিনিস আমার আপনার টাকাই কেনা। সেই সম্পদি আপনারা লুট করছেন, ভাংচুর করেছেন। দেশপ্রেম থাকলে এমন মোটেও সম্ভব না। আমরা আজকে স্বাধীন হলেও দেশপ্রেমিক হতে পারিনি😥
দেশকে সুন্দর করতে চাইলে দেশকে ভালোবাসুন।
ধন্যবাদ।

17/07/2024

তারা রিকশা চালক হলেও মানুষ 🫡
এদেশের প্রশাসনের মত আমানুষ কু*কু*র🐕 না।🤮

#কোটা_আন্দোলন_২০২৪

17/07/2024


#কোটা_আন্দোলন_২০২৪



17/07/2024

প্রতিটি রাত যেন এক একটা ২৫শে মার্চ 😥💔

চলছে অপারেশন সার্চলাইট, ২০২৪। সরকার যুদ্ধের ঘোষণা দিয়েই মাঠে নেমেছে এবং গণহত্যা চালাইতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে।



17/07/2024

ঘুষ দিয়ে চাকুরি নেওয়া সরকারি কু*ত্তা🐕 দের
জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিচক্ষণতা থাকবে না এইটাই স্বাভাবিক।



16/07/2024

আশাকরি ১৪ কোটি রাজাকারের অভিশাপ নিয়ে ২ কোটি কোটা ধারী বা কোটার পক্ষে থাকা মানুষগুলো খুব ভালো থকবে🙂

#কোটা_সংস্কার_চাই
#বাংলাদেশ_কোটা_আন্দোলন
#কোটা_আন্দোলন_২০২৪




16/07/2024

লড়ো।
না লড়তে পারলে বলো।
না বলতে পারলে লেখো।
না লিখতে পারলে সঙ্গ দাও।
না সঙ্গ দিতে পারলে যারা এগুলো করছে তাদের মনোবল বাড়াও।
যদি তাও না পারো, যে পারছে তার মনোবল কমিও না।
কারণ, সে তোমার ভাগের লড়াই লড়ছে।
-ক্ষুদিরাম বসু

*collected*

16/07/2024

"আমি যুদ্ধ দেখিনি....................যুদ্ধ করিনি, শুনেছি ইতিহাস"
"দশক পরে জন্মেও ....................আমি হয়ে গেছি রাজাকার" 💔🫡

Address

Kushtia, Khulna Division
Kushtia

Website

Alerts

Be the first to know and let us send you an email when 彡 Expert Editing Zone 彡 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share