Kushtia Tv

Kushtia Tv Hello Guy's
Welcome to my Kushtia tv page. I will be shown through this page about the dail

বড় বড় আরৎদার তারা বলছে আইপি একটু দেরি হবে। ইমপোর্টার এক্সপোর্টাররা বলছে আইপি হয়ে যাবে এই সপ্তাহে। খামার বাড়ির সংবাদ ...
10/08/2025

বড় বড় আরৎদার তারা বলছে আইপি একটু দেরি হবে। ইমপোর্টার এক্সপোর্টাররা বলছে আইপি হয়ে যাবে এই সপ্তাহে। খামার বাড়ির সংবাদ অনুযায়ী তারা বলছে আগামী কালকে একটা সিদ্ধান্ত আসতে পারে। সবকিছুই চলমান প্রসেসিং এ আছে। আগে যেমন সরকার আইপি বন্ধ করে দিয়েছিলো, তখন কেউ আর আবেদন করতে পারতো না। তবে গত বৃহস্পতিবার থেকে সকলেই আবেদন করতে পারছে আইপির জন্য। অর্থাৎ সবকিছুই প্রসেসিং এ আছে। আগে যেমন আবেদন করলে টাকা কাটতো না এবং আইপির জন্য আবেদন করাও যেত না। এখন টাকা কেটে নিচ্ছে। তাই বলা চলে আইপি হবে, সব কিছু প্রসেসিং এ আছে। যেকোনো মুহূর্তে হতে পারে। তবে আইপি হওয়ার আগে যেমন ভোক্তা অধিদপ্তর পেঁয়াজের আরতে ব্যাপকভাবে মনিটরিং করে, সেই ব্যাপকভাবে মনিটরিং লক্ষ্য করা যাচ্ছে না।

আজকে চালের আইপি হয়েছে। তবে পেঁয়াজের আইপি হয়নি। চাষী ভাইয়েরা পেঁয়াজের দাম ৩০০০ হলেই বিক্রি করতে থাকবেন। ৩০০০ এর উপরে গ...
10/08/2025

আজকে চালের আইপি হয়েছে। তবে পেঁয়াজের আইপি হয়নি। চাষী ভাইয়েরা পেঁয়াজের দাম ৩০০০ হলেই বিক্রি করতে থাকবেন। ৩০০০ এর উপরে গেলে আইপি হয়ে যাবে। পেঁয়াজের বাজার কুমার কারণে আইপি আজকে হইনি। তবে যেকোনো মুহূর্ত আইপি দিয়ে দিতে পারে সরকার, এটা সরকারের হাতে।

বাজার কমার কারণে, আইপি দিতেও পারে, নাও দিতে পারে ৫০-৫০%। তাই সবাই নিজ সিদ্ধান্তে নিজ দায়িত্বে পেঁয়াজ কিনবেন। একমাত্র বা...
10/08/2025

বাজার কমার কারণে, আইপি দিতেও পারে, নাও দিতে পারে ৫০-৫০%। তাই সবাই নিজ সিদ্ধান্তে নিজ দায়িত্বে পেঁয়াজ কিনবেন। একমাত্র বাজার কুমার কারণেই আইপি হওয়ার সম্ভাবনা পিছিয়ে যেতে পারে। আজকে এবং আগামীকালকের মধ্যে পেঁয়াজের আইপি না হলে বাজার বেড়ে যাবে।

বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি শুরু এটাই বলছে।
06/08/2025

বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি শুরু এটাই বলছে।

06/08/2025
এই মুহূর্তে পেঁয়াজের ব্যবসা খুবই রিস্ক এর মধ্যে। যে কোন মুহূর্তে পেঁয়াজের আইপি হয়ে যেতে পারে।
27/07/2025

এই মুহূর্তে পেঁয়াজের ব্যবসা খুবই রিস্ক এর মধ্যে। যে কোন মুহূর্তে পেঁয়াজের আইপি হয়ে যেতে পারে।

অনেকেই বলাবলি করছে পেঁয়াজের আইপি এই মাসের শেষের দিকে দিতে পারে। আপনারা কি মনে করেন।
20/07/2025

অনেকেই বলাবলি করছে পেঁয়াজের আইপি এই মাসের শেষের দিকে দিতে পারে। আপনারা কি মনে করেন।

