এসো কল্যাণের পথে - এসো শান্তির পথে

  • Home
  • Bangladesh
  • Kushtia
  • এসো কল্যাণের পথে - এসো শান্তির পথে

এসো কল্যাণের পথে - এসো শান্তির পথে আসসালামু আলাইকুম।
দ্বীন প্রচারের ক্ষুদ্র প্রচেষ্টা। পেজ ঘুরে ভালো লাগলে ফলো দিয়ে Favorite করে রাখুন।

আসসালামু আলাইকুম...
বিভিন্ন নির্ভরযোগ্য ব্যক্তি,বই,আর্টিকেল থেকে ইসলামের বিভিন্ন বিষয়ে লেখা সংগ্রহ,অনুবাদ করে আমরা নিয়মিত পোস্ট করার চেষ্টা করবো।আমাদের উদ্দেশ্য ইসলামের মৌলিক বিষয় ও ফরজ বিষয় গুলো মুসলিম উম্মাহকে স্বরণ করিয়ে দেওয়া। আমাদের পেইজ,পোস্ট,লেখার বিষয় সহ যেকোনো বিষয়ে মতামত,প্রশ্ন,সমালোচনা,পরামর্শ ইত্যাদি থাকলে আমাদের সাথে নির্দ্বিধায় ইনবক্সে যোগাযোগ করার অনুরোধ রইলো। জাযাকাল্লাহ খইরন...

এক সাহাবী (রাদিআল্লাহু তা'য়ালা আনহু)  জান্নাতের সুসংবাদ পেয়েছেন তিনটি গুণের কারণে:১. কোনো মুমিনের ব্যাপারে অন্তরে বিদ্বে...
02/07/2024

এক সাহাবী (রাদিআল্লাহু তা'য়ালা আনহু) জান্নাতের সুসংবাদ পেয়েছেন তিনটি গুণের কারণে:

১. কোনো মুমিনের ব্যাপারে অন্তরে বিদ্বেষ পোষণ না করা।
২. কারো নি'য়ামতের ব্যাপারে হিংসা না করা।
৩. ঘুমানোর আগে সবাই কে ক্ষমা করে দেওয়া।

~ মুসনাদে বাযযার - ১৯১৮

[ঘুমানোর আগে গুণ গুলো অর্জনের চেষ্টা করি]

Credit : Ikhlas - ইখলাস

দুনিয়া নিয়ে যে মানুষের আশা যত বেশি, তার কষ্টও তত বেশি। – ইবনুল কাইয়্যিম (রহ.)
01/07/2024

দুনিয়া নিয়ে যে মানুষের আশা যত বেশি, তার কষ্টও তত বেশি। – ইবনুল কাইয়্যিম (রহ.)

01/07/2024

'আমি আমার আত্মার সাথে বোঝাপড়া করতে গিয়ে যতটা কঠিন পরিস্থিতিতে পড়েছি, ততটা অন্য কোথাও পড়িনি। আমার আত্মা কখনো আমাকে সাহায্য করে, আবার কখনো বিরোধিতা করে।'

-ইমাম আল গাজালি (রহ.)
বই: টাইমলেস অ্যাডভাইস

30/06/2024

কথা ছিলো নফসকে আমি নিয়ন্ত্রণ করবো, কিন্তু নফস আমাকে নিয়ন্ত্রণ করছে। আল্লাহুম্মাগফিরলি! 💔

16/06/2024

ঈদ মোবারক। 🖤 🌙

تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ

উচ্চারণ: তাক্বব্বালাল্লাহু মিন্না ওয়া-মিনকুম।

অর্থ: আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের এবং আপনার নেক আমল তথা ভালো কাজগুলো কবুল করুন।

এমন কোনো দিবস নেই যেখানে আল্লাহ তা'আলা আরাফা দিবস থেকে বেশি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন।[সহীহ মুসলিম,হাদিস : ১৩৪৮...
15/06/2024

এমন কোনো দিবস নেই যেখানে আল্লাহ তা'আলা আরাফা দিবস থেকে বেশি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন।

[সহীহ মুসলিম,হাদিস : ১৩৪৮]

গালির জবাব...!!
04/06/2024

গালির জবাব...!!

03/06/2024

নিজের বলতে কিছু নেই।
সবকিছু রবের দেয়া নিয়ামত।

- আলহামদুলিল্লাহ! 🖤🌸

02/06/2024

'আযাব হিসেবে এতটুকুই যথেষ্ট, গুনাহের কারণে আপনি আল্লাহর ইবাদত করতে পারছেন না, যদিও আপনার মন চাচ্ছে।'

— ইমাম ইবনুল কাইয়্যিম (রহ)

সূত্র: আদ-দা'উ ওয়াদ-দাওয়া, ৮৭

31/05/2024

বান্দা যখন তাকদিরে বিশ্বাস রাখে এবং এতেই সন্তুষ্ট থাকে, তখন তার অন্তর থেকে দুঃখ, দুঃশ্চিন্তা, আর দূর্দশা দূর হয়ে যায়।

- ইমাম ইবনুল কাইয়্যুম (রহ.)
[মাদারিজুস সালিকীন, ২/১৬৪]

কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেছে? তারা বলবে আমরা সালাত আদায় করতাম না।
30/05/2024

কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেছে? তারা বলবে আমরা সালাত আদায় করতাম না।

: মায়া আছে বলেই পৃথিবীতে বেঁচে আছি।: মায়া কে?: কে হবে আবার? সব কথাতেই সন্দেহ করো। তোমার জন্য শান্তি পেলাম না।: ওও, শান্ত...
29/05/2024

: মায়া আছে বলেই পৃথিবীতে বেঁচে আছি।
: মায়া কে?
: কে হবে আবার? সব কথাতেই সন্দেহ করো। তোমার জন্য শান্তি পেলাম না।
: ওও, শান্তি নামেও আছে একজন! কে সে? বাসা কোথায়? আমি যদি আজ ওই শাকচুন্নিটার মাথা ফাটিয়ে না দিচ্ছি!
: উফফ, আর পারছি না। আমি মুক্তি চাই!
: কী!! আবার মুক্তিকেও চাও! ভালো তো। আমি তো পুরনো হয়ে গেছি। এখন তো মায়া, শান্তি আর মুক্তিদেরই লাগবে।

~ মাহিন মাহমুদ

Address

Kushtia
7000

Website

Alerts

Be the first to know and let us send you an email when এসো কল্যাণের পথে - এসো শান্তির পথে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share