Padma71

Padma71 মুবাইদুল মালিথা
বাহিরমাদী, দৌলতপুর, কুষ্টিয়া।
সংবাদ,শিক্ষা ও ডিজিটাল মার্কেটিং। পেজটি ফলো ও লাইক দিয়ে রাখুন।

11/04/2025

"Stop Israel aggression."
Stop Israeli Aggression
Abederghat, Daulatpur, Kushtia.
Bangladesh.
Follow the page

"The world must take a stand against the ongoing aggression by Israel. The relentless attacks on innocent Palestinians, including children, women, and entire families are grave violations of human rights and international law. The destruction of homes, displacement of civilians, and targeting of basic infrastructure cannot be justified.

Global leaders and international organizations must act now to end this violence and hold those responsible accountable. Peace, justice, and dignity for all people should be our collective priority.

"ইসরায়েলের আগ্রাসন বন্ধ করো"
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এখনই বিশ্বকে সোচ্চার হতে হবে। নিরীহ ফিলিস্তিনিদের ওপর বারবার হামলা, শিশু ও নারীসহ অসংখ্য মানুষের প্রাণহানি, ঘরবাড়ি ধ্বংস – এসব মানবাধিকারের চরম লঙ্ঘন। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
আবেদের ঘাট, দৌলতপুর, কুষ্টিয়া।
পেজটি ফোলো দিয়ে পাশে থাকুন।

11/04/2025

Israel, stop your aggression, we strongly condemn it. Bahirmadi, Daulatpur, Kushtia.

যমুনা রেলসেতুর শুভ উদ্বোধন আজ১৮মার্চ ২০২৫।।ফলো করুনযমুনা রেলসেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে আজ। গত রোববার দুপুর ১২টা...
18/03/2025

যমুনা রেলসেতুর শুভ উদ্বোধন আজ
১৮মার্চ ২০২৫।।
ফলো করুন
যমুনা রেলসেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে আজ। গত রোববার দুপুর ১২টায় সেতুর পশ্চিম পাড় সয়দাবাদ এলাকায়
যমুনা রেলসেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে আজ। গত রোববার দুপুর ১২টায় সেতুর পশ্চিম পাড় সয়দাবাদ এলাকায়ছবি: প্রথম আলো
দীর্ঘ প্রতীক্ষার পর আজ মঙ্গলবার যমুনা নদীর ওপর নির্মিত রেলসেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। এ উপলক্ষে সকাল ১০টায় সেতুর পূর্ব প্রান্তে ইব্রাহিমাবাদ রেলস্টেশন প্রাঙ্গণে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ রেলওয়ে। সেখানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম প্রধান অতিথি হিসেবে সেতুর উদ্বোধন করবেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি ও জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক আইট টেরুইউকি উপস্থিত থাকবেন। স্বাগত বক্তব্য দেবেন যমুনা রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান এবং সমাপনী বক্তব্য দেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।
(প্রথম আলো)।।

ফিতরা,ফিতরা নির্ণয়ের কিছু নিয়ম নির্ধারিত আছে ইসলাম ধর্মে।ফিতরা নির্ধারণের ক্ষেত্রে পাঁচটি খাদ্য-পণ্য বিবেচনায় নেয়া হয়েছে...
15/03/2025

ফিতরা,
ফিতরা নির্ণয়ের কিছু নিয়ম নির্ধারিত আছে ইসলাম ধর্মে।

ফিতরা নির্ধারণের ক্ষেত্রে পাঁচটি খাদ্য-পণ্য বিবেচনায় নেয়া হয়েছে। এগুলো হচ্ছে গম বা আটা, যব, কিসমিস, খেজুর ও পনির। এসব পণ্যের যে কোনো একটি দ্বারা ফিতরা প্রদান করা যাবে।

একজন ব্যক্তি তার দুই হাতের তালু একত্রিত করে ধরার পর সেখানে যে পরিমাণ খাদ্য রাখা যাবে সেটি বা( এক কোন) ফিতরা হিসেবে দিতে হবে। এই পরিমাণকে আর্থিক মূল্যে নির্ণয় বা পরিমাপ করা যাবে।

পরিমাপ করার জন্য ‘অর্ধ সা’ এবং ‘এক সা’ মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। একমাত্র গম ও চালের ক্ষেত্রে ‘অর্ধ সা’ এবং বাকি চারটি পণ্যের ক্ষেত্রে ‘এক সা’ নির্ধারণ করা হয়েছে। এগুলো ছিল প্রাচীন আরব পরিমাপের একক। পরবর্তীতে এটিকে কেজি ও গ্রামে রূপান্তর করা হয়েছে।

