02/10/2025
শোক সংবাদ
গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, শ্রদ্ধেয় শিক্ষক মো. ইসমাইল হোসেন আজ দুপুর ২টা ১৮ মিনিটে প্রাগপুরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহী রাজিউন)।
মো. ইসমাইল হোসেন ১৯৭৩-১৯৭৬ সালে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরবর্তীতে ১৯৭৭ সালে তিনি ডি.জি.টি. মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক পদে যোগদান করেন এবং দীর্ঘ কর্মজীবন শেষে ২০০৬ সালে সেখান থেকে অবসর গ্রহণ করেন।
শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২০ সালে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তীতে তাঁকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ২০২৩ সালের ২৮ জানুয়ারি প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন তাঁকে এলাকার ‘নিবেদিতপ্রাণ শিক্ষক’ অভিধায় ভূষিত করে।
তার মৃত্যুতে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় পরিবারসহ সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।