শাশ্বত বাংলা

শাশ্বত বাংলা বাঙালি সংস্কৃতি চর্চায় মন ও মননে সদা শাশ্বত ইবির বাংলা পরিবারের ৩২ তম আবর্তন।

20/08/2025

ভার্সিটি হাফ দিনের বেশি বন্ধ রাখা উচিত না, বন্ধুদের জন্য মনটা ছটফট করে।🤲

বেইমান 🤲
20/08/2025

বেইমান 🤲

17/08/2025

এটা আমিই। ওই ১০/১০ কনফিডেন্সটিই আছে জীবনে।

বেশি কিছু না, ক্লাস টপারের নোট চেয়েছিলাম।
17/08/2025

বেশি কিছু না, ক্লাস টপারের নোট চেয়েছিলাম।

হেড ছার🫶ইসলামী বিশ্ববিদ্যালয়
11/08/2025

হেড ছার🫶
ইসলামী বিশ্ববিদ্যালয়

11/08/2025

আজ থেকে আরেক ব্যাচের ডিপার্টমেন্ট আর ভার্সিটি নিয়ে ডিপ্রেশন শুরু হবে!

জি ভাই😑
09/08/2025

জি ভাই😑

বঙ্গদেশে ‘উত্তেজিত ৩৫' আসছেরাজপথ কা‌ঁপছে।।
31/07/2025

বঙ্গদেশে ‘উত্তেজিত ৩৫' আসছে
রাজপথ কা‌ঁপছে।।

বন্ধুর গার্লফ্রেন্ড দিশা জাহান (ছদ্মনাম) তেহারি পাঠিয়েছে। সবাই মিলে খাচ্ছি। অনেক মজার। আমার বন্ধু প্রায় রাতে টাচ ফোনটা...
31/07/2025

বন্ধুর গার্লফ্রেন্ড দিশা জাহান (ছদ্মনাম) তেহারি পাঠিয়েছে। সবাই মিলে খাচ্ছি। অনেক মজার। আমার বন্ধু প্রায় রাতে টাচ ফোনটা অফ করে বাটন ফোন দিয়ে ওর এলাকার এক মেয়ের সাথে কথা বলতো। তখন দিশা আমাকে কল দিতো। কল করে জিজ্ঞেস করতো— "আপনার বন্ধু কি এখনো বাসায় ফিরে নাই? ওর ফোনটা অফ পাচ্ছি।"

আমি বলতাম, "ফোনে চার্জ নেই মনে হয়। বাসায় ফিরলে কল দিতে বলবো।"

আজ দিশার হাতের তেহারি খাচ্ছি। মেয়েটার রান্নার হাত বেশ ভাল। এতদিন দিশাকে মিথ্যা কথা বলার জন্য একটু খারাপ লাগছে আজ। 😭

28/07/2025

দু'বছর আগে, ঠিক আজকের দিনেই এই ফেসবুক পেইজটি খোলা হয়েছিল। আমাদের স্লোগান ছিল, "বাংলার বুকে সদা শাশ্বত"। কথাটি হয়তো সঠিক, আবার বাস্তবতার প্রশ্নে এই কথাটি দুর্বল হয়ে পড়ে। আর হয়তো ২ বছর ক্যাম্পাসে আছি। জীবন থেমে থাকে না। কেউ থামতে চায়লে জীবনস্রোত ঠিকই ভাসিয়ে নিয়ে যায়। সামনে সবার কঠিন ভবিষ্যৎ অপেক্ষা করছে। সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। সবার আলাদা জগৎ থাকবে। হয়তো খুব প্রিয় বন্ধুটির সঙ্গেও কথা হবে কালেভদ্রে। আজ আমরা যতই নিজেদের সার্কেল করি না কেন, এই বন্ধন চিরকাল থাকে না। ৫ বছরের চলার পথটিও একদিন সবার পদচিহ্ন মুছে দেবে। আজ হয়তো অনেকের সঙ্গে অনেকের মতের অমিল। মনে মনে ক্ষোভ অভিমান রয়েছে। কিন্তু এমন একদিন আসবে সেই অভিমান, ক্ষোভ যাদের প্রতি আছে, তাদের সঙ্গে কাটানো কেবল ভালো সময়টার কথাই মনে পড়বে। হয়তো এই পেইজ অনেক বছর স্থায়ী হবে, কিন্তু আপডেট করার সময় থাকবে না। পেইজ হবে জীবন্মৃত। পেইজ থাকুক বা না থাকুক, আমাদের টক ঝাল মিষ্টি সম্পর্কটাই স্থায়ী থাকুক। শুভ জন্মদিন, বঙ্গবাসী শাশ্বত বাংলা।

Address

Islamic University
Kushtia
7003

Alerts

Be the first to know and let us send you an email when শাশ্বত বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share