26/07/2025
কুষ্টিয়া পৌরসভা বাংলাদেশের মধ্য-দক্ষিণের শহর কুষ্টিয়ার স্থানীয় সরকার সংস্থা। কুষ্টিয়া পৌরসভা ১৮৬৯ সালে প্রতিষ্ঠত হয়। বর্তমানে এটি ক শ্রেণীর পৌরসভা (বাংলাদেশে ক, খ, গ তিন শ্রেণীর পৌরসভা বিদ্যমান)। এর আয়তন ৪২.৭৯ বর্গকিলোমিটার (১৬.৫২ বর্গমাইল)[২] এবং জনসংখ্যা ২,২৯,৩৪০ জন। এটি ২১টি ওয়ার্ডে বিভক্ত।
#কুষ্টিয়া