Ekram Hasan 01

Ekram Hasan 01 Hi,friend.This is my page. as a professional freelancer And Graphic designer

please follow my page.
পরিশ্রমের কোনো বিকল্প নেই — অন্ধকার যত গভীর হোক, আলো আসবেই।
অবহেলা নয়, ধৈর্য দরকার — সাফল্য হঠাৎ আসে না, ধীরে ধীরে গড়ে ওঠে। I am Md Ekram Hasan.

দুঃখ,,,,,,,,!!!!!!  "হাসির আড়ালে লুকানো কষ্টের গল্প, কেউ বোঝে না…""সবাই কাছে আসে সুখে, দুঃখে শুধু একাকীত্ব সঙ্গী হয়।" ...
31/08/2025

দুঃখ,,,,,,,,!!!!!!

"হাসির আড়ালে লুকানো কষ্টের গল্প, কেউ বোঝে না…"

"সবাই কাছে আসে সুখে, দুঃখে শুধু একাকীত্ব সঙ্গী হয়।"

"অশ্রুর ভাষা কারও বোঝার নয়, তবুও ঝরে যায় নীরবে।"

বাস্তবতা,,,,,,,,!!!!!

"স্বপ্ন যত বড় হয়, বাস্তবতার আঘাতও তত গভীর হয়।"

"এই দুনিয়ায় সত্যি কথা বললে মানুষ কষ্ট পায়, মিথ্যে বললে তুমি নিজেই পুড়ো।"

"জীবন শেখায়—সবাই তোমার হবে না, সবাই থাকতে চাইবে না।"






পুরুষ মানুষের বিচার করা হয় টাকার ওজনে।আমরা যতই সুন্দর কথা বলি না কেন-"মানুষকে তার চরিত্র, ভালোবাসা বা নৈতিকতার জন্য মূল্...
30/08/2025

পুরুষ মানুষের বিচার করা হয় টাকার ওজনে।

আমরা যতই সুন্দর কথা বলি না কেন-"মানুষকে তার চরিত্র, ভালোবাসা বা নৈতিকতার জন্য মূল্যায়ন করতে হবে"-বাস্তবতা কিন্তু ভিন্ন। এই সমাজে পুরুষ মানুষের বিচার হয় বেশিরভাগ সময় তার টাকার ওজনে।

একজন পুরুষ যত ভালো মনের, যত সহানুভূতিশীল, যত সৎ-যদি তার পকেট খালি থাকে, তবে সমাজের চোখে তার মূল্য কম। এমনকি তার নিজের পরিবারও অনেক সময় তার প্রতি সম্মান হারায়। আত্মীয়-স্বজন থেকে শুরু করে প্রতিবেশী পর্যন্ত-সবার দৃষ্টিভঙ্গি বদলে যায়, যদি পুরুষ মানুষের আয় কমে যায়।

প্রেম কিংবা বিয়ে-সব জায়গাতেই টাকার প্রভাব স্পষ্ট। অনেক সময় দেখা যায়, একজন মেয়ের জন্য সবচেয়ে বড় শর্ত হয়ে দাঁড়ায় ছেলেটির আর্থিক অবস্থা। সে কেমন মানুষ, কতটা ভালো স্বামী বা বাবা হতে পারবে-এগুলো গৌণ হয়ে যায়।

এটি শুধু সম্পর্কের ক্ষেত্রেই নয়, সামাজিক মর্যাদাতেও প্রযোজ্য। পুরুষ যদি ধনী হয়, তার ভুলগুলোও সমাজ ক্ষমা করে দেয়; কিন্তু গরিব হলে, তার ছোট ভুলও বড় অপরাধে পরিণত হয়।

তাই সমাজের বাস্তবতা হলো-পুরুষ মানুষের চরিত্র, পরিশ্রম বা মেধা দিয়ে নয়, তার ব্যাংক
ব্যালেন্স, গাড়ি, বাড়ি ও জীবনযাত্রার মান দিয়েই মূল্যায়ন করা হয়। যদিও এটি অন্যায়, তবুও এটাই হলো আমাদের সময়ের নির্মম সত্য।

