
31/07/2025
#6050
**"প্রতিদিন সকালে তোমাকে দেখি কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের সামনে প্রাইভেটে আসতে। প্রথমে শুধুই চোখে পড়ত, ধীরে ধীরে তুমি চোখে লেগে থাকতে শুরু করলে। এখন তো অবস্থা এমন হয়েছে, যেদিন তোমাকে দেখি না, সেদিন সকালটাই কেমন ফাঁকা ফাঁকা লাগে।
তুমি আমার একরকম দিনের শুরু, আর মন ভালো রাখার একটা ছোট্ট কারণ। জানি না কেন, কিন্তু তোমার চলাফেরা, তোমার চেহারার ভদ্রতা, সবকিছু আমার মনে ছাপ রেখে গেছে।
সত্যি বলতে, আমি তোমায় পছন্দ করতে শুরু করেছি। হয়তো এটাকে কেউ বলবে ক্রাশ, কেউ বলবে পাগলামি — কিন্তু আমার কাছে এটা একদমই সত্যি অনুভব। অনেক দিন ধরে নিজেকে বোঝানোর চেষ্টা করেছি কিছু না বলেই থাকবো, কিন্তু আর পারলাম না। তাই আজ সাহস করে জানালাম—তোমার জন্য আমার মনে একটা আলাদা জায়গা তৈরি হয়েছে।
যদি কখনও মন থেকে জানতে চাও আমি কেমন, আমি এখানে আছি — সোজা, সাধারণ আর একটুখানি ভালোবাসা নিয়ে। 😊"**