Crush and confession kst

Crush and confession kst পেইজ নিয়ে কোনো অভিযোগ থাকলে আগে inbox এ বলবেন প্লিজ 📩🥀

 #6105' Dil Ibadat Kar Raha Hai Dhadkaane Meri Soon,Tujko Main Kar Loon HasilLagi Hain Yahi Dhun....আপনি জানেন আপনি আমার...
24/09/2025

#6105

' Dil Ibadat Kar Raha Hai
Dhadkaane Meri Soon,
Tujko Main Kar Loon Hasil
Lagi Hain Yahi Dhun....
আপনি জানেন আপনি আমার খুব সখের একজন মানুষ।আপনাকে আমি ভীষণ ভালোবাসি।
যদি থাকে নসিবে,আপনা আপনি আসিবে।
যদিও সবটা ভাগ্যর উপরে ছেড়ে দিতে নেই,চেষ্টা না করলে উপর আল্লাহ কিছুই ই দিবে না।।।।তাই কখনো সুযোগ হলে আমার ভালোবাসা সামনা সামনি প্রকাশ করবো..

ইতি আপনার শুভাকাঙ্ক্ষী প্রিয়সী......

 #6104From: আপনার আশেপাশের কেউকিভাবে শুরু করবো ঠিক বুঝতে পারছি না, কারণ আপনার মতো গুছিয়ে কথা বলতে আমি পারি না। আপনাকে প্...
24/09/2025

#6104

From: আপনার আশেপাশের কেউ

কিভাবে শুরু করবো ঠিক বুঝতে পারছি না, কারণ আপনার মতো গুছিয়ে কথা বলতে আমি পারি না। আপনাকে প্রথম দেখেছিলাম অনেক আগে, কিন্তু প্রথম দেখাতেই প্রেমে পড়েছি—এমনটা নয়। আপনাকে যতবার দেখেছি, ততবার ভালো লাগাটা বেড়েছে। আর আপনার সম্পর্কে জানার পর সেই ভালো লাগা আরও গভীর হয়েছে।

মনটা আর চেপে রাখতে পারছি না, কিন্তু আপনাকে সরাসরি বলার সাহসও আমার নেই। তাই এইভাবে লিখে জানালাম। আমি জানি, আপনি হয়তো কারো না, আবার কারো হতে পারেনও। কিন্তু আমি শুধু বলতে চাই—আমি আপনার চেহারার চেয়ে বেশি ভালোবাসি আপনার ব্যক্তিত্বকে।

আমি অবাক হই, এত সুন্দর ব্যক্তিত্বের মানুষ কিভাবে হতে পারে! অনেক কথা আছে বলার, যদি কখনো আপনাকে নিজের করে পাই, তবে সব বলব। তবুও জানি, হয়তো আপনাকে পাব না। কিছু সম্পর্ক দূর থেকেই সুন্দর হয়। তাই দূর থেকে আপনাকে ভালোবেসে যাবো—হয়তো কোনোদিন আপনাকে সরাসরি বলতেও পারব না।

 #6103To:Md Bipul Hossain From: তোমার কোন এক প্রতিবেশী প্রথমে আমার ভালোবাসা নিও। তোমাকে প্রথম দেখেছিলাম ব্রিজের নিচে দুই...
23/09/2025

#6103

To:Md Bipul Hossain
From: তোমার কোন এক প্রতিবেশী
প্রথমে আমার ভালোবাসা নিও। তোমাকে প্রথম দেখেছিলাম ব্রিজের নিচে দুইটা মেয়ের সাথে। প্রথমে ভেবেছিলাম হয়তো তোমার বোন। কিন্তু পরে জানতে পারি একজন তোমার gf এবং আরেকজন তোমার friend । তবুও তোমাকে ভালো লাগে। তোমার বিষয়ে জানার আগেই তুমি দুরে চলে গেলে। প্রতিবেশী বলেছি আবার এটা ভেবে নিও না আমি তোমার এলাকার স্থানীয় বাসিন্দা। কোনো এক শরৎের কাশফুলের মতো আমার মনে ফুটেছিল তোমার জন্য ভালোবাসা। তোমাকে অনেকেই চিনে কিন্তু সোনালী আপুর ভয়ে তোমার আশেপাশে যাওয়ার সাহস হয়নি। তবে তোমার প্রোফাইলে massage opinion না পেয়ে confession দিলাম যদি তোমার কাছে খবর পৌছায় 🙂 তুমি তো এখনও মাঝে মাঝে কুষ্টিয়াতে আসো। তবে যায় বলো পাঞ্জাবিতে দারুন লাগে তোমাকে। তোমাকে শরতের অস্থায়ী কাশফুল না বানাতে চায় আমার জীবনে গ্ৰীস্মের কুত্তা মরা গরম যেটা অশান্তি তো লাগে আবার না হলেও চলবে না। খুব শীঘ্রই আমার দেখা পাবে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো আমার গরমে লাল হয়ে থাকা সিঁদুরে আম☺️আর একটা কথা প্লিজ,,, ভুলো না আমায় 🥰

23/09/2025

#6102

23/09/2025

#6101

23/09/2025

#6100

23/09/2025

#6099

 #6098আজ দুপুর। বিশ্ববিদ্যালয় থেকে ফিরে আমি হঠাৎ ভাবলাম একটু হাটতে যাই। হাসপাতালে গেলে শুনেছি বন্ধুদের একজন blood donat...
22/09/2025

#6098

আজ দুপুর। বিশ্ববিদ্যালয় থেকে ফিরে আমি হঠাৎ ভাবলাম একটু হাটতে যাই। হাসপাতালে গেলে শুনেছি বন্ধুদের একজন blood donate করছে। ধীরে ধীরে Blood Bank-এর দিকে হাঁটতে হাঁটতে দেখি—ও! আমার বন্ধুদের বন্ধু, যাকে আমি আগেই কিছুটা চোখে চিহ্নিত করেছি, বসে আছে রেজিস্ট্রেশন ডেস্কের পাশে।এত সুন্দর মায়াবী চেহারা তোমার বলার বাহিরে অনেক ভালো লাগছে তুমি আমার ফ্রেন্ড লিস্টে আছ যদি বুঝতে পার ফোন দিও অপেক্ষায় থাকলাম
পিংকু

22/09/2025

#6097

 #6096From: নামটা না হয় নাই৷৷৷৷ , ৷৷ জানলেTo: A***nতোমাকে যতোবার দেখি শুধু দেখতেই ইচ্ছা করে। দেখবো নাই বা কেনো, চাঁদের দ...
22/09/2025

#6096

From: নামটা না হয় নাই৷৷৷৷ , ৷৷ জানলে
To: A***n
তোমাকে যতোবার দেখি শুধু দেখতেই ইচ্ছা করে। দেখবো নাই বা কেনো, চাঁদের দিকে তাকাতে কারই না ভালো লাগে।
জানি না কবে তোমাকে নিজের করে পাবো,শুধু এইটুকু জেনে রাখো যে তোমার অপেক্ষায় আমি থাকবো।
ইতি,
তোমাকে মনে ঠাই দিয়েছে যে 🫶

22/09/2025

#6095

22/09/2025

আজ থেকে confo post করা শুরু হবে ❤️

Address

Ns Road
Kushtia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Crush and confession kst posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category