JSF Kushtia Distric

JSF Kushtia Distric Zaker Party JSF, Kushtia.

26/06/2025

হিজরী নব বর্ষ ১৪৪৭।

মুসলিম উম্মাহ এবং শান্তিকামী বিশ্ব মানবতার প্রতি অবারিত শুভেচ্ছা। অভিনন্দন। শুভ কামনা।

প্রগতি, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধিতে ভরপুর হোক সকলের গৃহ কোন।

তবে হিজরী নব বর্ষের সাথে গেঁথে আছে অসহনীয় শোকের এক উপাখ্যান। মর্ম্নতুদ কারবালা ট্রাজেডি। রাসুলে পাক (সাঃ) প্রদর্শিত সত্য ইসলামের পতাকা সমুন্নত রাখার মহান প্রয়াসে সপরিবারে সঙ্গী সাথীসহ কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করেন নবী দৌহিত্র হযরত ইমাম হোসেন (রাঃ) ছাহেব। যা বিশ্ব মুসলিমের হৃদয়ে অসহনীয় শোকের মাতম তৈরী করে।
কারবালার শোক চির অম্লান। চির অমলিন।

শোকের এ মাতম সঙ্গী করেই এগিয়ে যায় হিজরী নতুন বছর। কর্মমুখর হয় মুসলিম উম্মাহ।

16/12/2024

মহান বিজয় দিবস

জাকের পার্টি চেয়ারম্যানের বাণী

জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মহান বিজয় দিবসে জাতির বীর দামালদের অভূতপূর্ব আত্মদানের যথাযথ মূল্যায়ণে জাতিকে সত্যিকারের সুখী, সমৃদ্ধ, কল্যাণমুখী বাংলাদেশ প্রতিষ্ঠায় উজ্জীবিত হওয়ার আহবান জানিয়েছেন। জাতির উদ্দেশ্যে প্রদত্ত এক বাণীতে জাকের পার্টি চেয়ারম্যান বলেন, বীর দামালরা যে লক্ষ্য, আদর্শ ও স্বপ্ন বুকে নিয়ে এ দেশ স্বাধীন করেছিলেন, সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। জাকের পার্টি চেয়ারম্যান আশা প্রকাশ করেন, মহান এ দিবসে দেশ ও জাতীয় স্বার্থ সংরক্ষনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দৃপ্ত শপথ নেবে জাতি।

17/11/2024

জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, বাংলাদেশে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করতে হবে। ভবিষ্যতে ৬৪ জেলায় বাজেট...

17/11/2024
17/11/2024

মজলুম জন নেতা আব্দুল হামিদ খান ভাসানীর প্রয়ান দিবসে গভীর শ্রদ্ধা।

নির্মোহ, অনাড়ম্বর ও অত্যন্ত সাধাসিধে জীবনযাপনকারী এই মহান নেতা আজীবন অবহেলিত ও অধিকারবঞ্চিত মানুষের জন্য সংগ্রাম করে গেছেন। সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ ও উপনিবেশবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে যুক্তফ্রন্ট গঠনসহ দেশ ও জনগণের স্বার্থে লড়াই চালিয়ে গেছেন মাওলানা ভাসানী।

মজলুম জন নেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী শুধু রাজনীতিক নন, বরং তিনি একজন আধ্যাত্মিক ব্যক্তিত্বও ছিলেন। তিনি নকশবন্দী তরিকতের অনুসারী ছিলেন, যা তার জীবন ও সংগ্রামে আধ্যাত্মিক মূল্যবোধের প্রভাব ফেলেছিল। এই তরিকতের শিক্ষা তাঁকে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, মাটির মানুষদের প্রতি দায়িত্ববোধ, এবং অন্যায়ের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করার প্রেরণা জোগায়।

আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

17/11/2024
17/11/2024
17/11/2024

Address

Kushtia
7000

Alerts

Be the first to know and let us send you an email when JSF Kushtia Distric posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JSF Kushtia Distric:

Share

Category