07/02/2024
ভাই তোমার হয়তো আমার এই কথা গুলো মজা ভেবে উড়িয়ে দিবা, কিন্তু আমি এইটা খুব কষ্ট পেয়ে তারপর লিখছি তাই কিছু বলোনা ঠিক আছে কিন্তু উপহাস করো না দোয়া কর ....!
আচ্ছা একটা ছেলে যখন কোনো মেয়েকে ভালোবাসে, সেখানে কি শুধু তার নগ্ন শরীর এর জন্য ভালোবাসে..? আমার তো মনে হয় শরীর এর জন্য যদি ভালোবাসতো তাহলে তোমার কাছে না গিয়ে অল্প কিছু টাকা খরচ করলে অনেক নগ্ন শরীর পেয়ে যেত.... কিন্তু তোমরা মেয়েরা ঐটাকে হাতিয়ার করে বলেন, ভোগ করা হয়ে গেছে তাই আর ভালো লাগেনা.... আসলে কি তাই,
প্রশ্ন থেকে গেলো শত নারীর বিবেক এর কাছে....?
একটা কথা কেন তোমাদের মাথায় যাই না, তার যদি সত্যি নগ্নতা বা নগ্ন শরীর ভালো লাগতো তাহলে তো সে খুব সহজে কোনো যৌন পল্লীতে গিয়ে এইটা উপভোগ করতে পারতো...... কিন্তু তোমরা বিষয়টা এমন ভাবে বলো। যেন তোমার নগ্নতার জন্য সব করেছে ছেলেটি..... কষ্ট তখন হয় যখন তোমরা বোলো আমার সব দিয়েছি যে, এখন কি করে ভালো লাগবে... তখন নিজেকে প্রেমিক বলো বা ভালোবাসার মানুষ, এইসব এর থেকে ধর্ষক বলে বেশি মনে হয়....
ভুলে যেয়োনা পৃথিবীতে 4,002,323,752 এত মেয়ে আছে তারপরও কেন তোমাকেই লাগবে সেই ছেলেটির... এইটাকে যদি তুমি বলো শরীর ভোগ করা তাহলে পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নাই, সবাই এক কাজ ই করে...!
তাই সব শেষ তোমরা মেয়েদের বলতে চাই নিজেকে এত ছোট করো না তোমাদের জায়গা অনেক উপরে..... নিজেকে সন্মান করো...
বিঃ দ্রঃ
এইটা নিয়ে আবার কেউ আমার জীবনের সব কিছু নিয়ে বিচার বিবেচনা করবেন না দোয়া করে... খুব খারাপ লাগা থেকে কথা গুলো লিখা মানে, এই নয় আমি আমার জীবন নিয়ে খারাপ সময় পার করছি....আসলে এখন সমাজে সব মেয়েদের হয়তো না তবে ৯৯% ভাগ মেয়ের চিন্তা ভাবনা টা একটু তুলে ধরার চেষ্টা করলাম।
ভুল হলে "ক্ষমা" দৃষ্টিতে দেখবেন...!
সবার জন্য শুভ কামনা রইলো ....