Crush and confession kst

Crush and confession kst পেইজ নিয়ে কোনো অভিযোগ থাকলে আগে inbox এ বলবেন প্লিজ 📩🥀

 #6050**"প্রতিদিন সকালে তোমাকে দেখি কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের সামনে প্রাইভেটে আসতে। প্রথমে শুধুই চোখে প...
31/07/2025

#6050

**"প্রতিদিন সকালে তোমাকে দেখি কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের সামনে প্রাইভেটে আসতে। প্রথমে শুধুই চোখে পড়ত, ধীরে ধীরে তুমি চোখে লেগে থাকতে শুরু করলে। এখন তো অবস্থা এমন হয়েছে, যেদিন তোমাকে দেখি না, সেদিন সকালটাই কেমন ফাঁকা ফাঁকা লাগে।

তুমি আমার একরকম দিনের শুরু, আর মন ভালো রাখার একটা ছোট্ট কারণ। জানি না কেন, কিন্তু তোমার চলাফেরা, তোমার চেহারার ভদ্রতা, সবকিছু আমার মনে ছাপ রেখে গেছে।

সত্যি বলতে, আমি তোমায় পছন্দ করতে শুরু করেছি। হয়তো এটাকে কেউ বলবে ক্রাশ, কেউ বলবে পাগলামি — কিন্তু আমার কাছে এটা একদমই সত্যি অনুভব। অনেক দিন ধরে নিজেকে বোঝানোর চেষ্টা করেছি কিছু না বলেই থাকবো, কিন্তু আর পারলাম না। তাই আজ সাহস করে জানালাম—তোমার জন্য আমার মনে একটা আলাদা জায়গা তৈরি হয়েছে।

যদি কখনও মন থেকে জানতে চাও আমি কেমন, আমি এখানে আছি — সোজা, সাধারণ আর একটুখানি ভালোবাসা নিয়ে। 😊"**

 #6049আস্সালামুআলাইকুম❤️জানিনা কি দিয়ে শুরু করবো। তেমন গুছিয়ে কথা বলতেও পারি না😭শুধু এটুকুই বলবো🥺তোমাকে দেখার পর অন্য কা...
31/07/2025

#6049

আস্সালামুআলাইকুম❤️জানিনা কি দিয়ে শুরু করবো। তেমন গুছিয়ে কথা বলতেও পারি না😭শুধু এটুকুই বলবো🥺তোমাকে দেখার পর অন্য কাউকে দেখার ইচ্ছা টা হারিয়ে গেছে😞নিজের জীবনের অস্তিত্ব তোমার কাছে দিয়ে দিয়েছি😞😩তোমাকে আমার জীবনের সেই চাঁদ বানাতে চাই,যে চাঁদ আমার অন্ধকার জীবনে আলো জ্বালিয়ে দেয়🥹❤️আমি চাই, এই আলো সবসময় আমার পাশে থাকুক🥹তোমাকে সরাসরি বলার সাহস আমার নাই🥺🥺 তাই এখানেই বললাম।থাকবে কি আমার সাথে সারাজীবন?🥺🥺
❤️❤️প্ৰিয়❤️❤️
🥺🥹অনেক ভালোবাসি তোমায়🥹🥺

31/07/2025

বিচার করার দায়িত্ব আপনাদের 🌚বলেন ছেলে না মেয়ে ?🙂

আমি করলেই দোষ 🙂?
31/07/2025

আমি করলেই দোষ 🙂?

