
29/09/2023
আমার আশেপাশের মানুষজন জানে আমি নিলেশ মিশ্রার স্লো ইন্টারভিউয়ের কত বড় ফ্যান! এই হুটহাট প্রোডাক্টিভিটির বুলি আওড়ানো শতশত পডকাস্টের যুগে একটু রয়েসয়ে বৈঠকী ঢঙে স্লো ইন্টারভিউয়ের মত আলাপ করার ইচ্ছা আমার বহুদিনের। আর এইরকম একটা আলাপের জন্য লালিম নানার চেয়ে যুৎসই মানুষ আর হতে পারে না। টেগর লজের আঙিনায় এই ঘন্টাখানেকের আলাপ শুনতে মন্দ লাগার কথা না।
সেকালের ছোটোবেলা, মুক্তিযুদ্ধ পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকাকেন্দ্রিক ঝলমলে ক্যারিয়ারের হাতছানি ছেড়ে মফস্বলে ফিরে আসা, একের পর এক বন্ধু হারানোর বেদনাদায়ক গল্পসহ আরো অনেককিছু নিয়েই আলাপ করেছেন অ্যাডভোকেট লালিম হক।
(লিংক প্রথম কমেন্টে)