
20/09/2025
চেনা নিয়মে চলে যায় চেনা মুখ। 😔
এই কয়েকদিনে আমাদের খাজানগর এলাকার তিন মুরব্বিয়ান চলে গেলেন। যুগে যুগে বীর বেশে কয়জন আসে।তিনজন মানুষ সমাজের বিভিন্ন কাজের দ্বারা মানুষের যে ভালবাসা পেয়েছেন তা ভূলার নয়।আমরা তাদের মত কি কাজ করতে পারছি।সামাজিক বন্ধন, সহনশীলতা, বিনয় আচরণ, ভ্রাতৃত্ববোধ ইত্যাদি তাদের মধ্যে ছিল এক দৃষ্টিনন্দন বহিঃপ্রকাশ। আল্লাহর কাছে দোয়া চাই হে আমার রব তুমি এই বান্দাদের কবুল করো এবং জান্নাতের উচ্চ মাকাম দান করুন।