Tabib Khan

Tabib Khan A Software engineer | Teacher | Graphic designer | Top rated freelancer

05/06/2025

স্মার্ট বিদেশী কৃষকের বাংলাদেশে এসে কি অবস্থা হয় দেখুন 🤣 fans

30/05/2025

বৃষ্টিময় ইউনিভার্সিটি প্রেজেন্টেশন ☔🌧️

25/05/2025

ইউনিভার্সিটি moto vlog 🏍️

29/04/2025

কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে ১ম আন্তবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট

06/04/2025

বাচ্চাদের সাথে বোতল ঘুরানো খেলা 🥰

04/04/2025

Playing with the bottle with children

মা স্পার্ম তিমি তার বেবিকে দুধ খাওয়াচ্ছেন সমুদ্রে দুধ ছিটিয়ে।সবাই জানে যে তিমি একটি স্তন্যপায়ী প্রাণী, কিন্তু খুব কম লো...
10/12/2024

মা স্পার্ম তিমি তার বেবিকে দুধ খাওয়াচ্ছেন সমুদ্রে দুধ ছিটিয়ে।

সবাই জানে যে তিমি একটি স্তন্যপায়ী প্রাণী, কিন্তু খুব কম লোকই জানে যে একটি বেবি তিমিকে বুকের দুধ খাওয়ানো হয়, তবে অন্যান্য স্থল স্তন্যপায়ী প্রাণীর মতো সরাসরি যোগাযোগের মাধ্যমে নয়, পরিবর্তে, স্ত্রী তিমি তার দুধ ফেলে দেয় জলে যখন তার সন্তান তার কাছে বুকের দুধ খাওয়ানোর জন্য থাকে, কিন্তু তিমির দুধে উচ্চ চর্বিযুক্ত উপাদান 50% অতএব, দুধের আকার ঘন এবং আঠালো এবং জলে দ্রবীভূত হয় না, তাই বেবি তিমির দুধ ধরে খেতে পারে, একটি নিখুঁত প্রজনন জ্যামিতি।
Photography: Mike Korostelev
©

কক্সবাজারে হোটেল ম্যানেজার ভাড়া বেশি রাখছে🤬তাই হোটেল থেকে ফিরার সময় এমন কিছু করে আসছি ছোট্ট একটা হালকা করে  স্ট্রোক করব...
07/12/2024

কক্সবাজারে হোটেল ম্যানেজার ভাড়া বেশি রাখছে🤬
তাই হোটেল থেকে ফিরার সময় এমন কিছু করে আসছি
ছোট্ট একটা হালকা করে স্ট্রোক করবে হালায়😑

কুষ্টিয়ায় যারা বড় হয়েছে ওনাদের নিয়ে যদি রিসার্চ করা হয়, দেখবেন প্রত্যেকের 'হোম সিকনেস' আছে। তাদের বাড়ি ফেরার প্রবল ইচ্ছা...
30/11/2024

কুষ্টিয়ায় যারা বড় হয়েছে ওনাদের নিয়ে যদি রিসার্চ করা হয়, দেখবেন প্রত্যেকের 'হোম সিকনেস' আছে। তাদের বাড়ি ফেরার প্রবল ইচ্ছা, কুষ্টিয়া ফিরে নিঃশ্বাস নেওয়ার তীব্র আকুতি...

কুষ্টিয়ায় একবার আরাম লেগে গেলে, সে জীবিকা,পরিবার, জীবনের তাগিদের বাইরে গেলেও, একটা বিরাট দীর্ঘশ্বাসে নিজের স্মৃতিভ্রমে কুষ্টিয়ার জন্য মন কাঁদে।

এখানের সংস্কৃতি, স্মৃতি, প্রকৃতি আপনাকে বারবার মনে রাখতে বাধ্য করবে। একজন নিঃসঙ্গ ব্যাক্তির দিগন্তের উপর অপরূপ সূর্যাস্ত দেখে মন ভালো না হয়ে থাকতে পারেনা...

বাংলাদেশে প্রায় ১৫-১৬ টা জেলা ঘুরেছি, সত্য বলতে এমন আবহাওয়া, এতো সৌন্দর্য আমি কোথাও পাইনাই। ভালো লাগে, এই কুষ্টিয়ার এক নিভৃত গ্রামে বড় হওয়াটা একটা সৌভাগ্যের বিষয়!

বয়স বেড়েছে, কুষ্টিয়া ছেড়েছি৷
এখনও বুকের মধ্যে হুহু করে উঠে। কিভাবে থাকবো এই জেলার গ্রাম, নদী, বটগাছ, গ্রাম্য বাজার, ফেলে! রবীন্দ্রনাথ, লালন, কাঙ্গাল হরিনাথের মত মনীষীকে রেখে৷ ভাবতেই তো স্মৃতিভ্রমে পড়ে যাই।

© Md Asadujjaman

Address

Kushtia
Kushtia
7030

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tabib Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share