Sabina's Tasty Touch

Sabina's Tasty Touch Sabina’s Tasty Touch – Where every bite tells a story!
🎂 Homemade cakes, frozen food & many more.
(17)

Follow for more delicious & creative food reels!
📩 DM / inbox now to order.

03/08/2025

🎪 মেলা! মেলা! মেলা!

BH BUSINESS CLUB নিয়ে আসছে শরতের সবচেয়ে রঙিন আয়োজন —
🌿 “উদ্যোক্তা উৎসব ২০২৫” 🌿

📅 তারিখ: ১০, ১১, ১২ আগস্ট ২০২৫ (রবি, সোম ও মঙ্গলবার)
🕙 সময়: সকাল ১০টা – রাত ১০টা পর্যন্ত
📍 স্থান: ব্লু অলিভ রেস্টুরেন্ট (৩য় তলা),
আইডিয়াল স্কুলের বিপরীতে, সি-ব্লক, মেইন রোড, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯

✨ মেলার বিশেষ আয়োজন:
🛍️ দেশি-বিদেশি প্রোডাক্টের দুর্দান্ত কালেকশন
🍱 ঘরোয়া পদ্ধতিতে তৈরি সুস্বাদু খাবার
🎨 শিক্ষার্থীদের সৃজনশীলতার ছোঁয়া
💝 ৬ টাকার কেনাকাটায় ১০০ টাকার গিফটের সম্ভাবনা
🎁 প্রথম ১৭ জন ক্রেতা পাবেন ৩টি ফ্রি প্রোডাক্ট
🎫 ৩০০০ টাকার শপিংয়ে নিশ্চিত গিফট
📸 ফ্রি ফটোশুট, ফেসবুক লাইভ কভারেজ
💌 প্রতি উদ্যোক্তার জন্য স্পেশাল প্রচার ও ডিসকাউন্ট
💄 ফ্রি মেহেদী ডিজাইন
🎊 আরও অনেক স্পেশাল চমক রয়েছে শুধুমাত্র এই মেলায়!

🌟 যা যা থাকছে স্টলে:
✅ ট্রেন্ডি, ইউনিক ও নতুন নতুন কালেকশন
✅ অর্গানিক পণ্য, জুয়েলারি, ব্যাগ, খেলনা, কসমেটিকস, ফ্যাশন আইটেম, হেয়ার অ্যাকসেসরিজ, কিডস আইটেম, গিফট বক্স, শাড়ি, তাজা খাবার, পিঠা-পায়েস, পানীয় ও চা— আরও অনেক কিছু!

📞 স্টল বুকিং ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
আয়োজক: Jannatul Ferdous Jannat
📲 +88 01782-762 921

🎉 এই উৎসবে আপনি হবেন শুধু একজন দর্শক নন —
আপনি হবেন আনন্দ, আবিষ্কার আর সংযোগের অংশ।
তাই আর দেরি না করে বন্ধু-পরিবারসহ চলে আসুন
‘উদ্যোক্তা উৎসব ২০২৫’-এ!

#উদ্যোক্তা_উৎসব২০২৫


#বনশ্রীমেলা
#শরতেরমেলা


#ঢাকারমেলা

সবাইকে এক বস্তা চকলেটের শুভেচ্ছা 🥰♥️চকলেট লাভার কে কে আছো দেখতে চাই, হাত উঠাও 🤚✋  #চকলেট
03/08/2025

সবাইকে এক বস্তা চকলেটের শুভেচ্ছা 🥰♥️
চকলেট লাভার কে কে আছো দেখতে চাই, হাত উঠাও 🤚✋ #চকলেট

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Modina Khatun, Monira Joti, Fatema Tuz, ...
02/08/2025

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Modina Khatun, Monira Joti, Fatema Tuz, Saraban Tahura, Jannatul Jannat 😍 তোমাদের জন্য রইল এই সুন্দর স্ট্রবেরি সুইস রোলের ভালোবাসা 💞💞

02/08/2025

কে লাইক, কমেন্ট করলো সেটা নিয়ে না ভেবে নিজে করতে থাকুন, দেখবেন অবশ্যই সে আপনার পোস্টে করতে বাধ্য হবে 😍🥰

মিষ্টি সকালে সবাই মিষ্টি মুখ করুন। তাহলে সারাটা দিন মিষ্টি ময় হয়ে উঠবে 🥰🥰  #শুভ      #শুভসকাল
02/08/2025

মিষ্টি সকালে সবাই মিষ্টি মুখ করুন। তাহলে সারাটা দিন মিষ্টি ময় হয়ে উঠবে 🥰🥰 #শুভ #শুভসকাল

Good night everyone 🌇
01/08/2025

Good night everyone 🌇

আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম। এইমাত্র অনলাইনে আসলাম। এসে দেখলাম অনেক অনেক কমেন্ট, ফলো ও ভালোবাসা। আপনাদের সবার ভালবাসা...
01/08/2025

আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম। এইমাত্র অনলাইনে আসলাম। এসে দেখলাম অনেক অনেক কমেন্ট, ফলো ও ভালোবাসা। আপনাদের সবার ভালবাসাই তো আমার অনুপ্রেরণা। এভাবেই সবাই মিলেমিশে কাজ করবে ইনশাআল্লাহ ❣️💖

