07/09/2025
#ব্রুনাই #প্রধানমন্ত্রী #সুলতান #হাসান #আল #বলকিয়া #ঈদে #মিলাদুন্নবী #পালন #করছে আমি তো বর্তমান দেশের বাইরে আছি ব্রুনাই থাকি এখানে তো ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সাত দিনব্যাপী মিলাদ মাহফিল দরুদ সালাম হয়েছে আমার প্রশ্ন এখানে তো কোন বাংলাদেশের আলেম-ওলামা নেই তাহলে এরা কেন পালন করে অতএব আমাদের দেশে সদ্য বেশি যে সমস্ত আলেম-ওলামা আছে যারা ঈদে মিলাদুন্নবীকে দেখতে পারেনা এরা মুসলমান না ইহুদের কাতারে পড়ে এটাই সত্যি মানতাম যদি বাংলাদেশ ঈদে মিলাদুন্নবীর বিপক্ষে সবাই বলতো এবং অন্যান্য দেশে যদি একই কথা বলতো কিন্তু যেই দেশে বাংলাদেশে আলেমই নাই সেখানেও ঈদে মিলাদুন্নবী পালন করা হয় তাহলে বুঝতে হবে আমাদের দেশের কিছু আলেম আছে জানতে জানতে জানোয়ার হয়ে গিয়েছে নবীর শুভ আগমনের দিনকে এরা পছন্দ করে না আমার মনে হয় এনাদের হয়তো অন্য কোন নবী আছে