শাশ্বত বাংলা

শাশ্বত বাংলা বাঙালি সংস্কৃতি চর্চায় মন ও মননে সদা শাশ্বত ইবির বাংলা পরিবারের ৩২ তম আবর্তন।

প্রথমবার কেউ যখন ‘শাহবাগী’ ট্যাগ খায়।-বাংলায় পড়া আমি!
06/03/2025

প্রথমবার কেউ যখন ‘শাহবাগী’ ট্যাগ খায়।

-বাংলায় পড়া আমি!

01/03/2025

এডিটিংয়ের একটা ক্লাস নেব

21/02/2025

তেমন কিছু না, নাটক করার প্রস্তুতি নিচ্ছি।

প্রেম বঞ্চিত সংঘের ২০২৫-২০২৬ প্রেমবর্ষের কার্যনির্বাহী পরিষদ (পূর্ণাঙ্গ)।
13/02/2025

প্রেম বঞ্চিত সংঘের ২০২৫-২০২৬ প্রেমবর্ষের কার্যনির্বাহী পরিষদ (পূর্ণাঙ্গ)।

প্রেম বঞ্চিত সংঘের ২০২৫-২০২৬ সালের নতুন কমিটি (পূর্ণাঙ্গ) দেওয়া হলো:
13/02/2025

প্রেম বঞ্চিত সংঘের ২০২৫-২০২৬ সালের নতুন কমিটি (পূর্ণাঙ্গ) দেওয়া হলো:

আমাদের সংগ্রাম চলবেই! আগামীকাল সবাই ডায়নায় আসুন।
13/02/2025

আমাদের সংগ্রাম চলবেই! আগামীকাল সবাই ডায়নায় আসুন।

: আব্বু আমার নাম কাফি দিয়েছো কেন? : কারণ তুই একাই বাঙলা কবিতা ধ্বংস করার জন্য কাফি (যথেষ্ট)
11/02/2025

: আব্বু আমার নাম কাফি দিয়েছো কেন?
: কারণ তুই একাই বাঙলা কবিতা ধ্বংস করার জন্য কাফি (যথেষ্ট)

11/02/2025

আমার বন্ধু সজীব ইদানীং মেসেন্‌জারে একটু বেশিই ভুজুংভাজুং করছে। মাঝে মাঝে রাত দু'টোর সময়ও দেখি কম্বলের মধ্যে থেকে ফিসফিস আওয়াজ আসে। ওয়াশরুমে গেলে ফোন সাথে নিয়ে যায়। ভিতর থেকে হাসির শব্দ শোনা যায়। দুই-তিন ঘন্টার কমে বের হয় না। ওর আচরণেও কেমন জানি অস্বাভাবিকতা। মনে হচ্ছে আমার কাছে কিছু লুকোচ্ছে।

আজ ক্লাস থেকে বেরিয়ে দেখি সজীব মোট একুশবার ফোন দিয়েছে। ওকে ফোন ব্যাক দিলাম। ওপাশে কেমন জানি অস্থিরতা। মনে হচ্ছে হাঁপাচ্ছে।
— এতবার ফোন দিয়েছিস কেন?
— তোর ফোন ধরতে এতক্ষণ লাগে!? যাহোক, আমার ফার্স্ট সেমিস্টারের শিটগুলো কোথায় রে?
— কী করবি ওগুলো?
— দরকার আছে।
— সরি, তোকে তো বলা হয়নি! আমি ওগুলো ছিঁড়ে রোজ বাসের সিট ধরতাম।
এই কথা বলার সাথে সাথে সজীব ফোন কেটে দিল। তারপর থেকে ওর ফোন বন্ধ। ফেসবুকেও দেখছি ব্লক করেছে।

রুমে ফিরেই দেখি ও উপুড় হয়ে শুয়ে আছে। চোখে-মুখে হতাশার ছোঁয়া। আমি ডাকলাম, কোনো কথা বলল না। ভাবলাম শরীর খারাপ করেছে হয়তো। মাথায় হাত দিয়ে দেখলাম জ্বর নেই। সবকিছু একদম ঠিক ঠাক। শিয়রের পড়ে থাকা মোবাইলের স্ক্রিনে এখনো আলো জ্বলছে। দেখলাম সাদিয়া নামের জুনিয়র সুন্দরী মেয়েটা ওকে দীর্ঘ মেসেজ দিয়েছে। লিখেছে,“ইমন ভাইয়া আজকে আমাকে তার সব শিটগুলো দিয়ে গেছে। আপনাকে আর আমার প্রয়োজন নেই। ভাইয়া বলেছেন, কাল থেকে তিনি আমার এক্সট্রা ক্লাস নেবেন। ইমন ভাইয়া না বললে জানতেই পারতাম না আপনি মিথ্যুক। শিট দেওয়ার নামে জুনিয়র মেয়েদের ইনবক্সে পড়ে থাকেন।" এটা বলার পর দেখলাম সাদিয়া তাকে ব্লক দিয়েছে। কিছুক্ষণ পর ফেসবুকে ঢুকে দেখি সাদিয়া ইমনকে ট্যাগ করে রেস্টুরেন্টে খাওয়ার ছবি পোস্ট করে লিখেছে, ”প্রিয় ভাইয়া!"

প্রিয় ভাইয়া
— অ্যাডমিন

09/02/2025

হ্যাঁ, এটাই আমি।

আসন্ন ১৪ই ফেব্রুয়ারিকে সামনে রেখে ২০২৫-২০২৬ প্রেমবর্ষের  নতুন কমিটি দেওয়া হলো।
09/02/2025

আসন্ন ১৪ই ফেব্রুয়ারিকে সামনে রেখে ২০২৫-২০২৬ প্রেমবর্ষের নতুন কমিটি দেওয়া হলো।

Address

Islamic University
Kushtia
7003

Alerts

Be the first to know and let us send you an email when শাশ্বত বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share