 #6048From:Unknown kew ekjonTo:Nam amr mone😌🥀Tomak jedin fst dekhcilm oidin e ami feel krte parii kto tah valobeshe felc...
31/07/2025

#6048

From:Unknown kew ekjon

To:Nam amr mone😌🥀

Tomak jedin fst dekhcilm oidin e ami feel krte parii kto tah valobeshe felchii tomk,,,tomk dekhii sheidin tumi frd der sthe adda dicchile,, amr ekhono mne achee tmii white shirt poraa chile!!tomr chokee mukee ek onno rokm hashii chilo... Jeii dekhbe seii preme poree jabee..Shahos r jonno bolte parini tomake.. Aro tmi amr Senior r jonno o🥺🫶Asha koriii tomr kono gf nayy.Tomr I'd te nok deyar shahos paini,,,jdi tumii eii post a dekho plss nok dio🤍✨Onkkk valobashi tomk.......!!🥹💖🫶

29/07/2025

#6047

 #6046From: সেই মেয়েটি To: অতি ভদ্র বালক "পিয়াল"                                                                      ...
29/07/2025

#6046

From: সেই মেয়েটি
To: অতি ভদ্র বালক "পিয়াল"
জীবন এ প্রেমে পরার অনুভূতি কী জিনিস তুমি কি তা বুঝো, পিয়াল? থাক তোমার বুঝা লাগবে না । তবে রাস্তায় হাঁটার সময় ডানে - বায়ে দেখে যেও। এইযে তোমাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকি,এইটা ও তো খেয়াল করো না । রাস্তায় হাঁটার সময় কোথায় তাকায় থাকো?😒... এতোদিন খুবই ধৈর্য ধরে তুমার অপেক্ষা করেছি কিন্তু আজকাল তুমার ভালোবাসা পেতে খুবই ইচ্ছে করে। একটু ভালবাসবে আমায়?

28/07/2025

#6045

 #6044কুষ্টিয়া সরকারি ফিল্ডের ভেতর একবার দেখা হয়েছিল, মনটা সেখানেই আটকে গেছে... নাম নাকি সরোয়ার, কেউ কি চিনো?"
28/07/2025

#6044

কুষ্টিয়া সরকারি ফিল্ডের ভেতর একবার দেখা হয়েছিল, মনটা সেখানেই আটকে গেছে... নাম নাকি সরোয়ার, কেউ কি চিনো?"

 #6043To: সুঁইট আহম্মেদ From: চেনা কেউ একজন তোমাকে প্রথম দেখাতেই প্রেমে পরে গেছিএসব সামনাসামনি বলার সাহস নেই কিন্তু এখান...
27/07/2025

#6043

To: সুঁইট আহম্মেদ
From: চেনা কেউ একজন

তোমাকে প্রথম দেখাতেই প্রেমে পরে গেছি
এসব সামনাসামনি বলার সাহস নেই কিন্তু এখানে বলতে কোনো ভয় নেই। তোমার হাসি, অভিমান, চুপ থাকা, কথায় কথায় রেগে যাওয়া, আবার কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাওয়া সব ছোট ছোট জিনিসগুলোতেই আমি নতুন করে তোমার প্রেমে পড়ে যায়। তুমি বুঝতে চাওনা জানি। তবে তুমি কষ্ট পেলে আমি বুঝি, তখন আমারও মন খারাপ হয়ে যায়!
তোমার একটু হাসি আমার সারাদিনের tiredness remove করার জন্য যথেষ্ট...
শেষে একটা কথায় বলি, তোমার জন্য আমি আছি, আগামীতেও থাকবো।

27/07/2025

#6042

 #6140ভাগ্যে নাই বলে হাল ছেড়ে দিও না,,কাউকে ভালোবাসলে এমন ভাবে ভালোবাসোযদি সে তোমার ভাগ্যে না ও থাকে!!তাও যেন সৃষ্টিকর্...
27/07/2025

#6140

ভাগ্যে নাই বলে হাল ছেড়ে দিও না,,

কাউকে ভালোবাসলে এমন ভাবে ভালোবাসো

যদি সে তোমার ভাগ্যে না ও থাকে!!

তাও যেন সৃষ্টিকর্তা তোমার ভালোবাসায় মুগ্ধ হয়ে তোমার ভাগ্যে লিখে দিতে বাধ্য হয়!!

Address

Ns Road
Kushtia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Crush and confession kst posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category