‘অর্ধ সা’ বলতে ১ কেজি ৬শ ৫০ গ্রাম এবং ‘এক সা’ বলতে ৩ কেজি ৩শ’ গ্রাম বোঝানো হয়।

বাংলাদেশে চলতি বছর জনপ্রতি সর্বোচ্চ ফিতরা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬৪০ টাকা এবং সর্বনিম্ন আধা সা, গম অথবা চাউল দিয়ে ১১৫ টাকা। এই ফিতরা নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
সংগ্রহ বিবিসি বাংলা থেকে
আপনি ব্যাক্তিগত ভাবে নিজেও হিসাব করে দিতে পারেন, যে পরিমান ও পন্যটি আপনার জন্য বিবেচ্য।

07/03/2025

বোনের বাড়িতে বেড়াতে এসে ৮ বছরের শিশু ‘ধর্ষণের’ শিকার, ২৪ ঘণ্টা পরও জ্ঞান ফেরেনি, সে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

28/02/2025

পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার লক্ষে, বাংলাদেশ জামাতে ইসলামীর র‍্যালি।
দৌলতপুর, কুষ্টিয়া।

নতুন দল গঠনে, উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ করলেন।অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মো. নাহিদ ইসলাম।...
25/02/2025

নতুন দল গঠনে, উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ করলেন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মো. নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার তিনি পদত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন নাহিদ ইসলাম।

জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ, শেখ হাচিনার রাজনীতি শেষ।14 Feb2025, BBC,জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের ...
15/02/2025

জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ,
শেখ হাচিনার রাজনীতি শেষ।
14 Feb2025, BBC,
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) তদন্ত প্রতিবেদনে বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-অগাস্টে বিক্ষোভে মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরা হয়েছে। আবার বেশ অনেকগুলো সুপারিশও করা হয়েছে।

এই প্রতিবেদনের মধ্য দিয়ে যেমন বিচার প্রক্রিয়ায় সামনে এগোনোর জন্য সুবিধাজনক পথ সৃষ্টি হয়েছে, একই সাথে প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নের ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জের জায়গাও রয়েছে।

এই প্রতিবেদনে "গুরুতর মানবাধিকার লঙ্ঘনের তথ্য তুলে ধরা হয়েছে, কিছু ক্ষেত্রে যা আন্তর্জাতিক অপরাধের পর্যায়ে পড়ে এবং সেসবের সুবিচার হওয়া প্রয়োজন" বিবিসিকে বলছেন জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রোরি মুনগোভেন।

"হাসিনার বিরুদ্ধে দুদকের প্রথম মামলা"হাসিনার বিরুদ্ধে দুদকের প্রথম মামলা' নয়াদিগন্ত পত্রিকার প্রথম পাতার শিরোনাম।ক্ষমতা...
13/01/2025

"হাসিনার বিরুদ্ধে দুদকের প্রথম মামলা"
হাসিনার বিরুদ্ধে দুদকের প্রথম মামলা' নয়াদিগন্ত পত্রিকার প্রথম পাতার শিরোনাম।

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহরে জমি বরাদ্দ নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের এটিই প্রথম মামলা দায়ের।

গতকাল রোববার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার বিষয়টি জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো: আক্তার হোসেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজনৈতিক বিবেচনায় রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর রোড থেকে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ৬টি প্লট বরাদ্দ নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বজনরা।
Bbc bangla 15,01,2025

04/01/2025

আলহামদুলিল্লাহ আগামী ১জানুয়ারি ২০২৫ থেকে, ইউরোপের ৯টি দেশে শেনজেন ভুক্ত দেশ বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া এবং সুইডেন ভিসা আবেদন করা যাবে ঢাকার সুইডেন এম্বাসি থেকে।

তাছাড়া পর্তুগাল রোমানিয়া বুলগেরিয়া, ক্রোয়েশিয়া তারা তাদের নিজস্ব অফিস নিয়ে জানুয়ারি ১ তারিখ থেকে বসবে রাজধানী ঢাকাতে ইউরোপ গামী প্রত্যাশীদের জন্য যা অনেক ভালো সংবাদ।
মোট ৯টি দেশ।।

Address

Kushtia
7051

Opening Hours

Monday 08:00 - 21:00
Tuesday 08:00 - 21:00
Wednesday 08:00 - 20:00
Thursday 08:00 - 20:00
Friday 15:00 - 20:00
Saturday 08:00 - 20:00
Sunday 08:00 - 20:00

Telephone

+8801740990499

Alerts

Be the first to know and let us send you an email when Padma71 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Padma71:

Share