Manna Hossain

Manna Hossain It's OK if you don't like me
because not everyone has good taste. Blood Group: AB+ (positive)

ভীষণ দুঃখ পেলেও তোমাকে কেন যেন আর বলতে ইচ্ছে করে না। প্রচন্ড মানসিক অশান্তি নিয়ে, দিনের পর দিন একাকিত্ব আর নিঃসঙ্গতায় হত...
24/03/2025

ভীষণ দুঃখ পেলেও তোমাকে কেন যেন আর বলতে ইচ্ছে করে না। প্রচন্ড মানসিক অশান্তি নিয়ে, দিনের পর দিন একাকিত্ব আর নিঃসঙ্গতায় হতাশায় মুখ থুবড়ে পড়ে থাকলেও তোমায় বলতে ইচ্ছে করে না, “ আমি ভালো নেই! ”

আজকাল কোনোকিছুই তোমাকে বলতে ইচ্ছে করে না। আমার মন খারাপের কারণ, বিষন্নতার দায়ভার, অভিযোগ-অনুযোগ কিচ্ছু না।

এই যে দিনের পর দিন কথা বলো না, সময় দাওনা, খোঁজ নাওনা, কিভাবে বাঁচি জানতে চাওনা। তবুও কি জোর করি তোমায়? দেদারসে ভুলে যাও সব, ভুলে থাকো। মাঝে মাঝে ভালোবাসো এটা জানান দিতে আসো। অথচ মন জানে, ঠিক কতটুকুই বা বেসেছো ভালো।

প্রচন্ড মন খারাপে কান্নায় বুকটা ভীষণ ভারী হয়ে আসলেও তোমায় বলি না আর। বলে কী হয়? সেই তো দূরেই থাকো। জড়িয়ে ধরে কাছে টেনে নাওনা, মাথায় হাত বুলিয়ে দাওনা, নির্ঘুম রাতে কাছে আসো না!

আজকাল তোমায় কোনোকিছুই বলতে ইচ্ছে করে না। কতটুকু ভালোবাসি, তোমাকে ছাড়া কেমন লাগে, নিঃশ্বাস নিতে কত কষ্ট হয়; এসব কোনোকিছুই তোমাকে বলতে ইচ্ছে করে না আর।

তুমি দায়সারা ভাব নিয়ে কথা বলো।
আমি শুনি, শুধু বলি না। অনিয়মে জর্জরিত সম্পর্কে মানুষ কী আদৌ ভালো থাকতে পারে? তোমার কাছে সবই ছেলেখেলা, সবকিছুই কেমন সহজলভ্য। মন চাইলে ভুলে থাকো, মন চাইলেই ফিরে আসো। এই আসা যাওয়ার মাঝে তোমায় আর কোনোকিছুই বলতে ইচ্ছে করে না।

এভাবে ভালোবাসা হয় না, জানো তো?
ছেড়েও যেন ছাড়ো না, আবার শক্ত করেও ধরো না।
আমার দুঃখ দেখে বোবা পাখিও আফসোস করে! নির্ঘুম রাতে বেলকনিতে দাঁড়িয়ে নীরব কান্না চোখে পড়ে ডাহুক পাখির। ওরা কান্নার সুরে চিৎকার করে, সারারাত ঘুমায় না।

অথচ তুমি?
আমি ভালো নেই জেনেও দিব্যি আমায় ছাড়া থাকো। দুচোখের তোমার বিভোর ঘুম। অন্তত এইসব মন খারাপের রাতে সঙ্গ দিতে পারতে, দাওনি। আজকাল কোনোকিছুই তোমাকে বলতে ইচ্ছে করে না। তোমার মতোই দায়সারা ভাব নিয়ে নিজের মতোই থাকি।

ভেবেছো অনুভূতিহীন নীতিবিবর্জিত সিদ্ধান্তে যন্ত্রমানব হয়ে গেছি? শুধু তোমায় বলতে ভাল্লাগে না। আমার কষ্টের কথা, মন খারাপের কারণ, কেউ থাকার পরেও একা লাগার যন্ত্রণা, কোনোকিছুই না।

লেখায়:- মোঃ ফাহাদ মিয়া🌼

আমি অবুঝ নই, তাই ভালো না বাসলে টের পাই। হুট করে আগ্রহ হারালে বুঝতে পারি, বিরক্ত হলে বুঝতে পারি, কথা বলার ধরণ দেখেই দিব্য...
23/03/2025

আমি অবুঝ নই, তাই ভালো না বাসলে টের পাই। হুট করে আগ্রহ হারালে বুঝতে পারি, বিরক্ত হলে বুঝতে পারি, কথা বলার ধরণ দেখেই দিব্যি টের পাই।

