18/09/2024
: কয়েকটি টিপস মেনে বাড়িতেই বানিয়ে নিন বিরিয়ানি, স্বাদ হবে হুবহু দোকানের মত।
😋লম্বা-লম্বা, ঝরঝরে খুশবুদার চাল, নরম তুলতুলে গোসতের টুকরো আর রসালো ইয়া বড় একখানা আলু... উফফফ এর থেকে তৃপ্তি আর কিসে আছে!
#বিরিয়ানি! মুখে দিলেই মন খুশ! কিন্তু সমস্যা হল, বাড়িতে বানানো বিরিয়ানির স্বাদ কিছুতেই দোকানের মত হচ্ছে না? টেনশন শিকেয় তুলুন। মেনে চলুন এই কয়টা টিপস, বুঝতেই পারবেন না বিরিয়ানি বাড়িতে বানানো না দোকানের........
★ বিরিয়ানিতে ঘিয়ের পরিমাণ খুব গুরুত্বপূর্ণ। ঘিয়ের মাপ ঠিক না হলে বিরিয়ানি শুকনো হয়ে যায়। তাই পর্যাপ্ত মাত্রায় ঘি ব্যবহার করুন। ১কেজি চালের জন্য ৩-৪ টেবিল (চা চামচ না) চামচ ঘি ব্যবহার করতে পারেন।
★ চিকেন হোক কিংবা বীফ বা মাটন, বিরিয়ানি রান্নার সময় চর্বিযুক্ত গোশত ব্যবহার করুন। ১কেজি গোশতে ১০০/১৫০ গ্রাম চর্বি/তেল রাখুন।
★ বাজার থেকে কেনা বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি না বানিয়ে বাসায় নিজে মসলা বানিয়ে রান্না করুন। বিরিয়ানির মশলা মানে লবঙ্গ, ছোট এলাচ, শাহজিরে, মৌরি, শাহমরিচ, জায়ফল, জৈয়িত্রী, বড় এলাচ, কাবাবচিনি পরিমাণ মতো নিয়ে টেলে নিয়ে গুড়ো করে নিন। যদি এই মসলা গুলো না থাকে তাহলে লবঙ্গ, বড় এলাচ, ছোট এলাচ, তেজপাতা, দারুচিনি,মৌরি, কালো গোল মরিচ এবং মিষ্টি মরিচ টেলে নিয়ে গুড়ো করে নিবেন। এই টাটকা মশলা দিয়ে বিরিয়ানি রান্না করুন।
★বিরিয়ানির ভাত ঝরঝরে রাখতে রান্নার ৩০ মিনিট আগে চাল ভিজিয়ে রাখুন। চাল ফোটানোর সময় ভিনেগার আর লবণ দিয়ে ফোটাবেন, তা হলেই ভাত সাদা, ঝরঝরে হবে।
★ দম বিরিয়ানির ক্ষেত্রে চাল পুরোপুরি সেদ্ধ করবেন না, ৮০ শতাংশ সিদ্ধ করুন প্রথমে। বাকিটা দমেই হয়ে যাবে।
★ বিরিয়ানির গোশত রান্নার আগে টক দই দিয়ে ম্যারিনেট করে রাখুন মিনিমাম ৪৫ মিনিট। দেখবেন গোশত নরম, তুলতুলে হবে। বিরিয়ানি রান্নার সময় যে গ্রেভিটা বানাবেন, তাতে টক দই দিবেন।এতে করে গ্রেভির থিকনেস বাড়বে এবং স্বাদেও দ্বিগুণ হবে।
★ খেয়াল রাখবেন যে পাত্রে বিরিয়ানি দম-এ বসাবেন, সেটির তলাটা যেন মোটা হয়, পাতলা হলে বিরিয়ানি পুড়ে যেতে পারে। নীচে একটি তাওয়া রেখে তার উপর হাঁড়িটি বসিয়ে দিলে আরও ভালো দমে বসে বিরিয়ানি, এতে করে সরাসরি পাত্রের গায়ে আঁচ লাগবে না।
Afrin's Kitchen