
10/08/2025
বড় বড় আরৎদার তারা বলছে আইপি একটু দেরি হবে। ইমপোর্টার এক্সপোর্টাররা বলছে আইপি হয়ে যাবে এই সপ্তাহে। খামার বাড়ির সংবাদ অনুযায়ী তারা বলছে আগামী কালকে একটা সিদ্ধান্ত আসতে পারে। সবকিছুই চলমান প্রসেসিং এ আছে। আগে যেমন সরকার আইপি বন্ধ করে দিয়েছিলো, তখন কেউ আর আবেদন করতে পারতো না। তবে গত বৃহস্পতিবার থেকে সকলেই আবেদন করতে পারছে আইপির জন্য। অর্থাৎ সবকিছুই প্রসেসিং এ আছে। আগে যেমন আবেদন করলে টাকা কাটতো না এবং আইপির জন্য আবেদন করাও যেত না। এখন টাকা কেটে নিচ্ছে। তাই বলা চলে আইপি হবে, সব কিছু প্রসেসিং এ আছে। যেকোনো মুহূর্তে হতে পারে। তবে আইপি হওয়ার আগে যেমন ভোক্তা অধিদপ্তর পেঁয়াজের আরতে ব্যাপকভাবে মনিটরিং করে, সেই ব্যাপকভাবে মনিটরিং লক্ষ্য করা যাচ্ছে না।