কারণ, এই পৃথিবীতে পুরুষ মানুষের সম্মান অনেক সময় তার টাকার ওজনেই মাপা হয়।


নিজের সঙ্গে বোঝাপড়ায় আমি কখনোই জয়ী হতে পারিনি। সবসময় আমি হেরে যাই, জীবন শুধু আমাকে হারিয়ে দেয়।আমি ভেবেছিলাম সবকিছু জয় কর...
28/08/2025

নিজের সঙ্গে বোঝাপড়ায় আমি কখনোই জয়ী হতে পারিনি। সবসময় আমি হেরে যাই, জীবন শুধু আমাকে হারিয়ে দেয়।

আমি ভেবেছিলাম সবকিছু জয় করেছি, কিন্তু বেলা শেষে সবকিছুই শূন্যতা। কিছুই জড়ো করা হয়নি, সবকিছু ফাঁকা।

আমি হেরে যাওয়ার স্বাদ নিতে নিতে ক্লান্ত। আমি ভাবি, হয়তো জয়ী হবো কিন্তু এই ভাবনা সহজ, জয়ের পথ হয়তো বহু দূর...

"Silence আমার Weapon, Attitude আমার Style 😎🔥"
26/08/2025

"Silence আমার Weapon, Attitude আমার Style 😎🔥"


ধনী-গরিবের বিভাজন শুধু টাকার পরিমাণে নয়, দৃষ্টিভঙ্গি, সম্মান এবং সুযোগের মধ্যেও লুকিয়ে আছে। একজন ধনী সহজেই সমাজের চোখে শ...
24/08/2025

ধনী-গরিবের বিভাজন শুধু টাকার পরিমাণে নয়, দৃষ্টিভঙ্গি, সম্মান এবং সুযোগের মধ্যেও লুকিয়ে আছে। একজন ধনী সহজেই সমাজের চোখে শ্রদ্ধেয় হয়ে ওঠে, আর একজন গরিব মানুষ হাজার গুণ ভালো হলেও হারিয়ে যায় অবহেলার অন্ধকারে। "ধনী হয়ে গেলে সবাই আপন হয়ে যায়, আর

গরিব হলে আপনজনও মুখ ফিরিয়ে নেয়

-এটাই টাকার জাদু।"

゚ ゚viralシfypシ゚ ゚viralシ

জীবনের প্রতিটি মুহূর্তেই আমি যুদ্ধ করে যাচ্ছি।কখনো সময়ের সাথে, কখনো কাছের কিছু মানুষের সাথে, আর কখনো নিজেকেই নিজে হারানো...
22/08/2025

জীবনের প্রতিটি মুহূর্তেই আমি যুদ্ধ করে যাচ্ছি।

কখনো সময়ের সাথে, কখনো কাছের কিছু মানুষের সাথে, আর কখনো নিজেকেই নিজে হারানোর ভয় নিয়ে লড়াই করছি। আজ এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছি, যেখানে তাকিয়ে দেখি-এখন আর কেউ নেই আমার পাশে। মনে হচ্ছে, জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছি। তবু কোনো আফসোস নেই। বরং দেখতে চাই, আমার ধৈর্য কতটা বড়, কতটুকু আমি এই জীবনকে গ্রহণ করতে পারি।

ধন্যবাদ তাদের, যারা বারবার আমাকে ভেঙে দিয়ে শিখিয়েছে-কাকে বিশ্বাস করা যায়, কাকে নয়।

ধন্যবাদ তাদের, যারা আমার পথের প্রতিটি বাঁকে একেকটা করে 'উচিত শিক্ষা' দিয়ে গেছে। এসব শিক্ষা নিয়েই হয়তো আমি আরো শক্ত, আরো

নির্ভীক হয়ে উঠবো।

゚ ゚viralシ ゚viralシfypシ゚

চারপাশে কেউ নেই, দেখার মতো, খোঁজ নেওয়ার মতো কেউ নেই।জ্বর এসেছে, শরীর ভেঙে যাচ্ছে কিন্তু তার চেয়েও বেশি ভেঙে পড়ছে মনটা। চ...
21/08/2025

