Fahad Ummat

Fahad Ummat I am Fahad Ummat Professional SEO Expert in Bangladesh . I provide On page SEO service and off page Fahad Ummat is the Best SEO Expert in Bangladesh.

He Provides high-Quality SEO services all over the world. He is full-time work on Fiverr, Upwork, and SEOclerks.

বড় স্বপ্ন কখনো একা পূরণ হয় নাএই কঠিন সত্যটি আমরা অনেকেই স্বীকার করতে চাই না। বাংলাদেশের ধনী শ্রেণির দিকে তাকালে দেখা যায়...
03/06/2025

বড় স্বপ্ন কখনো একা পূরণ হয় না
এই কঠিন সত্যটি আমরা অনেকেই স্বীকার করতে চাই না। বাংলাদেশের ধনী শ্রেণির দিকে তাকালে দেখা যায়, তারা একটি পর্যায়ে পৌঁছানোর পর আর এগোতে পারেন না। কারণ, সম্পদ নিজেদের কাছেই কুক্ষিগত করে রাখার প্রবণতা তাদের মধ্যে প্রকট। এরই ফলে আজ পর্যন্ত বাংলাদেশে মাত্র একটি ইউনিকর্ন কোম্পানি হয়েছে — বিকাশ। উল্লেখ্য, কোনো কোম্পানির বাজারমূল্য যদি ১ বিলিয়ন ডলারের বেশি হয়, তবে তাকে ইউনিকর্ন কোম্পানি বলা হয়। অথচ আমাদের পাশের দেশ ভারতেই ১০০টির বেশি ইউনিকর্ন কোম্পানি গড়ে উঠেছে।
এবার আসুন আমরা দৃষ্টি দিই আধুনিক বিশ্বের শীর্ষ ধনীদের দিকে।
ইলন মাস্ক, জেফ বেজোস, এবং জেনসেন হুয়াং — এরা প্রত্যেকেই নিজেদের কোম্পানির সম্পূর্ণ মালিক নন।
ইলন টেসলার ২০%, বেজোস অ্যামাজনের ৯%, আর জেনসেন এনভিডিয়ার মাত্র ৪% শেয়ারের মালিক।
তবুও তারা বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় রয়েছেন।
তাদের সাফল্যের মূলমন্ত্র একটাই:
"অন্যদের যত বেশি মূল্য বা উপকার দেওয়া যায়, নিজের জন্যও তত বেশি সৃষ্ট হয়।"
সম্পদ ভাগ করে দিলেও, একা সবটুকু নিজের কাছে রেখে দেওয়ার চেয়ে — সবাইকে সঙ্গে নিয়ে বড় কিছু তৈরি করলেই আসে প্রকৃত সাফল্য।
এমাজনের উদাহরণই ধরা যাক — এই কোম্পানির সঙ্গে সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ যুক্ত। তারা বিভিন্নভাবে এই ব্যবসার অংশীদার হয়ে নিজেদের ভাগ্য বদলে ফেলছে, আর এরই মাধ্যমে বেজোসের আয় আরও বাড়ছে।
একটি আফ্রিকান প্রবাদ আছে:
"দ্রুত যেতে চাইলে একা যাও, আর দূর যেতে চাইলে একসাথে যাও।"
কারণ, একটি ট্রিলিয়ন ডলারের কোম্পানি গড়তে একা কারো পক্ষে সব জানা বা করা কখনোই সম্ভব নয়।
C@Golam Kamruzzaman

Salary is a drug given to you to forget your dreams.
28/03/2025

Salary is a drug given to you to forget your dreams.

10/12/2024
Discussion Program on Freelancer Banking Issues with Kushtia Freelancer Community and Local Bank Representatives, Organi...
31/10/2024

Discussion Program on Freelancer Banking Issues with Kushtia Freelancer Community and Local Bank Representatives, Organized by Swisscontact

BREAKING!!!OpenAl confirms GPT-5 is coming. With training already underway, this model promises to take artificial intel...
03/06/2024

BREAKING!!!
OpenAl confirms GPT-5 is coming.
With training already underway, this model promises to take artificial intelligence to a new level.
Additionally, OpenAl has formed a new Safety and Security Team, led by Sam Altma

কুষ্টিয়া জেলার আইটি সেক্টরকে আরো কিভাবে ডেভলপ করা যায় এই লক্ষ্যে PRABRIDDHI: Local Economic Development (LED) প্রকল্পে...
26/04/2024

