
11/06/2025
বিষয়: বহলবাড়ীয়া সেন্টার বাজার সংলগ্ন ঝুঁকিপূর্ণ মহাসড়কে ওভার ব্রিজ ও গতিরোধক বিট স্থাপনের জোর দাবি।
কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের বহলবাড়ীয়া সেন্টার বাজার সংলগ্ন মহাসড়কটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও প্রাণঘাতী রূপ ধারণ করেছে। এই সড়কের দুপাশে বসবাসরত হাজার হাজার মানুষ প্রতিদিন মৃত্যুভয়ের মধ্যে দিয়ে চলাচল করে থাকেন। বিশেষ করে শিশু-কিশোর শিক্ষার্থীদের স্কুলে যাওয়া-আসা প্রতিনিয়ত অনিরাপদ হয়ে উঠেছে।
উল্লেখযোগ্য প্রতিষ্ঠানসমূহ, যেগুলোর শিক্ষার্থী, কর্মচারী ও সাধারণ জনগণ এই সড়ক পার হন:
১. বহলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
২. বহলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়
৩. এস. বি. কিন্ডার গার্টেন
৪. নতুন কুঁড়ি প্রি-ক্যাডেট
৫. বসাখ আদর্শ বিদ্যানিকেতন
৬. বাংলাদেশ কৃষি ব্যাংক
৭. বাজার কেন্দ্রীয় মসজিদ
৮. বৃহত্তর কাঁচা বাজার
৯. কৃষি ব্যাংক, ইসলামী ব্যাংক ও বিভিন্ন এনজিও অফিস
১০. সাহেবনগর জামিয়াতুল উলুম মাদরাসা
এছাড়া বাজার এলাকায় রয়েছে শতাধিক দোকানপাট, কাপড়ের দোকান, টেইলার্স ও নানাবিধ ব্যবসাপ্রতিষ্ঠান, যেগুলোর সঙ্গে দৈনন্দিন হাজারো মানুষের যাতায়াত রয়েছে।
এই এলাকায় একটি ওভার ব্রিজ এবং একাধিক গতিরোধক (স্পিড ব্রেকার) স্থাপন এখন সময়ের দাবি।
কারণ:
প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা ঘটছে।
শিশু শিক্ষার্থীরা রাস্তা পার হতে গিয়ে ভয় ও বিপদের মুখোমুখি হচ্ছে।
বাজার ও আশেপাশের এলাকায় কোনো বিকল্প নিরাপদ পারাপারের ব্যবস্থা নেই।
আমরা বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগসহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে অতি দ্রুত এই স্থানে একটি পথচারী ওভারব্রিজ ও কার্যকর গতিরোধক স্থাপন করা হয়।
দলমত নির্বিশেষে আসুন, আমরা সকলে মিলে এই গুরুত্বপূর্ণ দাবির পক্ষে সোচ্চার হই এবং আমাদের বাজার, শিক্ষার্থী ও এলাকাবাসীর জীবনের নিরাপত্তা নিশ্চিত করি।
জীবন আগে, রাস্তা পরে।
মানবিক দায়বদ্ধতা থেকেই হোক আমাদের প্রয়াস।