একাকিত্ত্বシ︎

একাকিত্ত্বシ︎ Aꜱꜱᴀʟᴀᴍᴜ ᴀʟᴀɪᴋᴜᴍ 👨‍🦳
আমাদের পেজটি Follow করে পাশে খাকুন/

- মিনা, তোর খালা কি এইবার তোগো জামা দিবোনা?মিনার মনটা খারাপ হয়ে যায়, দুঃসম্পর্কের এক খালা প্রতিবার ঈদে তাকে ও তার ছোট্ট ...
10/04/2024

- মিনা, তোর খালা কি এইবার তোগো জামা দিবোনা?

মিনার মনটা খারাপ হয়ে যায়, দুঃসম্পর্কের এক খালা প্রতিবার ঈদে তাকে ও তার ছোট্ট ভাইকে জামা কিনে দেন। কিন্তু এইবার খালার খোজঁ নাই। ঈদে নতুন জামা পরতে পারবে কি পারবেনা এ ব্যাপার নিয়েও এখনো দোটানায় মিনা।

মন খারাপ করেই মিনা উত্তর দিলো,
- জানিনা রে সখী, খালার তো এইবার খোজঁ নাই। কিন্তু আব্বায় বলসে খালা না দিলেও আব্বায় দিবে।

আব্বার কথা বলতে বিষন্ন লাগে মিনার। আব্বা বলছেন ঠিক ই কিন্তু আব্বার যে পায়ের ব্যাথা বেড়ে গেছে। রমজানের রোজা তার উপর ব্যাথা। ব্যবসা টা ঠিকঠাক ভালো যাচ্ছেনা অসুস্থতায়।

মিনার অবস্থা কি আপনাকে ভাবায়? ঈদে দশ না পনেরো হাজারের শপিং করার সময় আপনার আশেপাশের মিনাদের কি মনে পরে?

আমার আপনার আশেপাশে হাজারো মিনা আছে যারা আমাদের ছোট্ট উপহারের আশায় থাকে। পরিবারে আছে হাজারো মিনার বাবা। যাদের করুণ ব্যাথা আমাদের চোখে পরেনা, আবার আত্নসম্মানের খাতিরে তারা আমাদের সামনে তাদের অবস্থা তুলেও ধর‍তে পারেনা।

বছরে মাত্র দু'টা ঈদ আসে,এই দু'টা ঈদে কি আমাদের আনন্দ ভাগাভাগি করা উচিত না?
উচিত না এক ব্যাগ বাজার করে নিকট আত্নীয়র বাসায় গিয়ে তাদের অবাক করে দেওয়া?
কিংবা বাচ্চাদের দুটা জামা কিনে বাচ্চাদের মুখে হাসি ফোটানো?

সাদাকাতুল ফিতরের সর্বনিম্ন এমাউন্ট ১১৫ টাকা বলে ১১৫ টাকা আপনি ১০ জনকে ভাগ করে দিলেন। এই ১০ জন আসলে আপনাকে ১০ টাকা দিয়ে কি করবে বলুন তো? এখনকার বাজারে ১০ টাকার মূল্যেই বা কোথায়?
ধরা যায় আপনি ১১৫ টাকাই একজন কে দিলেন তবে এই ১১৫ টাকা দিয়েই বা সে কি করবে? আধা কেজি মাংস অবধি সে কিনতে পারবেনা। তাহলে কিভাবে আনন্দ ভাগাভাগি করে নেওয়া হলো?

ফিতরার সর্বোচ্চ এমাউন্ট বোধহয় ২৬৪০ টাকা এ বছর, যদি এটা সর্বোচ্চ হয় এবং আপনার সামর্থ্য আছে তাহলে আপনার উচিত এই টাকা দিয়ে কাউকে খুশি করা। সামর্থ্য না থাকলে সামর্থ্য অনুযায়ী এমন একটা এমাউন্ট দেওয়া যেন একটা পরিবার কমপক্ষে ঈদের বাজারটুকু করতে পারে।

জেনে রাখুন আপনার রব বলেছেন,নিশ্চয় আল্লাহ মুমিনদের থেকে তাদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন (জান্নাতের বিনিময়ে) যে, তাদের জন্য রয়েছে জান্নাত। (সূরা আত-তওবা-১১১)

আল্লাহর ক্রয়কৃত মাল থেকে আল্লাহর উত্তম ঋণ দিয়ে জান্নাত লাভ করে নিন।

ঈদ মুবারক!

Address

Kumarkhali
Kushtia
7010

Alerts

Be the first to know and let us send you an email when একাকিত্ত্বシ︎ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to একাকিত্ত্বシ︎:

Share