Everybody Smile

Everybody Smile I am blessed with a funny gene that makes me enjoy life to the fullest.

“এই বেঞ্চটা আজও তোমার অপেক্ষায় থাকে,যেখানে আমরা বসে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম।এখন বসে থাকি আমি একা...তুমি নেই, শুধু স্ম...
28/06/2025

“এই বেঞ্চটা আজও তোমার অপেক্ষায় থাকে,
যেখানে আমরা বসে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম।
এখন বসে থাকি আমি একা...
তুমি নেই, শুধু স্মৃতি গুলো রয়ে গেছে।”

“আকাশটা আজও আগের মতোই আছে,তারা গুলোও আছে…তুই ছাড়া, সব কিছু আছে।আর আমি, শুধুই একটা অভ্যাস ভেঙে বেঁচে আছি।”
28/06/2025

“আকাশটা আজও আগের মতোই আছে,
তারা গুলোও আছে…
তুই ছাড়া, সব কিছু আছে।
আর আমি, শুধুই একটা অভ্যাস ভেঙে বেঁচে আছি।”

“যখন তুই আমার পাশে ছিলি,জীবনটা সহজ লাগতো।এখন, রেললাইনের মতন —লম্বা, ফাঁকা আর গন্তব্যহীন।”
27/06/2025

“যখন তুই আমার পাশে ছিলি,
জীবনটা সহজ লাগতো।
এখন, রেললাইনের মতন —
লম্বা, ফাঁকা আর গন্তব্যহীন।”

“এখনও বৃষ্টি হলে,তোমার কথা মনে পড়ে।জানালার পাশে বসে থাকি,ভাবি — কবে যেন তুমি বলেছিলে,‘তোর চুলে বৃষ্টির গন্ধ লাগে...’”  ...
27/06/2025

“এখনও বৃষ্টি হলে,
তোমার কথা মনে পড়ে।
জানালার পাশে বসে থাকি,
ভাবি — কবে যেন তুমি বলেছিলে,
‘তোর চুলে বৃষ্টির গন্ধ লাগে...’”

“তোমার দেওয়া শেষ চিঠিটা আজও আমার ড্রয়ারে পড়ে আছে।প্রতিবার পড়ি...প্রতিবার কষ্ট পাই...কিন্তু ছাড়তেও পারি না।”        ...
26/06/2025

“তোমার দেওয়া শেষ চিঠিটা আজও আমার ড্রয়ারে পড়ে আছে।
প্রতিবার পড়ি...
প্রতিবার কষ্ট পাই...
কিন্তু ছাড়তেও পারি না।”

“কিছু কিছু সম্পর্ক থাকে,যেগুলো শেষ হয় না...শুধু মানুষ টা আর আগের মতো থাকে না।সে থাকলেও, আর থাকে না।”
26/06/2025

“কিছু কিছু সম্পর্ক থাকে,
যেগুলো শেষ হয় না...
শুধু মানুষ টা আর আগের মতো থাকে না।
সে থাকলেও, আর থাকে না।”

সবাই ভাবে আমি ভালো আছি। দেখে মনে হয় আমি হাসি, কথা বলি, স্বাভাবিক থাকি। কিন্তু কেউ জানে না — প্রতিটা হাসির পেছনে লুকিয়ে...
25/06/2025

সবাই ভাবে আমি ভালো আছি। দেখে মনে হয় আমি হাসি, কথা বলি, স্বাভাবিক থাকি। কিন্তু কেউ জানে না — প্রতিটা হাসির পেছনে লুকিয়ে আছে একরাশ চাপা কষ্ট। কষ্টগুলো চিৎকার করে কাঁদে আমার ভেতরে, অথচ আমি চুপ করে থাকি। অনেক কিছু বলার থাকে, কিন্তু বলা যায় না... কারণ মানুষ শুনলেও বোঝে না। রাতের নিরবতায় আমি ভেঙে পড়ি, কেউ দেখে না। আমি শুধু চাই কেউ একটাবার এসে বলুক, “তুই ঠিক আছিস তো?” — এমন করে, যেভাবে কেউ আর বলে না।




















“রাত যত গভীর হয়,ভিতরের নিঃশব্দ কান্নাগুলো তত জোরে শোনা যায়।সবাই ভাবে আমি ঘুমিয়ে পড়েছি,কিন্তু আমি তখনও একা বসে থাকি.....
25/06/2025

“রাত যত গভীর হয়,
ভিতরের নিঃশব্দ কান্নাগুলো তত জোরে শোনা যায়।
সবাই ভাবে আমি ঘুমিয়ে পড়েছি,
কিন্তু আমি তখনও একা বসে থাকি... তোমার কথা ভেবে।”

“ছেড়ে যাওয়া সবসময় কষ্টের না,কখনও কখনও দরকার ছিল বেঁচে থাকার জন্য।তবুও…যার হাত ছেড়েছি,সে হাতটাই আজও মনে পড়ে।”       ...
24/06/2025

“ছেড়ে যাওয়া সবসময় কষ্টের না,
কখনও কখনও দরকার ছিল বেঁচে থাকার জন্য।
তবুও…
যার হাত ছেড়েছি,
সে হাতটাই আজও মনে পড়ে।”

"Healing isn’t pretty. It’s crying at 2 AM and smiling at 2 PM."
23/06/2025

"Healing isn’t pretty. It’s crying at 2 AM and smiling at 2 PM."

27/01/2024

আমি শুনেছি মানুষ নাকি সহজে কাঁদে না , সহজে হার মানে না ...
তাহলে আমার চোখে এত সহজে জল আসে কেন , বার বার ভেঙে পড়ি কেন ..
কেন মনে হয় এই বুকে কিছু আটকে আছে । কেন বোবা কান্নায় আজ আর শান্তি আসে না ..... !!

01/09/2023

কি উপমা দেবো তোমায়।
আগুন নাকি পরী।
ধরতে গেলে আহত হয়"
ভুলতে গেলে মরি!!💔🌺🙂

Address

Kushtia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Everybody Smile posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share