Amader Sports

Amader Sports সকল ধরনের সংবাদ বিশেষ প্রতিবেদন ও বিনোদন পেতে Amader tv পেজ লাইক দিয়ে সাথেই থাকুন।

আলহামদুলিল্লাহ আরেক ধাপে আসলো রাবিস।চলছে মাদ্রাসা পাড়া গলির রাস্তা সংস্কারের কাজ।     #আমাদেরটিভি  #নিউজ  #বাংলানিউজ
30/07/2025

আলহামদুলিল্লাহ আরেক ধাপে আসলো রাবিস।চলছে মাদ্রাসা পাড়া গলির রাস্তা সংস্কারের কাজ।
#আমাদেরটিভি #নিউজ #বাংলানিউজ

30/07/2025

আমরা গভীরভাবে শোকাহত।কুষ্টিয়ার খাজানগরের বড় মসজিদের প্রবীন পেশ ইমাম, পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের সুনামধন্য সাবেক শিক্ষক, যুগ বরেণ্য আলেমেদিন মুফতি মিয়া হোসেন আজ রাত ২.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।আসলে খুবই দুঃখ লাগে আমরা একে একে সবাইকে হারাচ্ছি। কিছুদিন আগে আমার বাবাকেও আমি হারালাম। আসলেই মিয়া হোসেন সাহেব ছিলেন ইসলামের একজন রাহাবার। দ্বীন ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলাম প্রচারের ক্ষেত্রে তার প্রচারণা,তার হেকমত ছিল অনেক উপরে।মিয়া হোসেন হুজুরের কাছ থেকে খাজানগর এর অনেক ছাত্রছাত্রী তালিম নেন এবং কোরআন শিক্ষা গ্রহণ করেন। এবং তার নসীয়ত মূলক বয়ান শুনে অনেকেই সুপথের দিশারী হন। এমন একজন যুগ বরেণ্য আলেমেদীনের চলে যাওয়াতে আমরা গভীরভাবে শোকাহত ও এলাকাবাসী মর্মাহত। হে আমার রব তুমি এই যুগবরেণ্য আলেমে দিন মুফতি মিয়া হোসেন সাহেবকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।
#মিয়াহোসেন #আমাদেরটিভি

30/07/2025

আমরা গভীরভাবে শোকাহত।কুষ্টিয়ার খাজানগরের বড় মসজিদের প্রবীন পেশ ইমাম, পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের সুনামধন্য সাবেক শিক্ষক, যুগ বরেণ্য আলেমেদিন মুফতি মিয়া হোসেন আজ রাত ২.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।
#আমাদেরটিভি #মিয়াহোসেন #নিউজ #বাংলানিউজ

আমরা গভীরভাবে শোকাহত।কুষ্টিয়ার খাজানগরের বড় মসজিদের প্রবীন পেশ ইমাম, পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের সুনামধন্য সাবেক শিক্ষক, ...
30/07/2025

আমরা গভীরভাবে শোকাহত।কুষ্টিয়ার খাজানগরের বড় মসজিদের প্রবীন পেশ ইমাম, পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের সুনামধন্য সাবেক শিক্ষক, যুগ বরেণ্য আলেমেদিন মুফতি মিয়া হোসেন আজ রাত ২.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।

ম্যানহোলে পরে যাওয়া সেই নারীর মরদেহ ৩৬ ঘন্টা তল্লাশির পর উদ্ধার।    #আমাদেরটিভি
29/07/2025

ম্যানহোলে পরে যাওয়া সেই নারীর মরদেহ ৩৬ ঘন্টা তল্লাশির পর উদ্ধার।
#আমাদেরটিভি

কুষ্টিয়ায় চলছে লাগাতার বৃষ্টি। হালকা থেকে মাঝাড়ি আবার কখনো হচ্ছে ভারী বর্ষেণ।আবহাওয়া অফিস জানিয়েছে আগামী ২৪ ঘন্টা আবহাওয়...
29/07/2025

কুষ্টিয়ায় চলছে লাগাতার বৃষ্টি। হালকা থেকে মাঝাড়ি আবার কখনো হচ্ছে ভারী বর্ষেণ।আবহাওয়া অফিস জানিয়েছে আগামী ২৪ ঘন্টা আবহাওয়া এরকম অপরিবর্তিত থাকতে পারে।
#আমাদেরটিভি