আমি অবুঝ নই, তাই আমি সব বুঝতে পারি।
ভালোবেসেও দূরে থাকা, কথা না বলে দিনের পর দিন থাকতে পারা, গুরুত্ব না দিয়ে অবহেলায় ফেলে রাখা আমি সত্যিই বুঝতে পারি।

আমি বুঝে যাই ঠিক কোথায় আমার থেমে যাওয়া উচিত। তবুও বেহায়া মন সেই তোমাকেই চায়। আমি অবুঝ নই, নেহাত ভালোবাসি তাই৷

তুমি মুখে বলো না, মুখে বলো না যে, “ আমাকে তোমার ভালো লাগে না। ” আমি টের পাই, সবই বুঝি। শুধু অবুঝের মতো করে তোমায় ভালোবেসে যাই। মুখে বললেও এতটা যন্ত্রণা হয় না, যতটা তোমার উদাসীনতা আমাকে যন্ত্রণা দেয়!

ভালোবাসা না পেলে মানুষ ম রে না।
মানুষ ম রে ভালোবেসে ঠকে গেলে, ভালোবাসা হাতের মুঠোয় পেয়েও হুট করে হারিয়ে গেলে। মানুষ ম রে অবহেলায়-অনাদরে, হতাশায়! মানুষ মরে দুঃখে–দুঃসহ বেদনায়!

আমি বুঝে যাই, আমার নীরবতা কেন তোমায় বাধ্য করে না। কেন অভিমানে তোমার অনুশোচনা নেই। কেন কাছে টেনে নিয়ে দূরত্ব ডেকে আনো। কেন মন চাইলে ভালোবাসো, না চাইলে বাসো না।

তুমি বিরক্ত হলে আমি বুঝতে পারি।
ভালো না বাসলে বুঝতে পারি, উদাসীন হয়ে গেলেও বুঝতে পারি। আমি অবুঝ নই। আমি টের পেয়ে যাই, আসলে আমার কোনো প্রয়োজন নেই। গুরুত্বহীন হয়ে মুখ থুবড়ে পড়ে থাকি তোমার পায়ের কাছে! আমি সবই বুঝি, শুধু নেহাত ভালোবাসি–তাই।

- মোঃ ফাহাদ মিয়া

“Sometimes we run away in stealth, and our thoughts eat us.”
05/03/2025

“Sometimes we run away in stealth, and our thoughts eat us.”

05/03/2025

যে মুহূর্তে তুমি চিন্তা করছ, তোমার পাশে একটা মানুষ নেই; ঠিক সেই মুহূর্তে কেউ কেউ চিন্তা করছে, আমার পাশে একটা মানুষ থেকেও নেই! তুমি চিন্তা করছ, তুমি খুব একা, নিঃসঙ্গ। আর কারো পাশে একটা মানুষ থাকার পরও সে বড়ই একা, নিঃসঙ্গ। প্রেমিক বা প্রেমিকা হিসেবে হোক, স্বামী বা স্ত্রী হিসেবে হোক, দৃশ্যমান একটা মানুষ হয়তো তার পাশে আছে। কিন্তু বাস্তবে মানুষটি থেকেও নেই। কার্যক্ষেত্রে পাশের মানুষটি না থাকার মতই।
তোমার পাশে একটা মানুষ থাকার সহজসরল অর্থ হল, তুমি হাসলে, সে হাসবে। তুমি কাঁদলে, সে কাঁদবে। তোমার দুঃখে, সে দুঃখ পাবে। তোমার কষ্টে, সে কষ্ট পাবে। তোমার দুঃসময়ে, সে পাশে থাকবে। তুমি মনোবল হারালে, সে অনুপ্রেরণা দেবে। তুমি আঘাত পেলে, সে বিচলিত হবে।
এমন মানুষের সংখ্যা নেহায়েত কম নয়, যে মানুষগুলোর পাশের মানুষটি আস্ত জড়পদার্থ! আস্ত পাষাণ! আস্ত আত্মকেন্দ্রিক! একটুও দুঃখের ভাগিদার হতে চায় না। শত কষ্টেও একটু বিচলিত হয় না। ভেঙে পড়লেও একটু মনোবল দেয় না। চরম মানসিক কষ্টে থাকলেও, একটু মনটা বোঝার চেষ্টা করে না। কষ্ট পেতে পেতে মরে যাবার উপক্রম হলেও, একটু চোখ দিয়ে অশ্রু ঝরে না!
একটা মানুষ পাশে নেই, এটা তোমার আফসোস। একটা মানুষ পাশে আছে, এটা তোমার সান্ত্বনা। একটা মানুষ তোমার দুঃখ-কষ্টে পাশে থাকে, এটা তোমার স্বস্তি।।😌

ক্রেডিট: Self Confidence

Address

Village: Dorikomorpur, Post: Charaikole, Kumarkhali
Kushtia
7010

Alerts

Be the first to know and let us send you an email when Manna Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Manna Hossain:

Share