Md. Hamim Reza

Md. Hamim Reza ৳কে বলে আমি টাকার মর্ম বুঝিনা?
ফুরিয়ে ?

05/11/2025

বোন,
যেই পুরুষ আপনাকে নীল শাড়িতে কল্পনা করতে পারে, সেই পুরুষ আপনাকে পোশাক ছাড়াও কল্পনা করতে পারে।

আমি একজন পুরুষ হিসেবে বলছি। ধরুন আমি আপনার Just friend, Best friend, দুলাভাই, খালাতো, মামাতো ভাই বা এমন কিছু। আপনি আমার উপর দৃঢ় বিশ্বাস রেখে চলাফেরা করেন।
কোনো এক যাত্রায় হয়তো আমি আপনার পিঠের বা ঘাড়ের কালো তিলটা দেখে ফেলতে পারি। আর আপনার পিঠের তিল আমার অন্তরে গেঁথে থাকতে পারে আজীবন। হয়তো কোনো একদিন স্ত্রীর সাথে মনোমালিন্যের পর মনে পড়ে যেতে পারে Just friend এর সেই পিঠের তিলের কথা। কিন্তু আমার প্রতি তো আপনার অগাধ বিশ্বাস যে, আমি আপনার দিকে বদনজর দিবো না! কথাবার্তার মাঝে আপনার দেওয়া মুচকি হাসি আমাকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারে। চোখ বন্ধ করলেই ভেসে উঠতে পারে আপনার সেই হাসি। কোনো এক আড্ডার আসরে হঠাৎ আপনার বুকের ওড়না সরে গেলে আমার চোখ পড়তে পারে আপনার বক্ষদেশে। আমি হয়তো দেখেও না দেখার ভান করে থাকবো। সেটা আপনি বুঝবেনই না। আপনার ধারণায় আমি তো ছেলে ভালো। আমি আপনার দিকে খারাপ দৃষ্টি দিবো না, এটা আপনার বিশ্বাস। কিন্তু সেদিন রাতে হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে আমার মনে পড়তে পারে আপনার ওড়না সরে যাওয়ার দৃশ্যটা। একসাথে চলার মাঝে আপনার হাত পা বা মুখমন্ডলের সৌন্দর্য আমার মনে গেঁথে যেতে পারে। আপনাকে বিদায় জানানোর পর আমি দেখে ফেলতে পারি পিছন থেকে আপনার হাঁটার দৃশ্য। আমি একাকী থাকলে বার বার চিন্তায় আসতে পারে আপনার পিছনের দৃশ্যটা। প্রতিটি ব্যক্তিই শ*য়তানের দ্বারা প্ররোচিত হয়ে থাকে। না চাইতেও আপনার সম্পর্কে অনেক চিন্তা চলে আসে। হয়তো আপনার কোনো ক্ষতি করি না। কিন্তু মাঝে মাঝে এসব খন্ডচিত্রগুলো অন্তরে উঁকি দেয়। আর এখান থেকেই কু-প্রবৃত্তির জন্ম হয়। এখন আপনি ঠিক করেন কী করবেন! আমার সাথে মিশে আমার নফসকে আপনার ছবিগুলো উপহার দিবেন নাকি পর্দা করে নিজেকে নিরাপদে রাখবেন? সিদ্ধান্ত আপনার। বোন! সবশেষে একটি কথা। মাহরাম ছাড়া কখনো কোনো পুরুষের উপর অগাধ বিশ্বাস রাখবেন না। বিশেষ করে নন মাহরাম এর ব্যাপারে মনে রাখবেন, যেই পুরুষ আপনাকে নীল শাড়িতে কল্পনা করতে পারে, সেই পুরুষ আপনাকে পোশাক ছাড়াও কল্পনা করতে পারে। উপরের কথাগুলো বিশ্বাস না হলে মেন'স সাইকোলজি বিষয়ক সার্ভেগুলো নিয়ে স্টাডি করতে পারেন। আপনার নন মাহরাম কোনো পুরুষ আত্মীয়কেও জিজ্ঞেস করতে পারেন। (যদি সে সত্যবাদী হয়) রবের দিকে ফিরে আসুন। তিনিই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন।

- সংগৃহীত

10/04/2024
পুরুষ হলো...চাহিদার মেশিন চহিদার মেটাতে পারলে বেশ আর না পারলে শেষ...!
02/10/2023

পুরুষ হলো...
চাহিদার মেশিন চহিদার মেটাতে পারলে বেশ
আর না পারলে শেষ...!

সব অনুভূতি ক্যাপশনে শেষ হয় না।
03/09/2023

সব অনুভূতি ক্যাপশনে শেষ হয় না।

Address

Bamonpara, Chandot
Kushtia
7020

Alerts

Be the first to know and let us send you an email when Md. Hamim Reza posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Hamim Reza:

Share

Category