সিংগাপুর চায়না টাউন।
29/07/2025

সিংগাপুর চায়না টাউন।

28/07/2025

খাজানগর এর রাস্তা যেন মরণ ফাঁদ। দেখিবার কেউ নাই। প্রতিনিয়ত যানবাহনের ক্ষয়ক্ষতি হচ্ছে যাত্রা পথে মানুষ পড়ছে বিপাকে। স্কুল গামী ছাত্র-ছাত্রীরা সঠিক সময় পৌঁছাতে পারছে না তাদের বিদ্যালয়। কর্মজীবী মানুষ পৌঁছাতে পারছে না তাদের কর্মস্থলে। স্বল্প বৃষ্টিতে তৈরি হয় জলাবদ্ধতা নেই কোন পানি নিষ্কাশনের জন্য যথাযথ ড্রেন ব্যাবস্হা।বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ধান চালের মোকাম খাজানগর। একটি বাণিজ্যিক এলাকা হিসেবে এই রাস্তাটি এখন কতটুকু প্রযোজ্য এটি এখন জনগণের প্রশ্ন। সরকারি একোয়ারের জায়গা দখল করে মিল কারখানা প্রতিষ্ঠান গড়ে ওঠায় এখানে ট্রাক লোড আনলোডের জন্য হচ্ছে অসুবিধা।প্রতিষ্ঠানের সামনে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে ট্রাক লোড আনলোডের কারণে প্রতিনিয়ত বেধে যাচ্ছে জ্যাম। দখলকৃত একোয়ারের জমি ছেড়ে দিয়ে প্রতিষ্ঠানগুলো পিছিয়ে যদি ফোর লেন বিশিষ্ট রাস্তা তৈরি করা হয় তবেই না সমাধান হবে এই সমস্ত সমস্যা গুলো।জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে মানুষ চায় এর অবসান। কুষ্টিয়া সড়ক বিভাগ এবং সমাজ প্রতিনিধি সহ বটতৈল ইউনিয়নের দৃষ্টি আকর্ষণ করছি অচিরেই আপনারা এই রাস্তা গুলো মেরামত ও সংস্কার করার ব্যবস্থা করুন। বিসিক শিল্প নগরী খাজানগর বাংলাদেশের বৃহত্তম ধান চাউলের মোকাম হিসেবে এ রাস্তাটি হওয়া দরকার একটি প্রশস্ত ফোরলেন বিশিষ্ট রাস্তা। এবং রাস্তার দুপাশ দিয়ে হওয়া দরকার যথাযথ প্রশস্ত ড্রেন। আসুন আমরা দল-মত নির্বিশেষে খাজা নগর এই রাস্তার জন্য কাজ করি এবং জনগণের সেবায় নিয়োজিত থাকি।
#আমাদেরটিভি

28/07/2025

মানবতার সেবায় নিয়োজিত হিউম্যান সাপোর্টস 24।অবশেষে পাশে দাড়ালো হিউম্যান সাপোর্টস 24।খাজানগর মাদ্রাসা পাড়া রাস্তার অবস্থা খুবই করুণ। সামাজিক সেচ্ছাসেবী সংগঠন হিউম্যান সাপোর্টস 24 এর উদ্যোগে রাস্তা স্বল্প পরিসরে মেরামতের কাজ চালাচ্ছে। আপনারও আমাদের সাথে যুক্ত হয়ে কাধেকাধ রেখে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
#আমাদেরটিভি

28/07/2025

মানবতার সেবায় নিয়োজিত হিউম্যান সাপোর্টস 24।অবশেষে পাশে দাড়ালো হিউম্যান সাপোর্টস 24।খাজানগর মাদ্রাসা পাড়া রাস্তার অবস্থা খুবই করুণ। সামাজিক সেচ্ছাসেবী সংগঠন হিউম্যান সাপোর্টস 24 এর উদ্যোগে রাস্তা স্বল্প পরিসরে মেরামতের কাজ চালাচ্ছে। আপনারও আমাদের সাথে যুক্ত হয়ে কাধেকাধ রেখে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
#আমাদেরটিভি

অবশেষে পাশে দাড়ালো হিউম্যান সাপোর্টস 24।খাজানগর মাদ্রাসা পাড়া রাস্তার অবস্থা খুবই করুণ। সামাজিক সেচ্ছাসেবী সংগঠন হিউম্যা...
28/07/2025

অবশেষে পাশে দাড়ালো হিউম্যান সাপোর্টস 24।খাজানগর মাদ্রাসা পাড়া রাস্তার অবস্থা খুবই করুণ। সামাজিক সেচ্ছাসেবী সংগঠন হিউম্যান সাপোর্টস 24 এর উদ্যোগে রাস্তা স্বল্প পরিসরে মেরামতের কাজ চালাচ্ছে। আপনারও আমাদের সাথে যুক্ত হয়ে কাধেকাধ রেখে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

Address

Kushtia
7002

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amader Sports posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share