Fahad Ummat

Fahad Ummat I am Fahad Ummat Professional SEO Expert in Bangladesh . I provide On page SEO service and off page Fahad Ummat is the Best SEO Expert in Bangladesh.

He Provides high-Quality SEO services all over the world. He is full-time work on Fiverr, Upwork, and SEOclerks.

বড় স্বপ্ন কখনো একা পূরণ হয় নাএই কঠিন সত্যটি আমরা অনেকেই স্বীকার করতে চাই না। বাংলাদেশের ধনী শ্রেণির দিকে তাকালে দেখা যায়...
03/06/2025

বড় স্বপ্ন কখনো একা পূরণ হয় না
এই কঠিন সত্যটি আমরা অনেকেই স্বীকার করতে চাই না। বাংলাদেশের ধনী শ্রেণির দিকে তাকালে দেখা যায়, তারা একটি পর্যায়ে পৌঁছানোর পর আর এগোতে পারেন না। কারণ, সম্পদ নিজেদের কাছেই কুক্ষিগত করে রাখার প্রবণতা তাদের মধ্যে প্রকট। এরই ফলে আজ পর্যন্ত বাংলাদেশে মাত্র একটি ইউনিকর্ন কোম্পানি হয়েছে — বিকাশ। উল্লেখ্য, কোনো কোম্পানির বাজারমূল্য যদি ১ বিলিয়ন ডলারের বেশি হয়, তবে তাকে ইউনিকর্ন কোম্পানি বলা হয়। অথচ আমাদের পাশের দেশ ভারতেই ১০০টির বেশি ইউনিকর্ন কোম্পানি গড়ে উঠেছে।
এবার আসুন আমরা দৃষ্টি দিই আধুনিক বিশ্বের শীর্ষ ধনীদের দিকে।
ইলন মাস্ক, জেফ বেজোস, এবং জেনসেন হুয়াং — এরা প্রত্যেকেই নিজেদের কোম্পানির সম্পূর্ণ মালিক নন।
ইলন টেসলার ২০%, বেজোস অ্যামাজনের ৯%, আর জেনসেন এনভিডিয়ার মাত্র ৪% শেয়ারের মালিক।
তবুও তারা বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় রয়েছেন।
তাদের সাফল্যের মূলমন্ত্র একটাই:
"অন্যদের যত বেশি মূল্য বা উপকার দেওয়া যায়, নিজের জন্যও তত বেশি সৃষ্ট হয়।"
সম্পদ ভাগ করে দিলেও, একা সবটুকু নিজের কাছে রেখে দেওয়ার চেয়ে — সবাইকে সঙ্গে নিয়ে বড় কিছু তৈরি করলেই আসে প্রকৃত সাফল্য।
এমাজনের উদাহরণই ধরা যাক — এই কোম্পানির সঙ্গে সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ যুক্ত। তারা বিভিন্নভাবে এই ব্যবসার অংশীদার হয়ে নিজেদের ভাগ্য বদলে ফেলছে, আর এরই মাধ্যমে বেজোসের আয় আরও বাড়ছে।
একটি আফ্রিকান প্রবাদ আছে:
"দ্রুত যেতে চাইলে একা যাও, আর দূর যেতে চাইলে একসাথে যাও।"
কারণ, একটি ট্রিলিয়ন ডলারের কোম্পানি গড়তে একা কারো পক্ষে সব জানা বা করা কখনোই সম্ভব নয়।
C@Golam Kamruzzaman

Salary is a drug given to you to forget your dreams.
28/03/2025

Salary is a drug given to you to forget your dreams.

Address

Kushtia
7000

Alerts

Be the first to know and let us send you an email when Fahad Ummat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fahad Ummat:

Share