চারপাশে কেউ নেই, দেখার মতো, খোঁজ নেওয়ার মতো কেউ নেই।

জ্বর এসেছে, শরীর ভেঙে যাচ্ছে কিন্তু তার চেয়েও বেশি ভেঙে পড়ছে মনটা। চারপাশে কেউ নেই, দেখার মতো, খোঁজ নেওয়ার মতো কেউ নেই। এই একাকীত্বটা যে কতটা কষ্টের, তা বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়।

আর এই সময়ে সবচেয়ে বেশি মনে পড়ে মাকে মায়ের হাতের গরম ভাত, কপালে ঠাণ্ডা পানির পট্টি আর মায়ের সেই চোখভরা দুশ্চিন্তা,

আজ এই প্রবাসের অচেনা এক কামরায় বিছানায় শুয়ে শুধু একটা কথাই মনে হচ্ছে মা থাকলে হয়তো এতটা কষ্ট হতো না।

জ্বরের যন্ত্রণা এক সময় কমে যাবে, কিন্তু এই নিঃসঙ্গতা, এই শূন্যতা আর মাকে হারিয়ে ফেলার কষ্টটা কোনো দিন কমবে না।

জীবনের তাগিদে দূরে চলে এসেছি, কিন্তু মায়ের কাছে ফিরতে মনটা এখনো প্রতিদিন ব্যাক করে,

এই অনুভব কেবল সেই মানুষগুলোরই, যারা প্রবাসে থেকে মাকে হারিয়েছে সময় আর দূরত্বের ব্যবধানে।

জীবনের চেয়ে বড় হয়তো শুধু একটাই শব্দ মা।

20/08/2025

দুঃখ,,,,,,,,!!!!!!

"হাসির আড়ালে লুকানো কষ্টের গল্প, কেউ বোঝে না…"

"সবাই কাছে আসে সুখে, দুঃখে শুধু একাকীত্ব সঙ্গী হয়।"

"অশ্রুর ভাষা কারও বোঝার নয়, তবুও ঝরে যায় নীরবে।"

বাস্তবতা,,,,,,,,!!!!!

"স্বপ্ন যত বড় হয়, বাস্তবতার আঘাতও তত গভীর হয়।"

"এই দুনিয়ায় সত্যি কথা বললে মানুষ কষ্ট পায়, মিথ্যে বললে তুমি নিজেই পুড়ো।"

"জীবন শেখায়—সবাই তোমার হবে না, সবাই থাকতে চাইবে না।"

-"ভুল শব্দ দ্বারা শূন্যস্থান_""পূরণ করার চেয়ে জীবনের কিছু"-"স্থান শূন্য থাকা অনেক বেশি ভালো_"
19/08/2025

-"ভুল শব্দ দ্বারা শূন্যস্থান_"

"পূরণ করার চেয়ে জীবনের কিছু"

-"স্থান শূন্য থাকা অনেক বেশি ভালো_"

I gained 26 followers, created 3 posts and received 5 reactions in the past 90 days! Thank you all for your continued su...
12/04/2024

I gained 26 followers, created 3 posts and received 5 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

GPX Demon GR165R Price in Bangladesh is Tk 319,999.00. Demon powered by 164.6 cc which generates Maximum power 17.8Bhp @...
31/01/2024

GPX Demon GR165R Price in Bangladesh is Tk 319,999.00. Demon powered by 164.6 cc which generates Maximum power 17.8Bhp @ 9000rpm and its maximum torque is 16.0Nm @ 6500rpm. GPX Demon GR165R mileage is 45 KM per Liter (approx). Click Here to find GPX motorcycle showroom near you.

02/01/2024

ভাগ্য করে একটা জীবন পেয়েছি 💔💔💔💔

Address

Khoksha Kushtia Khulna
Kushtia
7000

Alerts

Be the first to know and let us send you an email when Ekram Hasan 01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ekram Hasan 01:

Share

Category