14/10/2025
❤️✨ ১১ বছরের পথ… শুধু সময় নয়, একটা জীবনগাথা ✨❤️
আজ আমাদের ১১ তম বিবাহবার্ষিকী।
এই ১১ বছর যেন শুধু ক্যালেন্ডারের পাতায় নয় — খোদাই হয়ে আছে আমাদের হৃদয়ের ভাঁজে ভাঁজে।
প্রতিটা দিন, প্রতিটা রাত ছিল একেকটা গল্প… কখনো রোদ, কখনো ঝড়… কিন্তু পাশে ছিলাম আমরা—একে অপরজনের হাত শক্ত করে ধরে।
সংসার কখনো সহজ ছিল না — ছিল অভিমান, ছিল কান্না, ছিল মন ভাঙা।
তবু সেই ভাঙনের মাঝেই গড়ে উঠেছে আরো শক্ত বন্ধন।
হাজারো চড়াই-উতরাই পেরিয়ে শিখেছি — ভালোবাসা মানে শুধু রঙিন মুহূর্ত না, বরং ঝড়ের মাঝেও একে অপরকে না ছাড়ার প্রতিজ্ঞা।
তুমি শুধু আমার সঙ্গী নও — তুমি আমার প্রার্থনা, তুমি আমার সবচেয়ে নিরাপদ ঠিকানা।
তোমার চোখে আমি খুঁজে পেয়েছি ঘর, পেয়েছি জীবনের অর্থ।
আজ এই দিনে শুধু একটা কথাই মনে হচ্ছে…
👉 ধন্যবাদ, এতটা পথ আমার সাথে হেঁটে আসার জন্য।
👉 ধন্যবাদ, আমাকে অসম্পূর্ণ থেকে সম্পূর্ণ করে তোলার জন্য।
িবাহবার্ষিকী #ভালোবাসার_গভীরতা #সংসারের_গল্প #চড়াই_উতরাই #ভালোবাসা_থাকুক_চিরদিন #আমার_জীবন #আমাদের_পথচলা #একসাথে_জীবনের_পথে 🕊️💍✨