অনেকদিন হলো ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া আমাদের পেঁয়াজেই চলছে বাজার।
13/07/2025

অনেকদিন হলো ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া আমাদের পেঁয়াজেই চলছে বাজার।

পেঁয়াজের বাজার সকালে বেশি ছিল এখন কম। এটা কোন পেঁয়াজের বাজার হলো একদিন বেড়ে পরেই কমে যায়।
13/07/2025

পেঁয়াজের বাজার সকালে বেশি ছিল এখন কম। এটা কোন পেঁয়াজের বাজার হলো একদিন বেড়ে পরেই কমে যায়।

01/07/2025

বাড়ছে পেঁয়াজের দাম। আজকে খোকসা কুষ্টিয়া পেঁয়াজের বাজার ১৭৫০ থেকে ১৮০০ টাকা মণ।

আজকে পেঁয়াজের বাজার বেশি। খোকসা, কুষ্টিয়া পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭০০ থেকে ১৭৫০ টাকার মণ। যেটা গতকালকে ছিলো ১৬০০ থেকে ১৬৫...
28/06/2025

আজকে পেঁয়াজের বাজার বেশি। খোকসা, কুষ্টিয়া পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭০০ থেকে ১৭৫০ টাকার মণ। যেটা গতকালকে ছিলো ১৬০০ থেকে ১৬৫০ টাকা মণ।

এই মুহূর্তে কোনোভাবেই পেঁয়াজের আইপি হচ্ছে না। পেঁয়াজের বাজার কম পাইলে আপনারা পেঁয়াজ কিনবেন। আর যে সমস্ত কৃষক ভাইরা ভয...
25/06/2025

এই মুহূর্তে কোনোভাবেই পেঁয়াজের আইপি হচ্ছে না। পেঁয়াজের বাজার কম পাইলে আপনারা পেঁয়াজ কিনবেন। আর যে সমস্ত কৃষক ভাইরা ভয় পাবেন আইপির বিষয়ে তারা বিক্রি করবেন। যাদের মনে ধৈর্য আছে, ধৈর্য ধরে বসে থাকেন কোন গুজবে কান দিবেন না। পেঁয়াজের বাজার বাড়বে। ধরেন এখন ইন্ডিয়া থেকে যদি পেঁয়াজ আশা শুরু করলো। ইন্ডিয়াতে তাদের দেশে বর্তমানে পেঁয়াজের যে বাজার আছে সেই বাজার অনুযায়ী আমাদের দেশে তাদের পেঁয়াজের পর্তা পরবে, বর্তমান বাজার অনুসারে 45 টাকা। ধরেন আজকে আইপি হয়ে গেল বাংলাদেশ। তখনই সাথে ইন্ডিয়াতে পেঁয়াজের দাম আরো কেজি প্রতি ৫ রুপি বেড়ে যাবে। এখন সেই বাড়তি বাজার অনুযায়ী ইন্ডিয়ান পেঁয়াজের পর্তা পরবে ৫০ টাকার বেশি। ইন্ডিয়ান পেঁয়াজের চেয়ে দেশি পেঁয়াজের দাম সব সময় ৫ টাকা কেজিতে বেশি থাকে। এবার ভাবেন দেশী পেঁয়াজের বাজার কেমন হতে পারে। অর্থাৎ ইন্ডিয়ান পেঁয়াজ আসা শুরু করলে দেশি পেঁয়াজের দাম কেজি প্রতি এখন যে বাজার আছে তার থেকে ১০ টাকা বেড়ে যাবে। এবার আপনারা পেঁয়াজ বিক্রি করবেন, না ধরে রাখবেন সেটা আপনারা ভাবেন। অর্থাৎ ইন্ডিয়ান পেঁয়াজ আসলেও দেশি পেঁয়াজের দাম ২০০০ টাকা মণের বেশি হবে। আর ইন্ডিয়ান পেঁয়াজ না আসলেও দেশি পেঁয়াজের দাম 2000 টাকার বেশি হয়ে যাবে। একটু ধৈর্য ধরেন।
(( আরেকটা বিষয় হচ্ছে কিছুদিন আগে ইন্ডিয়াতে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে তাদের অনেক পেঁয়াজই মাঠ থেকে বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গিয়েছে। যার কারণে ইন্ডিয়াতে পেঁয়াজের বাজার বাড়তেছে))

Address

Khoksa
Kushtia
7020

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kushtia Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share