BheramaraTv-24 ভেড়ামারা টিভি-২৪

BheramaraTv-24 ভেড়ামারা টিভি-২৪ BheramaraTv-24 Channel এ,সব সময় ভেড়ামারার মাটির গন্ধ পাবেন।

ভেড়ামারা সমিতি ঢাকা আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ ঢাকায় বসবাসরত ভেড়ামারাবাসীর প্রাণের সংগঠন 'ভেড়ামারা সমিতি, ঢাকা' শুক্রবার ...
12/07/2025

ভেড়ামারা সমিতি ঢাকা আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ

ঢাকায় বসবাসরত ভেড়ামারাবাসীর প্রাণের সংগঠন 'ভেড়ামারা সমিতি, ঢাকা' শুক্রবার রাতে রাজধানীর মাদানী এভিনিউয়ে সেফ'স টেবিল কোর্টসাইড মাঠে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে।

ভেড়ামারা সমিতির সভাপতি আলিম আল রাজি বাবু'র দল (PREDATORS) ও মহাসচিব এস.পি মেহেদী হাসান সুমনের দল (GLADIATORS) এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হয়।

চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে PREDATORS দল ৩-২ গোলে GLADIATORS দলকে পরাজিত করে।

25/06/2025
04/06/2025

ভেড়ামারা চাঁদগ্রাম ইউনিয়ন এর ওর্য়াড কমিটি উপলক্ষে, ভেড়ামারা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মনিরুজ্জামান রুবেল।।

25/05/2025

অধ্যাপক শহীদুল ইসলাম

ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়ন এর মিতালী ক্লাবের আয়োজনে।।রেজাউল আলম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ সিজন ১ম এর চ্যাম্পি...
10/05/2025

ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়ন এর মিতালী ক্লাবের আয়োজনে।।
রেজাউল আলম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ সিজন ১ম এর চ্যাম্পিয়ন।
অভিনন্দন জিয়া স্মৃতি ক্লাব

২০০৫ এস,এস,সি ব্যাচ ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয়।। বাঘা মসজিদে নামাজ শেষ করে লালপুর গ্রিন ভ্যালি পার্ক এর সৌন্দর্য উপভোগ...
10/05/2025

২০০৫ এস,এস,সি ব্যাচ ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয়।।
বাঘা মসজিদে নামাজ শেষ করে লালপুর গ্রিন ভ্যালি পার্ক এর সৌন্দর্য উপভোগ।।

28/03/2025

জিএন জি, অটো গুলো রাস্তা ছেড়ে দিয়ে উপরের দিকে রাখলে ভেড়ামারা বাসষ্ট্যান্ড অনেক টা জ্যামমুক্ত হতে পারতো।।

রেজাউল আলম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর লোগো।আয়োজনেঃ মিতালী ক্লাব, ষোলদাগ,ভেড়ামারা, কুষ্টিয়া।
18/03/2025

রেজাউল আলম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর লোগো।
আয়োজনেঃ মিতালী ক্লাব, ষোলদাগ,ভেড়ামারা, কুষ্টিয়া।

18/03/2025

ভেড়ামারা বিলশুকায়, খোকন নামের এক ছেলের বাড়ী থেকে মধ্য রাতে তিনটা তালা ভেঙ্গে পাখি ভ্যান চুরি। ঈদের আগে অসহায় হয়ে গেল লোন তুলে ভ্যান কেনা ছেলেটি।

বন্ধ হয়ে গেল কুষ্টিয়া জেলার সমস্ত ইটভাটা ইট ভাটা নিয়ন্ত্রণ ২০১৩- ২০১৯ এর কালো আইনের জাতা কলে পড়ে  মহামান্য হাইকোর্টের...
15/03/2025

বন্ধ হয়ে গেল কুষ্টিয়া জেলার সমস্ত ইটভাটা

ইট ভাটা নিয়ন্ত্রণ ২০১৩- ২০১৯ এর কালো আইনের জাতা কলে পড়ে মহামান্য হাইকোর্টের নির্দেশে খুলনা বিভাগীয় কমিশনারের নির্দেশনায় জেলা প্রশাসকের আদেশ মোতাবেকে এবং পরিবেশ অধিদপ্তরের খুলনা ও কুষ্টিয়া নির্দেশ মোতাবেকে কুষ্টিয়া জেলার সমস্ত ইট ভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে ইট ভাটার মালিক সমিতি। এই বিষয়ে ভেড়ামারা উপজেলার ইটভাটা মালিক সমিতির সভাপতি নাজিম উদ্দীন( RNB)ব্রিকস ও সাধারণ সম্পাদক হাজী কালাম মন্ডল (AKA)ব্রিকস। ও এই বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন।

ভেড়ামারায় জাসদ নেতা জগলু সর্দার সহ বিপুল সংখ্যক নেতা-কর্মীর আওয়ামীলীগে যোগদান।জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ থেকে বিপুল...
06/12/2023

ভেড়ামারায় জাসদ নেতা জগলু সর্দার সহ বিপুল সংখ্যক নেতা-কর্মীর আওয়ামীলীগে যোগদান।

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলাধীন বাহিরচর ইউনিয়ন জাসদের সাবেক সভাপতি জগলু সর্দারের নেতৃত্বে প্রায় ৩ শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেন।
আজ বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু'র কোচষ্ট্যান্ড সংলগ্ন অফিসে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে জাসদ থেকে আওয়ামী লীগে যোগদান করেন বাহিরচর ইউনিয়ন জাসদের সাবেক সভাপতি সহ নেতা-কর্মীরা।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু। এসময় আরও উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম ছানা, পৌর আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু, ধরমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল হক, সাধারন সম্পাদক শাহাবুল আলম লালু, বাহিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহমত উল্লাহ, সাধারন সম্পাদক আব্দুল মজিদ, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন,জুনিয়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ শওকত, চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল কবির, সাধারন সম্পাদক হামিদ জোয়ার্দার, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামীম আহমেদ, সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন সহ যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Address

Bheramara

Telephone

+8801712958430

Website

Alerts

Be the first to know and let us send you an email when BheramaraTv-24 ভেড়ামারা টিভি-২৪ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BheramaraTv-24 ভেড়ামারা টিভি-২৪:

Share

Category