কে বলেছে বড় বড় ফলোয়াররা সাপোর্ট দেয় না দেখেন তো আমার প্রিয় ভাইয়া ও বোন আমাকে সাপোর্ট করেছেন, আমিও সাথে সাথে ব্যাক ...
01/08/2025

কে বলেছে বড় বড় ফলোয়াররা সাপোর্ট দেয় না দেখেন তো আমার প্রিয় ভাইয়া ও বোন আমাকে সাপোর্ট করেছেন, আমিও সাথে সাথে ব্যাক দিয়ে দিয়েছি। এভাবেই সবাই মিলেমিশে কাজ করলে সফলতা একদিন আসবে ইনশাআল্লাহ।আর ফেসবুকে হিংসা করে কোন লাভ নাই ভাই। এটা হিংসা- হিংসের জায়গা নয় মিলেমিশে থাকার জায়গা😍😍

ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি রেসিপি উপকরণ:কেকের জন্য: ময়দা: ১ কাপকোকো পাউডার: ১/২ কাপচিনি: ১ কাপডিম: ৩টিতেল: ১/২ কাপবেকিং পা...
01/08/2025

ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি রেসিপি
উপকরণ:
কেকের জন্য:
ময়দা: ১ কাপ
কোকো পাউডার: ১/২ কাপ
চিনি: ১ কাপ
ডিম: ৩টি
তেল: ১/২ কাপ
বেকিং পাউডার: ১ চা চামচ
বেকিং সোডা: ১/২ চা চামচ
ভ্যানিলা এসেন্স: ১ চা চামচ
গরম পানি: ১/২ কাপ
ইনস্ট্যান্ট কফি পাউডার: ১ চা চামচ (গরম পানিতে মেশানো)
চেরি ফিলিংয়ের জন্য: তাজা বা ক্যান চেরি: ১ কাপ চিনি: ১/৪ কাপ, কর্নফ্লায়ার : ১ টেবিল চামচ, পানি: ২ টেবিল চামচ.
ক্রিমের জন্য: হুইপড ক্রিম: ২ কাপ, চিনি: ২ টেবিল চামচ.
অন্যান্য: ডার্ক চকোলেট গ্রেট করা: সাজানোর জন্য, চেরি লিকার (ঐচ্ছিক): ব্রাশ করার জন্য.
প্রস্তুত প্রণালী:
কেক তৈরি:
শুকনো উপকরণ (ময়দা, কোকো পাউডার, চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা) একটি পাত্রে মিশিয়ে নিন।
ডিম, তেল, ভ্যানিলা এসেন্স এবং কফি মেশানো পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
শুকনো ও ভেজা উপকরণ একসাথে মিশিয়ে স্মুথ ব্যাটার তৈরি করুন।
একটি বেকিং প্যানে তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে দিন।
ব্যাটার ঢেলে প্রিহিটেড ওভেনে (170°C) প্রায় 30-35 মিনিট বেক করুন।
কেক ঠান্ডা হতে দিন।
চেরি ফিলিং তৈরি:একটি পাত্রে চেরি, চিনি, কর্নফ্লায়ার এবং পানি মিশিয়ে নিন।
মাঝারি আঁচে জ্বাল দিন, যতক্ষণ না এটি ঘন হয়ে আসে।
ঠান্ডা হতে দিন।
ক্রিম তৈরি:
হুইপড ক্রিম এবং চিনি একসাথে মিশিয়ে বিট করুন, যতক্ষণ না এটি শক্ত হয়ে আসে।
পেস্ট্রি তৈরি:
কেকটিকে দুটি বা তিনটি স্তরে কেটে নিন।একটি লেয়ারে চেরি ফিলিং লাগান, তারপর ক্রিম দিয়ে ঢেকে দিন।অন্য লেয়ারগুলিও একই ভাবে সাজান।
পুরো কেকটি ক্রিম দিয়ে ঢেকে দিন।
গ্রেট করা চকোলেট এবং চেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। #কেক

"মিষ্টি সকালের মিষ্টি ছোঁয়া, পৌঁছে যাক সকলের  হৃদয়ে।" শুভ সকাল 🌹
01/08/2025

"মিষ্টি সকালের মিষ্টি ছোঁয়া, পৌঁছে যাক সকলের হৃদয়ে।" শুভ সকাল 🌹

আজকে নতুন একটা ডিজাইন শিখলাম আলহামদুলিল্লাহ 🥰♥️চকলেট চকো কেক😍খেয়ে সবাই রেটিং দিয়েছে-এতদিন খাওয়া কেকের থেকে বেস্ট 👍🥰 আ...
31/07/2025

আজকে নতুন একটা ডিজাইন শিখলাম আলহামদুলিল্লাহ 🥰♥️
চকলেট চকো কেক😍
খেয়ে সবাই রেটিং দিয়েছে-এতদিন খাওয়া কেকের থেকে বেস্ট 👍🥰 আলহামদুলিল্লাহ এটাই "Certification"♥️♥️

শুভ রাত্রি 💞
30/07/2025

শুভ রাত্রি 💞

Address

Dhaka
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sabina's Tasty Touch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sabina's Tasty Touch:

Share