কুষ্টিয়া জেলার আইটি সেক্টরকে আরো কিভাবে ডেভলপ করা যায় এই লক্ষ্যে PRABRIDDHI: Local Economic Development (LED) প্রকল্পের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালযয়ের সম্মানিত অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপসচিব, উপ-প্রকল্প পরিচালক এবং পরিকল্পনা কমিশনের প্রতিনিধির সাথে Kushtia Freelancer Association এর বৈঠক।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন PRABRIDDHI: Local Economic Development (LED) প্রকল্পের Mid Term Review এর জন্য ৭ (সাত) সদস্য বিশিষ্ট একটি কমিটি কুষ্টিয়া এসেছিলেন। এই কমিটিতে ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. মোঃ আমিনুর রহমান, যুগ্মসচিব (উন্নয়ন) ও প্রবৃদ্ধি প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মোঃ কামাল হোসেন,উপসচিব (পরিকল্পনা-২) ও উপ-প্রকল্প পরিচালক পলি কর, উপসচিব (উন্নয়ন-২) বেগম জেসমিন পারভীন, পরিকল্পনা কমিশনের প্রতিনিধি হিসেবে মনোনীত কর্মকর্তা জনাব মোহাম্মদ নুরুজ্জামান উপপ্রধান, আইএমইডি'র প্রতিনিধি হিসেবে মনোনীত কর্মকর্তা জনাৰ মো: আমিনুর রহমান।
কুষ্টিয়া জেলার আইটি সেক্টরকে আরো কিভাবে ডেভলপ করা যায় এই রিলেটেড বেশ কিছু প্রকল্প গ্রহণ করা হবে। আমরা বেশ কিছু মতামত দিয়েছি এবং সঠিকভাবে কিভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে।
আজকে দুইটা মিটিং ছিল প্রথমটা দিশা টাওয়ারে Kushtia Freelancer Association এর সাথে বৈঠক। অন্যটা কুষ্টিয়া পৌরসভায় কুষ্টিয়ার মেয়র মহোদয়, মন্ত্রণালয় থেকে আসা সকল সচিব, কুষ্টিয়া পৌরসভার সকল কাউন্সিলর এবং কমিটির অন্যান্য মেম্বারদের নিয়ে। Local Economic Development এর জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কুষ্টিয়াতে আরও বেশ কিছু যুগোপযোগী প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছেন। আইটি সেক্টরের মানুষদের জন্য আমরা উনাদের সঠিক এবং যুগোপযোগী পরামর্শ দিয়ে আমরা এই জেলার উন্নয়নে অবদান রাখতে পারব। আপনাদের সকলের সাহায্য দরকার। যারা কষ্ট করে আজকে এসেছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

বামপাশের ভদ্রলোকের নাম বিল গেটস। ভদ্রলোক পৃথিবীর ৭ম ধনী ব্যক্তি। যার সম্পদের পরিমাণ প্রায় ১২৯ বিলিয়ন ডলার। বাংলাদেশের রি...
06/03/2024

বামপাশের ভদ্রলোকের নাম বিল গেটস। ভদ্রলোক পৃথিবীর ৭ম ধনী ব্যক্তি। যার সম্পদের পরিমাণ প্রায় ১২৯ বিলিয়ন ডলার। বাংলাদেশের রিজার্ভ যদি ২৫ বিলিয়নও ধরি, তাহলে এমন প্রায় ৫টা বাংলাদেশের রিজার্ভের চেয়েও বেশি অর্থসম্পদ আছে তাঁর। তাঁর পরণে যে ব্লেজারটা দেখছেন, দেখলে আমাদের কাছে মনে হবে - এটা সবেমাত্র গুলিস্তান থেকেই কিনে এনেছেন কিংবা এটা ছাড়া কোন জামা ভদ্রলোকের নেই৷
পাশেরজন ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। যিনি বিশ্বের ৪র্থ ধনী লোক। যার সম্পদের পরিমাণ প্রায় ১৭৭ বিলিয়ন ডলার। যা ৭টা বাংলাদেশের রিজার্ভের চেয়েও বেশি। যেই জামাটি তিনি পরেছেন, মনে হবে- পরিবারের কোন নারী সদস্যের সালোয়ার কামিজ বানিয়ে যেই অবশিষ্টাংশ বাকি ছিল, সেটা দিয়েই জামাটা বানিয়েছে। (দুইজন আম্বানির পুত্রের বিয়ের দাওয়াতে এসে ছবিটি তুলেছেন।)
অথচ পৃথিবীর সব বড়বড় পোশাক ব্রান্ড কিনে ফেলার মতো সামর্থ্য থাকলেও পোশাকআশাকে তারা একদম সাধারণ! এটাই বোধহয় সবচেয়ে বড় উদাহরণ যে, পোশাক কারোর যোগ্যতার মাপকাঠি হতে পারে না।
কোন এক ভদ্রলোক বলেছিলেন - আপনি যদি এমন যোগ্যতাসম্পন্ন কেউ না হোন, কিন্তু দামী আইফোন কিনে হাতে নিয়ে ঘুরেন, তাহলে মানুষ আইফোনের দিকেই তাকাবে। কিন্তু, আইফোন কোম্পানির মালিক যদি রাস্তায় হাঁটে তাহলে মানুষ তাঁর দিকেই তাকাবে!
এবার চিন্তা করুনঃ আপনার এলাকার কোন ধনী লোক কারো বিয়ে খেতে গিয়ে এমন জামা পড়েছে, তাহলে লোকজন ঠিক কি বলবে?
- পোশাক যোগ্যতার মাপকাঠি নয়!!

বাম পাশ থেকে➪︎১ম জন-টাকা উপার্জন করতে করতে পৃথিবীর সৌন্দর্য দেখতে পাচ্ছে না।➪︎২য় জন-শুধু শিক্ষা  অর্জন করতে করতে পরিপূর্...
29/01/2024

বাম পাশ থেকে
➪︎১ম জন-টাকা উপার্জন করতে করতে পৃথিবীর সৌন্দর্য দেখতে পাচ্ছে না।
➪︎২য় জন-শুধু শিক্ষা অর্জন করতে করতে পরিপূর্ণ সুন্দরটা দেখতেছে না।
➪︎৩য় জন-শিক্ষা ও অর্থ উপার্জন দুটো একসাথে করতেছে তাই পৃথিবীর আসল সৌন্দর্য্য উপভোগ করতেছে।
➪︎৪র্থ জন- শিক্ষা এবং অর্থ কিছু না থাকাতে পুরো পৃথিবী তার জন্য অন্ধের মতো।

এটাই পৃথিবীর শ্রেষ্ঠ বাস্তবতা।
Cp

28/08/2023

The Power of a Support System

A support system is an essential need for all living beings, providing a foundation for growth and achievement. This article highlights key insights from this topic:

Social Support Network: The term "support system" encompasses a network of individuals, including friends, family, and peers, who offer both emotional and practical assistance.

Universal Requirement: Everyone, from family and friends to colleagues, therapists, celebrities, and religious leaders, benefits from having a support system.

Traits of an Effective Support System: A strong support system is characterized by qualities such as accountability, reliability, responsibility, authenticity, and the ability to add value.

Real-life Illustration: An illustrative video features a young boy in a martial arts class struggling with breaking a board. Despite repeated failures, his unwavering support system of peers and his trainer motivates him. Eventually, with their encouragement, he achieves the seemingly impossible by breaking the board.

A Clear Message: The video exemplifies the potential of a supportive group in enabling individuals to accomplish feats that initially appear unattainable. It underscores the importance of building and maintaining a robust support system for personal and collective growth.

দুইটাই কিন্তু বাঘ। ১ম টি যিনি বানিয়েছেন তিনিও আর্টিস্ট। ২য় টি যিনি বানিয়েছেন উনিও আর্টিস্ট। এখন চয়েজ আপনার, আপনি কোন...
04/05/2023

দুইটাই কিন্তু বাঘ। ১ম টি যিনি বানিয়েছেন তিনিও আর্টিস্ট। ২য় টি যিনি বানিয়েছেন উনিও আর্টিস্ট। এখন চয়েজ আপনার, আপনি কোন আর্টিস্ট এর কাছে যাবেন বা কোন বাঘটা আপনার চাই।
তবে এটা মাথায় রাখবেন চিনি যত বেশি দেবেন, ততই শরবত মিষ্টি হবে। ভালো জিনিসের দা*ম একটু বেশিই হয়। টা*কা ঢালবেন না, চাইবেন ১ম বাঘটা, তা কখনই পাবেন না।
কথায় আছে না, বুজলে বুঝ পাতা না বুজলে ....... 🤔
কালেক্টেড True fact.

প্রভাতফেরী, প্রভাতফেরীআমায় নেবে সঙ্গে,বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে।
20/02/2023

প্রভাতফেরী, প্রভাতফেরী
আমায় নেবে সঙ্গে,
বাংলা আমার বচন,
আমি জন্মেছি এই বঙ্গে।

Address

Kushtia
7000

Alerts

Be the first to know and let us send you an email when Fahad Ummat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fahad Ummat:

Share